Home শীর্ষ খবর উড়োজাহাজ কেলেংকারী, ১১শ কোটি টাকা তছরুপ দুদকের তদন্ত শুরু

উড়োজাহাজ কেলেংকারী, ১১শ কোটি টাকা তছরুপ দুদকের তদন্ত শুরু

দখিনের সময় ডেস্ক:

অনিয়ম-দুর্নীতির মাধ্যমে উড়োজাহাজ লিজ এনে এক হাজার ১০০ কোটি টাকা গচ্চার অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগসংশ্লিষ্ট নথিপত্র চেয়ে দুদক সোমবার(৩০মে) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে চিঠি দিয়েছে বলে সূত্র জানিয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১নং সাব-কমিটির তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে দুদক এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানাগেছে।

উপপরিচালক মো. সালাহউদ্দিন ও সহকারী পরিচালক জেসমিন আক্তারের সমন্বয়ে  দুদকের অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। এ টিম বিমানের এমডি ও সিইও আবু সালেহ্ মোস্তফা কামালের কাছে চিঠি দিয়ে উড়োজাহাজ লিজের দরপত্রসহ ১৩ ধরনের নথিপত্র চেয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইজিপ্ট এয়ার থেকে দুটি উড়োজাহাজ লিজ নিয়েছিল। এ দুটির যন্ত্রপাতি ঠিক ছিল না। লিজ নেওয়ার ক্ষেত্রে অনিয়ম-দুর্নীতি হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি দুর্নীতির তথ্য পেয়েছে। এ বিষয়ে অধিকতর তদন্ত করে ব্যবস্থা নিতে আমাদের কাছে সুপারিশ করে সংসদীয় কমিটি। আমরা এ বিষয়ে অনুসন্ধান কমিটি করেছি। এই টিম অনিয়ম ও দুর্নীতির প্রকৃত কারণ উদ্ঘাটন করে আইনি ব্যবস্থা নিতে সক্ষম হবে।

২০১৪ সালে পাঁচ বছরের চুক্তিতে মিশরের ইজিপ্ট এয়ার থেকে দুটি বোয়িং ৭৭৭-২০০ ইআর উড়োজাহাজ লিজ নেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এক বছর না যেতেই ২০১৫ সালের ফেব্রুয়ারিতে একটি উড়োজাহাজের ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে উড়োজাহাজ সচল রাখতে ইজিপ্ট এয়ার থেকে আরেকটি ইঞ্জিন ভাড়ায় আনা হয়। দেড় বছরের মাথায় ভাড়ায় আনা ইঞ্জিনও নষ্ট হয়ে যায়।

তখন ইঞ্জিন মেরামত করতে যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠানে পাঠানো হয়। কিন্তু কোনো সময় নির্দিষ্ট করে দেওয়া হয়নি। এসব প্রক্রিয়া সম্পন্ন করাকালে ইজিপ্ট এয়ার ও মেরামতকারী কোম্পানি উভয়কেই অর্থ পরিশোধ করেছে বিমান। এভাবে ইজিপ্ট এয়ার ও মেরামতকারী কোম্পানির পেছনে পাঁচ বছরে বাংলাদেশ বিমানের খরচ হয়েছে এক হাজার ১০০ কোটি টাকা। দুটি উড়োজাহাজের জন্য প্রতি মাসে বিমান ১১ কোটি টাকা করে ভর্তুকি দিয়েছে। সেই দায় থেকে ২০২০ সালের মার্চে মাসে মুক্তি মেলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

এক-তৃতীয়াংশ ইহুদি-আমেরিকান কিশোর হামাসের প্রতি সহানুভূতিশীল

দখিনের সময় ডেস্ক: এক-তৃতীয়াংশের বেশি আমেরিকান-ইহুদি কিশোর (১৪ থেকে ১৮ বছর বয়সী) 'আমি হামাসের সাথে সহানুভূতিসম্পন্ন'- এমন বক্তব্যের সাথে একমত। ইসরাইলের একটি মন্ত্রণালয়ের পক্ষ থেকে...

প্রতিদিন কলা খাওয়ার উপকার

দখিনের সময় ডেস্ক: প্রতিদিন কলা খেলে মেলে অনেক উপকার। কলায় থাকে প্রয়োজনীয় অনেক ভিটামিন। যে কারণে চিকিৎসকেরা নিয়মিত কলা খাওয়ার পরামর্শ দেন। প্রতিদিন অন্তত দুটি...

মোহিনীর প্রেমের এআর রহমানের বিচ্ছেদ, যা বলছেন পুত্র

দখিনের সময় ডেস্ক: ব্যক্তিজীবন নিয়ে সংবাদের শিরোনামে এআর রহমান। সায়রা বানুর সঙ্গে দীর্ঘ ২৯ বছরের দাম্পত্যের অবসান। বুধবার রাতে রহমানের স্ত্রী সায়রার আইনজীবী এই খবর...

স্মার্টফোনে ইন্টারনেট চলে যাচ্ছে? জেনে নিন গতি বাড়ানোর কৌশল!

দখিনের সময় ডেস্ক: অনেকেই মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার সময় হঠাৎ করেই দেখেন, নেটওয়ার্ক চলে গেছে। আশেপাশের অন্যরা নির্বিঘ্নে ইন্টারনেট ব্যবহার করতে পারলেও আপনার ফোনেই সমস্যা...

Recent Comments