Home বরিশাল ভোলা আওয়ামী লীগ সরকার গরীবের সরকার, গরীবের বন্ধু: এমপি জ্যাকব

আওয়ামী লীগ সরকার গরীবের সরকার, গরীবের বন্ধু: এমপি জ্যাকব

নুরুল্লাহ ভূইয়া, চরফ্যাসন(ভোলা):

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ভোলা -৪(চরফ্যাসন-মনপুরা) আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে সমৃদ্ধশালী হচ্ছে প্রিয় বাংলাদেশ। প্রতিনিয়ত গরীব দুঃখী মানুষের জন্য কাজ করছে আওয়ামী লীগ সরকার।

তিনি রবিবার (২৯ মে) দুপুর ১২ টায় চরফ্যাসন উপজেলা প্রশাসন ভবন সভাকক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, চরফ্যাসন, ভোলা এর আয়োজনে নদী ভাঙ্গন কবলিত এলাকার অতি দরিদ্র,দুঃস্থ,অসহায় মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন।

এমপি জ্যাকব আরো বলেন, প্রধানমন্ত্রীর বিচক্ষণতায় দক্ষিণাঞ্চল বাসীর স্বপ্নের পদ্মা সেতু হয়েছে , এ জন্য বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চরফ্যাসন ও মনপুরা বাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাচ্ছি। অনুষ্ঠানে আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এম,পি নদী ভাঙ্গন কবলিত এলাকার ২৬৭ জন অতি দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার ১ কোটি ৬৩ লাখ টাকার চেক বিতরণ করেন।

এসময় ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন চর কুকরী-মুকরী ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, উপজেলা নির্বাহী অফিসার আল নোমান। উপস্থিত ছিলেন চরফ্যাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, চরফ্যাসন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, চরফ্যাসন পৌর সভার মেয়র মোঃ মোরশেদ, চরফ্যাসন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহামেদ শুভ্র প্রমুখ।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

দখিনের সময় ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকার জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের...

গাজা-লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে  ৪৪ হাজার

দখিনের সময়  ডেস্কঃ গাজা-লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় প্রাণ গেছে ৮৮ ফিলিস্তিনির। খবর...

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

Recent Comments