Home বরিশাল বানারীপাড়ায় ঈদ-উল ফিতর উপলক্ষে ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব অনুষ্ঠিত

বানারীপাড়ায় ঈদ-উল ফিতর উপলক্ষে ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি

বরিশালের বানারীপাড়ায় পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে। ৬ মে শুক্রবার বিকেলে বানারীপাড়া পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডে ফেরীঘাট সংলগ্ন সন্ধ্যা নদীর তীরে অনুষ্ঠিত ঘুড়ি কাটাকাটি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম। বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান আ. জলিল ঘরামী,যুগ্ম সম্পাদক  এটিএম মোস্তফা সরদার,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন প্রমুখ।

বানারীপাড়া স্পোটিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি রুহুল আমিন শুভর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক জাহিদ হোসেন জুয়েল,আওয়ামী লীগ নেতা শামসুল আলম মল্লিক ও হারুন অর রশিদ,উপজেলা এনজিও সম্বনয় পরিষদের সম্পাদক ও সাংবাদিক এস.মিজানুল ইসলাম,উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি আবুল বাশার বাদশা,সম্পাদক এনায়েত হোসেন মোল্লা,ঘুড়ি প্রতিযোগিতার পরিচালনা কমিটির আহবায়ক ও সাবেক ছাত্রলীগ নেতা রিয়াজ তালুকদার,সদস্য সচিব শামসুদ্দোহা তালুকদার,সদস্য উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকির হোসেন,পৌর কাউন্সিলর এস এম আকবর ও  জাহিদ হোসেন সরদার,তুরান মিয়া, উজিরপুর পৌরসভার প্যানেল মেয়র হেমায়েত উদ্দিন,বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মু.মুন্তাকিম লস্কর কায়েস, পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাষ্টার হায়দার আলী,ক্রীড়া সম্পাদক রিপন বনিক,প্রেসক্লাবের সহ-সভাপতি কাওসার হোসেন,প্রভাষক মামুন আহমেদ ও স্বপন মাঝী,সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন,উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহাতাব হোসেন মহসিন,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সম্পাদক জোবায়ের আহম্মেদ রুথেন,সাংবাদিক আ. আউয়াল প্রমুখ।

বানারীপাড়া স্পোটিং ক্লাবের  সাধারণ সম্পাদক জাহিদ হোসেন ও সাংগঠনিক সম্পাদক সুমন দেবনাথ অনুষ্ঠানে প্রাণবন্ত সঞ্চালনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বানারীপাড়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আ. জলিল ঘরামীর লাল দল (১-০) পিরোজপুরের স্বরূপকাঠির ডাক্তার অসাদুজ্জামানের সবুজ দলকে হারিয়ে বিজয়ী হয়। এ প্রতিযোগিতায় মোট ১২টি দল অংশগ্রহণ করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল এমবিএ প্রোগ্রাম চালু

কাজী হাফিজ: বর্তমান বিশ্বে মাস্টার্স অব বিজনেস এডমিনিস্ট্রেশন (এমবিএ) প্রোগ্রামকে ব্যবসা এবং ব্যবস্থাপনার সর্বোচ্চ মর্যাদাসম্পন্ন কোর্স হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ বিষয়ে শিক্ষার্থীদের চাহিদার কথা...

গাড়িতে আসার বিষয়ে ব্যাখ্যা দিলেন রনোভাই

প্রায় দুই দশক আগে এসটিভি ইউএস নামে একটি টেলিভিশন আমেরিকা থেকে সম্প্রচারিত হতো। কিন্তু কার্যক্রম পরিচালিত হতো বাংলাদেশ থেকে। এতে মুখোমুখি নামে একটি টকশো...

মাছ ধরার সময় শ্বাসনালিতে বাইন মাছ

দখিনের সময় ডেস্ক: ঝুঁকিপূর্ণ দেখে তিন ঘণ্টার চেষ্টায় শ্বাসনালি কেটে বাইন মাছটি বের করা হয়। এরপর রোগী সুস্থ হলে ৭-৮ দিন পর তার শ্বাসনালিতে বসানো...

অধ্যক্ষের রুমে ঢুকে শিক্ষক পেটানো সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার

দখিনের সময় ডেস্ক: কলেজে অধ্যক্ষের রুমে ঢুকে শিক্ষক পেটানো ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। শিক্ষককে পেটানো বহিষ্কৃত এ ছাত্রলীগ নেতা হলেন মো. সাফাতুন নুর...

Recent Comments