Home শিক্ষা ক্যাম্পাস যুক্তরাষ্ট্রের ৬ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেলেন ববি শিক্ষার্থী আল আমিন

যুক্তরাষ্ট্রের ৬ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেলেন ববি শিক্ষার্থী আল আমিন

ববি প্রতিনিধি

অর্থনীতিতে স্নাতকোত্তর করতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মো. আল আমিন গত বুধবার (২০ এপ্রিল) যুক্তরাষ্ট্রের বিখ্যাত ওহিও বিশ্ববিদ্যালয় থেকে ফুলফান্ডেড স্কলারশিপের কনফার্মেশন ইমেইল পেয়েছেন।

শুধু ওহিও বিশ্ববিদ্যালয় নয়, যুক্তরাষ্ট্রের আরো পাঁচটি বিশ্ববিদ্যালয় থেকে ভর্তির ডাক পেয়েছেন আল-আমিন। বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে- ওয়েস্টার্ন ইলিনয় বিশ্ববিদ্যালয়, কেন্ট স্টেট বিশ্ববিদ্যালয়, বোলিং গ্রিন স্টেট ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ টলেডো ও নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটি।

নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আল আমিন বলেন- গতকাল যখন ওহিও বিশ্ববিদ্যালয় ফুলফান্ডেড স্কলারশিপের ইমেইলটা পেলাম তখন চোখে পানি চলে এসেছে। এই অনুভূতিটা আসলে বলে বোঝানো যাবে না। আমার বিশ্বাস ছিলো সফল হব, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে কাঙ্ক্ষিত ফলাফলটা হাতে পেলাম।

জীবনে অনেক কষ্ট, সংগ্রামের চড়াই উতরাই পেরিয়ে আজ তার এই সফলতা। বিশ্ববিদ্যালয় জীবনের প্রথমবর্ষ থেকে স্বপ্ন দেখতেন যুক্তরাষ্ট্রের ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করবেন। ২০১৯ সালে যখন অনার্স ফাইনাল ইয়ার চলে, স্বপ্নটা তখন আরো মাথাচাড়া দিয়ে ওঠে। বরিশালে জিআরআই, টোফেল করার মতো ভালো সুযোগ সুবিধা নেই। তাই নিজের স্বপ্ন পূরণের আশায় আগপাছ না ভেবেই নিজের প্রিয় স্কুটি বিক্রি করে ঢাকায় চলে যান। সেখানে দিনরাত পাবলিক লাইব্রেরিতে পড়ালেখা করেছেন।

এদিকে বাড়িতে হাল ধরার কেউ নেই। পাঁচ ভাইবোন। বাবা কাঠমিস্ত্রী, মা গৃহিণী। বরিশালে থাকতে টিউশন, কোচিং করিয়ে নিজে চলেছেন, পরিবার চালিয়েছেন। তারপর ঢাকা চলে যাওয়াতে নিজের কোনো আয় ছিলো না। পরিবারও সংকটে। এমন সময় লাইব্রেরিতে পড়তে আসা অনেকের ম্যাথ সমাধান করে দিতে গিয়ে পরিচিত হওয়া এক ভাই এগিয়ে আসেন তার পাশে। সাইফুরস কোচিং ক্লাস নেয়ার সুযোগ করে দেন। কয়েকমাস না যেতেই ২০২০ সালের মার্চ মাসে দেশে মহামারি করোনা শুরু হয়ে যায়। বন্ধ হয়ে আয় রোজগারের একমাত্র পথটিও। পায়ের তলার মাটি যেন সড়ে যায় আল আমিনের।

বাবার কাঠমিস্ত্রীর কাজের সুবাদে নিজেরও এ কাজে কিছুটা দীক্ষা ছিলো। করোনার ওই মহামারি সময়ে ঢাকার বস্তিতে এ কাজটিও করেছেন তিনি। বাবা রাস্তায় রাস্তায় মাছ বিক্রি করেছেন, ছোট ভাই সদরঘাটে মাস্ক বিক্রি করেছেন। সুযোগ পেলে নিজেও ছোট ভাইয়ের সাথে মাস্ক বিক্রি করেছেন। অনলাইনে উদ্যোক্তা হিসেবে কিছুদিন মধু কালোজিরাও বিক্রি করেছেন তিনি।

জীবনযুদ্ধে এভাবেই সংগ্রাম করে আল আমিনের আজ সফল একজন মানুষ হয়ে উঠতে পেরেছেন। যুক্তরাষ্ট্রের ১২টি বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছিলেন তিনি৷ এর মধ্যে ৬টির ফলাফলেই টিকে গেছেন। বাকি ছয়টিতে এখনও ফলাফল হয়নি। সেখানেও টিকবেন বলে আশাবাদী তিনি। এর মধ্যে ওহিও বিশ্ববিদ্যালয় তার স্বপ্নের বিশ্ববিদ্যালয়।

তিনি বলেন, আমি যুক্তরাষ্ট্রের যে ১২টি বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছি তার মধ্যে ওহিও বিশ্ববিদ্যালয় আমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়। এখানকার অধ্যাপকরা বিশ্বখ্যাত। স্নাতকোত্তর শেষে তাদের থেকে রেফারেন্স পেলে আমি বিশ্বের টপ ১০টি বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিশ্ববিদ্যালয়ে পিএইচডি, পোস্ট ডক্টরেট ফেলো করতে পারবো।

মো. আল আমিনের বাড়ি ভোলার চরফ্যাশনে। তিনি কাশেমগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, রসুলপুর ডিগ্রি কলেজ (ভোলা) থেকে এইচএসসি এবং বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ফাস্ট ক্লাস সেকেন্ড হয়ে স্নাতক সম্পন্ন করেছেন। বরিশাল বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত পৃথক দুটি আন্তর্জাতিক কনফারেন্সে তিনি গবেষণা কর্ম উপস্থাপন করেছেন৷

আল আমিন বলেন, আমার বাবা একজন কাঠমিস্ত্রি (ঢাকাতে বস্তিঘর মেরামত করত)। সংসারের বড় ছেলে হওয়ার কারণে, আমি যখন ৬ষ্ঠ শ্রেণিতে, তখন থেকেই আমার সংসারে আর্থিকভাবে সহযোগিতা করতে হয়েছিল। বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং থেকে শুরু করে আমেরিকার বিশ্ববিদ্যালয় ভর্তির এই দীর্ঘ জার্নিতে অগণিত লোকজন মানবতার হাত বাড়িয়ে দিয়েছিল। যাদের ঋণ আমি জীবনেও পরিশোধ করতে পারবো না। আমেরিকার বিশ্ববিদ্যালয়ে ফুল ফান্ডিংয়ে চান্স পাওয়াতে তাদের সাথে কথা বলে যে প্রশান্তি পেয়েছি তা কোটি টাকা দিয়েও পাওয়া যাবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান

দখিনের সময় ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবিগঞ্জে মানহানির একটি মামলা থেকে খালাস পেয়েছেন । বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল আলীম...

সাবেক ছাত্রলীগ নেতাকে হত্যা: ৮ শিক্ষার্থী বহিষ্কার

দখিনের সময় ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যা করার ঘটনায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের আটজন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। সাময়িক...

বাউফলে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বাউফল প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে কালাইয়া-বাউফল ও বরিশাল সড়ক অবরোধ করেছেন কয়েকশ বিক্ষুব্ধ শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে দুপুর ১ পর্যন্ত দুই ঘন্টা দাশপাড়া...

Recent Comments