Home আন্তর্জাতিক ঊত্তাল শ্রীলংকা, সাবেক মন্ত্রী-এমপির বাড়িতে আগুন দিল বিক্ষোভকারীরা

ঊত্তাল শ্রীলংকা, সাবেক মন্ত্রী-এমপির বাড়িতে আগুন দিল বিক্ষোভকারীরা

দখিনের সময় ডেস্ক:

শ্রীলংকায় সোমবার হঠাৎ করে উত্তপ্ত হয়ে পড়েছে রাজনৈতিক পরিস্থিতি। এদিন দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দ্র রাজাপাকসে পদত্যাগ করেন। আর এরপরই সরকার বিরোধী বিক্ষোভকারীরা বেপরোয়া হয়ে ওঠেন। সংঘর্ষে সরকারদলীয় অমরকীর্থী নামে একজন এমপি ও তার ব্যক্তিগত রক্ষী মারা গেছেন। তবে পুলিশ জানিয়েছে, জনরোষ থেকে বাঁচতে ওই এমপি আত্মহত্যা করেন।

এখন খবর আসছে দেশটির একজন এমপি ও একজন সাবেক মন্ত্রীর বাড়িতে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় সাবেক মন্ত্রী জনস্টন ফার্নান্দোর মাউন্ট লাভিনিয়ার বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

এরপর এমপি সনাৎ নিশান্থার বাড়িতে হামলা করে বিক্ষোভকারীরা। হামলা শেষে তারা বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এদিকে সদ্যই পদত্যাগ করা প্রধানমন্ত্রী মাহিন্দ্র রাজাপাকসের সমর্থকদের সঙ্গে সোমবার সকালে সংঘর্ষ বেধে যায় বিরোধী দলীয় সমর্থকদের।

এরপর কার্ফিউ অমান্য পুরো শ্রীলংকায় হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন। অবস্থা বেগতিক দেখে রাজাপাকসে ক্ষমতা ছেড়ে দেন। গত কয়েকদিনের এ বিক্ষোভে একজন এমপিসহ তিনজন ব্যক্তি মারা গেছেন। জ্বালানি সংকট, প্রয়োজনীয় সামগ্রীর সংকট ও উচ্চ মূল্যের কারণে কয়েকদিন ধরে রাজাপাকসের পদত্যাগের দাবিতে তার সরকারি বাসভবনের সামনে অবস্থান নেন বিরোধী সমর্থকর ও সাধারণ শ্রীলংকানরা।

কিন্তু সোমবার এ বিক্ষোভকারীদের সরিয়ে দিতে বিভিন্ন স্থান থেকে বাসে করে নিজের সমর্থকদের আনেন রাজাপাকসে। তারা এসে শান্তি প্রিয় বিক্ষোভকারীদের ওপর হামলা করেন। তাদের তাঁবু, ব্যানার, প্ল্যাকার্ড পুড়িয়ে দেন। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, এরপরই সংঘর্ষ বেধে যায়। যা সারা দেশে ছড়িয়ে পড়ে।

সূত্র: এনডিটিভি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

এক-তৃতীয়াংশ ইহুদি-আমেরিকান কিশোর হামাসের প্রতি সহানুভূতিশীল

দখিনের সময় ডেস্ক: এক-তৃতীয়াংশের বেশি আমেরিকান-ইহুদি কিশোর (১৪ থেকে ১৮ বছর বয়সী) 'আমি হামাসের সাথে সহানুভূতিসম্পন্ন'- এমন বক্তব্যের সাথে একমত। ইসরাইলের একটি মন্ত্রণালয়ের পক্ষ থেকে...

প্রতিদিন কলা খাওয়ার উপকার

দখিনের সময় ডেস্ক: প্রতিদিন কলা খেলে মেলে অনেক উপকার। কলায় থাকে প্রয়োজনীয় অনেক ভিটামিন। যে কারণে চিকিৎসকেরা নিয়মিত কলা খাওয়ার পরামর্শ দেন। প্রতিদিন অন্তত দুটি...

মোহিনীর প্রেমের এআর রহমানের বিচ্ছেদ, যা বলছেন পুত্র

দখিনের সময় ডেস্ক: ব্যক্তিজীবন নিয়ে সংবাদের শিরোনামে এআর রহমান। সায়রা বানুর সঙ্গে দীর্ঘ ২৯ বছরের দাম্পত্যের অবসান। বুধবার রাতে রহমানের স্ত্রী সায়রার আইনজীবী এই খবর...

স্মার্টফোনে ইন্টারনেট চলে যাচ্ছে? জেনে নিন গতি বাড়ানোর কৌশল!

দখিনের সময় ডেস্ক: অনেকেই মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার সময় হঠাৎ করেই দেখেন, নেটওয়ার্ক চলে গেছে। আশেপাশের অন্যরা নির্বিঘ্নে ইন্টারনেট ব্যবহার করতে পারলেও আপনার ফোনেই সমস্যা...

Recent Comments