Home নির্বাচিত খবর মেধাবী ছাত্র থেকে নাম্বার ওয়ান প্রতারক পিরোজপুরের পিকে হালদার

মেধাবী ছাত্র থেকে নাম্বার ওয়ান প্রতারক পিরোজপুরের পিকে হালদার

দখিনের সময় ডেস্ক:

হাজার হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনায় দেশের আর্থিক খাতে আলোচিত নাম প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদার ছিলেন মেধাবী ছাত্র। দরিদ্র দর্জি বাবার ঘরে জম্মেও প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্নাতক হতে পেরেরেছন তিনি। পরে এমবিএ করেছেন। এরপর মেধাবী এই মানুষটি দ্রুত হয়ে উঠেছেন দেশের নাম্বার ওয়ার প্রতারক।

আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং ও এনআরবি গ্লোবাল ব্যাংকের শীর্ষ কর্মকর্তা ছিলেন প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদার। আবার দেশের আর্থিক খাতের শীর্ষ দখলদার ও খেলাপিদেরও একজন তিনি।

পিকে হালদারের জন্ম পিরোজপুরের নাজিরপুর উপজেলার দিঘিরজান গ্রামে। বাবা প্রয়াত প্রণনেন্দু হালদার ও মা লীলাবতী হালদার। মা ছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। বাবা ছিলেন দর্জি। সংসার চলতো কায়ক্লেশে। পিকে হালদার ও তার ভাই প্রীতিশ কুমার হালদার দুজনই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্নাতক সম্পন্ন করেন। পরে দুজনই ব্যবসায় প্রশাসনের আইবিএ থেকে এমবিএ করেন।

সাধারণ একজন বাজারের দর্জির ছেলে পিকে হালদারসহ সবাই সাধারণ পরিবারের সন্তান হয়েও বিপুল অর্থ ও বিত্তবৈভবের মালিক। দেশ-বিদেশে দামি বাড়ি-গাড়িসহ অনেক সম্পত্তি রয়েছে তাদের। দুদকের হাতে গ্রেপ্তারকৃত তার তিন সহযোগী অবন্তিকা বড়াল, সুকুমার মৃধা ও তার মেয়ে অনিন্দিতা মৃধার বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলায়।

পিকে হালদারের ‘বান্ধবী’ অবন্তিকা বড়াল ওরফে কেয়ার গ্রামের বাড়ি নাজিরপুরের সদর ইউনিয়নের আমতলা গ্রামে। পিরোজপুর শহরের খুমুরিয়া এলাকায়ও তাদের একটি বাড়ি রয়েছে। অবন্তিকার বাবা অরুণ কুমার বড়ালছিলেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের প্রভাষক।

পিকে হালদার বুয়েটের মেকানিক্যাল ডিপার্টমেন্ট থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়ে বেক্সিমকো গ্রুপের জুট ফ্যাক্টরিতে চাকরি নেন। ১৫-১৬ বছর আগে এক মুসলিম নারীকে নারীকে বিয়ে করার পর থেকে পিকে হালদার গ্রামছাড়া। তার অর্থপাচারের কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর তার মা ভারতে আরেক ছেলে প্রীতিশ হালদারের বাড়ি চলে গেছেন। পিকে হালদারের আরেক ভাই প্রাণেশ হালদারও কানাডায় অবস্থান করছেন বলে জানা গেছে।

দীঘিরজান গ্রামে তার প্রতিবেশী কলেজশিক্ষক অধ্যক্ষ দীপ্তেন মজুমদার জানান, প্রশান্ত হালদারকে একজন মেধাবী ছাত্র বলে এলাকাবাসী চিনত। দীর্ঘদিন ধরে এলাকার সঙ্গে তার তেমন কোনো যোগাযোগ ছিল না। মানুষ জানত প্রকৌশলী পেশায় তিনি অনেক বড় চাকরি করেন। ১৫-১৬ বছর আগে এক মুসলিম নারীকে বিয়ে করেছেন বলে গ্রামে প্রচার রয়েছে। তার জীবনযাপন রহস্যজনক বা ভিন্ন ধর্মের মেয়েকে বিয়ে করায় তিনি ধর্মত্যাগী হয়েছেন এ রকম খবর ছিল। কুষ্টিয়ায় একটি জুট মিলসহ তার কোটি কোটি টাকার ব্যবসা ছিল বলে মানুষ জানে। অঙ্গন হালদার নামে নিজ গ্রামের জনৈক ব্যক্তি ম্যানেজার হিসেবে পিকে হালদারের ব্যবসা-বাণিজ্য দেখাশোনা করেন। দীঘিরজান গ্রামে মা লীলাবতীর নামে একটি কলেজ প্রতিষ্ঠা করেছেন পিকে হালদার, তারও তত্ত্বাবধায়ক অঙ্গন হালদার। বর্তমানে পিকে হালদারের গ্রামের বাড়িতে পুরনো একটি কাঠের টিনশেড ঘর আছে, যেখানে তার চাচাতো ভাই দীপেন্দ্রনাথ হালদার বসবাস করেন।

দীপেন্দ্রনাথ হালদার, ভাইয়ের ছেলে দ্বীপ হালদার, ও ভাইয়ের মেয়ে স্মৃতি হালদার জানান, তারা এই বাড়ি দেখেশুনে রাখছেন। কিন্তু প্রশান্ত (পিকে) বা তার ভাইরা কেউই তাদের কোনো খোঁজ খবর রাখেন না। তারা জানান, পিকে হালদারের এই কেলেঙ্কারির খবর শোনার পর তারাও অনেক ভয় ও শঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন। কখনো তাদের ওপর কোনো বিপদআপদ নেমে আসে কিনা!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

নারী এবং পুরুষ উভয়েই স্তন ক্যান্সারে আক্রান্ত হতে পারে

দখিনের সময় ডেস্ক: নারী এবং পুরুষ উভয়েই স্তন ক্যান্সারে আক্রান্ত হতে পারে, পুরুষের স্তন ক্যান্সার অনেকাংশে বিরল। নারীদের মধ্যে প্রতি ৪ জন ক্যান্সার আক্রান্তের অন্তত...

পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত

দখিনের সময় ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের সব ব্যাংক হিসাবের লেনদেন স্থগিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সূচনা ফাউন্ডেশনের...

হিজবুল্লাহর হামলায় পিছু হটলো ইসরায়েলি বাহিনী

দখিনের সময় ডেস্ক: লেবাননে হিজবুল্লাহর হামলায় পিছু হটতে বাধ্য হয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। তায়ার নামক অঞ্চলের আল-বায়াদায় ইসরায়েলি ট্যাংক লক্ষ্য করে বেশ কয়েকটি মিসাইল ছোড়ে...

সাংবাদিক মুনির হোসেনের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ

দখিনের সময় ডেস্ক:  ঐতিহ্যবাহী বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক মুনির হোসেনের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৬ সালের ২৫ নভেম্বর আজকের এই দিনে দুনিয়ার মায়া কাটিয়ে...

Recent Comments