Home নির্বাচিত খবর নেদারল্যান্ডে নিখোঁজ পুলিশের একজন থেকে গেছেন স্বেচ্ছায়

নেদারল্যান্ডে নিখোঁজ পুলিশের একজন থেকে গেছেন স্বেচ্ছায়

দখিনের সময় ডেস্ক:

পুলিশের বিশেষ বাহিনী ডগ স্কোয়াডে প্রশিক্ষণ শেষে নেদারল্যান্ডে নিখোঁজ রয়েছে রাসেল চন্দ্রসহ দুইজন পুলিশ সদস্য। গ্রুপের সঙ্গে না পেয়ে নিখোঁজের পর তারা কোথায় এখনও জানেনা পুলিশ। চট্টগ্রাম থেকে নেদারল্যান্ডে প্রশিক্ষণে যাওয়ার পর নিখোঁজ দুইজনের মধ্যে একজন রাসেল চন্দ্র দে। তার বাড়ি কক্সবাজার পৌরসভার ছয় নং ওয়ার্ডের পল্লাইন্না কাটা এলাকায়।

জানা যায়, পরিবার তার খবর জানেন। নিখোঁজের পর একবার যোগাযোগ হয়েছিল ফোনে।  রাসেলের বরাত দিয়ে বড়ো ভাই সুভাষ চন্দ্র বলেন, সে পালিয়ে আছে। এ নিয়ে রাগারাগি করলে ফোন কেটে দিয়ে পরিবারের সঙ্গে সব ধরণের যোগাযোগ বন্ধ করে দিয়েছে।

মা রেবা রাণী দে ও বড়ো বোন কমলা পাল বলেন, ২০ মে স্ত্রী পম্পী রাণী দে’র সঙ্গে সবশেষ তার কথা হয়। স্ত্রীকে সে বিভিন্ন কসমেটিক জিনিসপত্র কেনার কথা বলেছেন। কিন্তু তারপর থেকে আর কোনো যোগাযোগ হয়নি। ২৫ মে পুলিশ আমাদের জানায় রাসেল নিখোঁজ। এরপর দুবাই প্রবাসী আমার ভাই সুভাষ চন্দ্রকে এ তথ্য জানায়।

পরে ২৬ মে বড়ো ভাইকে সে হোয়ার্টসঅ্যাপে একটি নম্বর থেকে ফোন দিয়ে জানায়, তার পুলিশের চাকরি ভাল লাগে না। তাই এখানে থেকে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তখন বড়ো ভাই বকা দিলে সে ফোন কেটে দিয়ে ভাইকে ব্লক করে দেয়। এরপর আর কোনো যোগযোগ হয়নি।

ডগ স্কোয়াডের প্রশিক্ষণ নিতে গত ৯ মে চট্টগ্রাম নগর পুলিশের আট সদস্যের একটি দল যায় নেদারল্যান্ডসে। প্রশিক্ষণ শেষে ফিরে আসার আগের দিন থেকে নিখোঁজ হন তাদের দুজন।  পুলিশের দাবি, প্রশিক্ষণ শেষে দেশে ফেরার আগের দিন ঘুরতে যাওয়ার কথা বলে হোটেল থেকে বের হয়ে নিখোঁজ হয় রাসেল।

পরে কোনো খোঁজ না পেয়ে তাদের ছাড়াই গত ২৪ মে অন্য ছয়জন ফিরে আসেন। জানা যায়, রাসেল ২০১৬ সালে পুলিশের চাকরিতে যোগ দেন। ২০২১ সালের জুনে সে বিয়ে করে। তার সংসারে তিন মাস বয়সী একটি সন্তানও রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

গোয়েন্দা নজদারীতে নতুন ডিসিরা

দখিনের সময় ডেস্ক: এদিকে নিয়োগপ্রক্রিয়া থেকে একের পর এক ঘটনার জন্ম হওয়ার প্রেক্ষাপটে সারা দেশের নতুন ডিসিরা এখন গোয়েন্দা নজরদারিতে রয়েছেন। এদিকে ক্রমশঃ জটিল হচ্ছে...

মহানবীকে নিয়ে কটুক্তি, মুম্বাই অভিমুখে মুসলিমদের যাত্রা

দখিনের সময় ডেস্ক: ক্ষমতাসীন বিজেপির এমএলএ এবং এক ধর্মীয় গুরুর বিচারের দাবিতে র‌্যালি নিয়ে মুম্বাইয়ে গেছেন ভারতের মুসলিম সম্প্রদায়ের হাজার হাজার মানুষ। তাদের নেতৃত্ব দিয়েছেনন...

নতুন উচ্চতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্ক, বাইডেন-ইউনূসের বৈঠক

দখিনের সময় ডেস্ক: স্বাধীনতার পর থেকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্ক কখনও ভালো, কখনও টানাপোড়েনের মধ্য দিয়ে গেছে। গত এক দশকে বিভিন্ন ইস্যুতে সেই সম্পর্ক একেবারে তলানীতে গিয়ে...

শিবিরকে প্রকাশ্যে রাজনীতি চর্চার আহ্বান ছাত্রদল সেক্রেটারির

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি চর্চার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সেক্রেটারি নাসির উদ্দিন। মঙ্গলবার দৈনিক কালবেলার সঙ্গে এক সংক্ষিপ্ত আলোচনায় নাসির...

Recent Comments