Home শীর্ষ খবর হুমকি-ধামকি-অভিযান-জরিমানার, কোনো কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না চালের বাজার

হুমকি-ধামকি-অভিযান-জরিমানার, কোনো কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না চালের বাজার

দখিনের সময় ডেস্ক:

সরকারের হুমকি-ধামকি আর বার বার অভিযান ও জরিমানার পরও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না চালের বাজার। বরং উল্টো বোরোর ভরা মৌসুমেই দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে।  আর এই দাম বাড়ার জন্য খুচরা ব্যবসায়ীরা দোষ দিচ্ছেন আড়তদারদের। আর আড়তদাররা দোষ চাপাচ্ছেন মিল মালিকদের।

বোরো ধান কাটা শেষ। নতুন চালে ভরে গেছে চালের আড়ত আর খুচরা বাজার। এতে একটু স্বস্তি পাওয়ার কথা ছিলো ক্রেতার। কিন্তু না, উল্টো লাফিয়ে লাফিয়ে বাড়ছে চালের দাম। রাজধানীর কারওয়ান বাজারে গেলো ১৫ দিনে নাজিরশাইল চালের দাম কেজিতে ১৫ থেকে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৭০ টাকা থেকে ৯২ টাকা।

মিনিকেট ১৫ দিনে কেজিতে ৮ থেকে ১০ টাকা বেড়ে এই বাজারে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা কেজি। গরিবের ২৮ চালের দামও কেজিতে বেড়েছে ৮ টাকা।  বিক্রি হচ্ছে ৫৫ টাকায়। সবচেয়ে কম দাম যে চাল, সেই স্বর্ণা-৫ চালের কেজিও এখন ৫০ টাকা। সব মিলিয়ে সাত দিনের মধ্যে চালের দাম বস্তাপ্রতি ৮০ থেকে ২৫০ টাকা পর্যন্ত বেড়েছে। অন্যান্য খুচরা বাজারে চাল বিক্রি হচ্ছে আরও বেশি দামে। বিক্রেতাদের দাবি, চালের দাম তারা বাড়ান না, বাড়ায় আড়তদার।

এদিকে বরাবরের মতো মিলারদের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের সৎ প্রমাণ করতে চান আড়তদাররা। মোহম্মদপুর কৃষি মার্কেটের আড়তদারেরাও বললেন, চালের দাম মূলত বাড়ায় মিল মালিক। ভোক্তারা বলছেন, চালের মতো জরুরি পণ্যের বাজার নিয়ন্ত্রণে কঠোর হওয়া উচিত। তা না হলে চাল কারসাজির ঘটনা থামানো যাবে না। এক সময় পুরোপুরি নিয়ন্ত্রণহীন হয়ে পড়বে।

চাল নিয়ে বাজারের এমন অরাজকতার মধ্যেও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশা করছে, এবার বোরোতে দুই কোটি সাত লাখ টনের ওপরে চাল উৎপাদিত হবে।  যা বার্ষিক চাল উৎপাদনের ৫৫ শতাংশ। সংগ্রহ মৌসুম ২৮ এপ্রিল থেকে শুরু হয়েছে, আর তা চলবে ৩১ আগস্ট পর্যন্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শিবিরকে প্রকাশ্যে রাজনীতি চর্চার আহ্বান ছাত্রদল সেক্রেটারির

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি চর্চার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সেক্রেটারি নাসির উদ্দিন। মঙ্গলবার দৈনিক কালবেলার সঙ্গে এক সংক্ষিপ্ত আলোচনায় নাসির...

দাঁতে ব্যথা দূর করার ঘরোয়া উপায়

দখিনের সময় ডেস্ক: দাঁতের ক্ষয়, চোয়াল বা দাঁতের মধ্যে সংক্রমণ, মাড়ির রোগ বা আঘাতের মতো বিভিন্ন কারণে দাঁত ব্যথা হতে পারে। এই ব্যথা দৈনন্দিন সব...

শেখ হাসিনা আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন: সোহেল তাজ

দখিনের সময় ডেস্ক: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল বলেছেন, শেখ হাসিনা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, বাংলাদেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।...

১৮ মাসের মধ্যে নির্বাচন হতে অন্তর্র্বতী সরকারকে সাহায্য করবে সেনাবাহিনী: জেনারেল ওয়াকার-উজ-জামান

দখিনের সময় ডেস্ক: সেনাপ্রধান বলেছেন রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করে ১৮ মাসের মধ্যে যেন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, সে জন্য অন্তর্র্বতী সরকারকে সাহায্য করবে সেনাবাহিনী।‘যাই হোক...

Recent Comments