Home জাতীয় ‘কাস্টমাইজড’ সিলেবাসেই হবে আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা

‘কাস্টমাইজড’ সিলেবাসেই হবে আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা

দখিনের সময় ডেস্ক:

একই রকম ‘কাস্টমাইজড’ সিলেবাসে নেওয়া হবে এবার ও আগামী বছরের এসএসসি ও এইচএসসি এবং দাখিল-আলিম পরীক্ষা। তবে এবারের এ চারটি পরীক্ষা হবে আংশিক নম্বরে আর আগামী বছর হবে পূর্ণ নম্বরে। এ লক্ষ্যে ইতোমধ্যে সিলেবাস এবং প্রশ্নের মানবণ্টন প্রকাশ করা হয়েছে। ১৯ জুন এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। আর আগস্টে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা আছে।

আগামী বছরের পরীক্ষার তারিখ এখনো নির্ধারিত হয়নি। তবে সাধারণত ফেব্রুয়ারিতে এসএসসি আর এপ্রিলে এইচএসসি পরীক্ষা নেওয়া হয়ে থাকে। যদিও মহামারি পরিস্থিতির কারণে এ পরীক্ষা পেছানোর আলোচনা চলছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, করোনার ছুটিতে শিক্ষার্থীরা ঠিকমতো ক্লাস করতে পারেনি। এ কারণে চাহিদার নিরিখে নির্ধারিত সিলেবাস কেটে ছোট করা হয়েছে। এক্ষেত্রে বিষয় বিবেচনায় ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত পাঠ কমেছে। তবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক মশিউজ্জামান গ্ণমাধ্যকে বলেন, সিলেবাস কমানোর ক্ষেত্রে তিনটি দিক বিবেচনায় রাখা হয়। এগুলো হচ্ছে-শিক্ষার্থী কত কর্মদিবস পাচ্ছে, ভবিষ্যতে লেখাপড়ার জন্য তার বিষয়ভিত্তিক কতটুকু জ্ঞান অর্জন প্রয়োজন আর অতীতে সংশ্লিষ্ট বিষয়ে কী পড়েছে তা বাদ দেওয়া। তাই কত শতাংশ কমেছে, তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়।

জানা যায়, এসএসসি ও এইচএসসিতে দুবছরে স্বাভাবিক কর্মদিবস ৩৬৮ দিন। নিয়ম অনুযায়ী ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের নবম শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা ছিল ২০২১ সালের ১ জানুয়ারি। আর এইচএসসি পরীক্ষার্থীদের একাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা ছিল একই বছরের ১ জুলাই। কিন্তু করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন প্রতিষ্ঠান বন্ধ থাকে। পরে গত বছরের ১২ সেপ্টেম্বর সপ্তাহে সশরীরে ক্লাস শুরু হয়। যদিও পরের ঢেউয়ে ফের দুই মাস বন্ধ ছিল। গত ২ মার্চ সশরীরে ক্লাস শুরু হয়। এ কারণে ২০২২ সালের পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাস ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বহাল রাখা হয়েছে। এ অবস্থায় সিলেবাস কমানোর ক্ষেত্রে এসএসসিতে ১৫০ কর্মদিবস বরাদ্দ করা হয়েছে। আর এইচএসসিতে কর্মদিবস রাখা হয়েছে ১৮০ দিন।

সিলেবাস সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গতবছরের মে ও জুন মাসে প্রকাশ করা হয়েছে। স্কুল ও কলেজ সংক্রান্ত লিঙ্কে প্রবেশ করলে সিলেবাস পাওয়া যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শিবিরকে প্রকাশ্যে রাজনীতি চর্চার আহ্বান ছাত্রদল সেক্রেটারির

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি চর্চার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সেক্রেটারি নাসির উদ্দিন। মঙ্গলবার দৈনিক কালবেলার সঙ্গে এক সংক্ষিপ্ত আলোচনায় নাসির...

দাঁতে ব্যথা দূর করার ঘরোয়া উপায়

দখিনের সময় ডেস্ক: দাঁতের ক্ষয়, চোয়াল বা দাঁতের মধ্যে সংক্রমণ, মাড়ির রোগ বা আঘাতের মতো বিভিন্ন কারণে দাঁত ব্যথা হতে পারে। এই ব্যথা দৈনন্দিন সব...

শেখ হাসিনা আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন: সোহেল তাজ

দখিনের সময় ডেস্ক: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল বলেছেন, শেখ হাসিনা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, বাংলাদেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।...

১৮ মাসের মধ্যে নির্বাচন হতে অন্তর্র্বতী সরকারকে সাহায্য করবে সেনাবাহিনী: জেনারেল ওয়াকার-উজ-জামান

দখিনের সময় ডেস্ক: সেনাপ্রধান বলেছেন রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করে ১৮ মাসের মধ্যে যেন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, সে জন্য অন্তর্র্বতী সরকারকে সাহায্য করবে সেনাবাহিনী।‘যাই হোক...

Recent Comments