Home শীর্ষ খবর সংসদ নির্বাচনকে ঘিরে রাজনীতির মাঠে চলছে নতুন হিসেব-নিকেশ

সংসদ নির্বাচনকে ঘিরে রাজনীতির মাঠে চলছে নতুন হিসেব-নিকেশ

বিশেষ প্রতিনিধি:

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনীতির মাঠে চলছে নতুন হিসেব-নিকেশ। নির্বাচনে অংশগ্রহণে আওয়ামী লীগের আহ্বানকে ফাঁদ হিসেবে দেখছে বিএনপি। অন্যদিকে আওয়ামী লীগ মনে করে, জাতীয় নির্বাচনে না আসার বিএনপির বক্তব্য রাজনৈতিক; সত্যিকার অর্থে গণতন্ত্র শক্তিশালী করতে চাইলে তারা নির্বাচননে অংশ নেবে।

এদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূলে জোর দিয়ে দল গোছাচ্ছে আওয়ামী লীগ। নির্ধারিত সময়ের মধ্যেই হাই কমান্ডের নির্দেশে বিভিন্ন পর্যায়ে সম্মেলন শেষ করতে কাজ করছেন দলের নেতা-কর্মীরা। দলের ভেতরে আলোচনার প্রধান ইস্যু যখন আগামী জাতীয় নির্বাচন তখন আওয়ামী লীগ আশা করে সব দলের অংশগ্রহণ।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বলেন, বিএনপির নির্বাচনে না আসার বিষয়টি রাজনৈতিক। তিনি বলেন, বিএনপির নেতারা যে বক্তব্যগুলো রাখছেন সেটা তারা নিজেরা বিশ্বাস করে কিনা কা সময়ই বলে দিবে। রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্যই তারা এসব বক্তব্য দেয়। তারপরেও আমার বিশ্বাস বিএনপি গণতন্ত্রকে করলে তারা নির্বাচনে আসবে।

অন্যদিকে বসে নেই বিএনপি। নানাভাবে দল গোছানোর চেষ্টা করছে তারা। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের আহ্বানকে ফাঁদ হিসেবে দেখছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বললেন, বর্তমান সরকারের পদত্যাগ ছাড়া নির্বাচনে যাওয়ার প্রশ্নই আসে না। তিনি বলেন, প্রধানমন্ত্রী পদত্যাগ করে যদি নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠনের সহায়তা করে তাহলে বিষয়টা হবে ভিন্ন। আপোসে না হলে ধাপে ধাপে সরকার পতনের আন্দোলন শক্তিশালী করা হবে।

এদিকে বাহাউদ্দিন নাসিম জানান, বিএনপি আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে আওয়ামী লীগ নেতারাও জনগণের স্বার্থে মাঠে থাকবেন বলে জানান । এ সময় সব দলের অংশগ্রহণে আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলেও মনে করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শিবিরের ঢাবি শাখার পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা শিগগিরই: শিবির সভাপতি

দখিনের সময় ডেস্ক ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, দু-একদিনের মধ্যে সেক্রেটারিসহ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। গতকাল শনিবার রাতে গণমাধ্যমকে...

সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান গ্রেপ্তার

দখিনের সময় ডেস্ক সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরীকে রাজধানীর আদাবর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। আজ রবিবার রাজধানীর...

শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

দখিনের সময় ডেস্ক: কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপে বাড়ির সামনে থেকে তাহমিনা আক্তারের (৭) নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) রাত...

স্ত্রীকে কুপিয়ে হত্যা, থানায় এসে স্বামীর আত্মসমর্পণ

দখিনের সময় ডেস্ক: রাজধানীর পল্লবীতে শামসুন্নাহার (৫২) নামের এক নারীকে নিজ হাতে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন তার স্বামী। ঘাতক স্বামীর নাম মোখলেছুর রহমান (৫২)।...

Recent Comments