Home জাতীয় 'সর্বোচ্চ ১৩০টি আসনে ইভিএম ব্যবহার করা সম্ভব' - ইসি

‘সর্বোচ্চ ১৩০টি আসনে ইভিএম ব্যবহার করা সম্ভব’ – ইসি

দখিনের সময় ডেস্ক:

নির্বাচন কমিশনার মো. আলমগীর জানিয়েছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সক্ষমতা নেই নির্বাচন কমিশনের (ইসি)। রাজনৈতিক দলগুলোর আস্থা অর্জন করতে পারলে ১০০ থেকে সর্বোচ্চ ১৩০টি আসনে ইভিএম ব্যবহার করা সম্ভব।

আজ সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

আগামী জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার হবে কি না? এমন প্রশ্নের জবাবে ইসি আলমগীর বলেন, ‘ইলেকট্রনিক ভোটিং মেশিন নিয়ে আমাদের মধ্যে এখনও আলোচনা হয়নি। কারণ, কয়েকদিন আগে নির্বাচন কমিশনের দায়িত্ব নিয়েছি আমরা। এ মুহূর্তে কুমিল্লা সিটি কর্পোরেশন ও পৌরসভা এবং ইউপি নির্বাচন নিয়ে ব্যস্ত আছি।’
তিনি বলেন, জাতীয় নির্বাচন এখনও অনেক দূরে। ফলে ইভিএম নিয়ে এখনও কোনও আলোচনা হয়নি। আমাদের এখন যে ইভিএম আছে, তাতে সর্বোচ্চ ১০০ থেকে ১৩০ আসনে ভালোভাবে ভোট গ্রহণ করা সম্ভব। এর চেয়ে বেশি আসনে সম্ভব নয়।

ইসি বলেন, ‘সংলাপে ইভিএমের পক্ষে-বিপক্ষে মত এসেছে। সেগুলো পর্যালোচনা করছি আমরা। প্রতিবেশি দেশ ভারতে সম্পূর্ণ নির্বাচন ইভিএমে হয়। তারা কিভাবে সফল হলো? এগুলোই স্টাডি করছি। পাশাপাশি আইন অনুযায়ীও পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।’

তিনি বলেন, ‘আমাদের ইভিএম ভারতের ইভিএমের চেয়ে অনেক আপডেট। এটা অবিশ্বাস করার মতো নয়। ভারত যেভাবে অবিশ্বাসটা কাটিয়ে উঠেছে, আমরাও সেভাবে কাটিয়ে ওঠার চেষ্টা করব।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শিবিরকে প্রকাশ্যে রাজনীতি চর্চার আহ্বান ছাত্রদল সেক্রেটারির

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি চর্চার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সেক্রেটারি নাসির উদ্দিন। মঙ্গলবার দৈনিক কালবেলার সঙ্গে এক সংক্ষিপ্ত আলোচনায় নাসির...

দাঁতে ব্যথা দূর করার ঘরোয়া উপায়

দখিনের সময় ডেস্ক: দাঁতের ক্ষয়, চোয়াল বা দাঁতের মধ্যে সংক্রমণ, মাড়ির রোগ বা আঘাতের মতো বিভিন্ন কারণে দাঁত ব্যথা হতে পারে। এই ব্যথা দৈনন্দিন সব...

শেখ হাসিনা আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন: সোহেল তাজ

দখিনের সময় ডেস্ক: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল বলেছেন, শেখ হাসিনা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, বাংলাদেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।...

১৮ মাসের মধ্যে নির্বাচন হতে অন্তর্র্বতী সরকারকে সাহায্য করবে সেনাবাহিনী: জেনারেল ওয়াকার-উজ-জামান

দখিনের সময় ডেস্ক: সেনাপ্রধান বলেছেন রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করে ১৮ মাসের মধ্যে যেন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, সে জন্য অন্তর্র্বতী সরকারকে সাহায্য করবে সেনাবাহিনী।‘যাই হোক...

Recent Comments