Home বিনোদন ঠেলায় পড়লে বাঘও ঘাস খায়: রেজমিন সেতু

ঠেলায় পড়লে বাঘও ঘাস খায়: রেজমিন সেতু

দখিনের সময় ডেস্ক:

বাবা-মায়ের উৎসাহে ছোটবেলা থেকেই বিনোদন অঙ্গনে নাম লেখান রেজমিন সেতু। শোবিজে যাত্রা শুরু করেন নৃত্যশিল্পী হিসেবে। ছোট্ট সেতু তখন থেকেই স্বপ্ন দেখতেন বড় পর্দার শিল্পী হবেন। তবে ছোট্ট মেয়েকে আগে পাড়ি দিতে হবে শিশুশিল্পীর পথ। কিন্তু টাঙ্গাইলের তিরঞ্জ গ্রামে বসে তা অনেকটাই সম্ভব ছিল না। তাই অভিনয়ের স্বপ্ন নিয়ে ২০১২ সালে ঢাকায় আসেন তরুণ এই অভিনেত্রী।

তার ভাষ্য, ‘‘ছোটবেলায় কাজের উৎসহ আমার বাবা-মা’ই বেশি দিতেন। আমরা দুই বোন, এর মধ্যে আমি বড়। ছোটবেলায় নাচের সঙ্গে যখন যুক্ত হলাম, গ্রামের অনেকেই বিষয়টি ভালোভাবে দেখতেন না। কিন্তু বাবা-মা কখনও হাল ছাড়েননি। তারা আমাকে সব ধরনের সহযোগিতা করতেন। সর্বক্ষণ মা আমার পাশে ছিলেন এবং এখনও আছেন। আমাদের থেকে বেশি স্বপ্ন আমার বাবা-মা দেখতেন; তাদের মেয়ে একদিন সিনেমার পর্দায় সুনামের সঙ্গে এগিয়ে যাবেন।’

প্রশ্ন: অভিনয়ের হাতেখড়ি হয় কীভাবে?

উত্তর: আমার এক দূর সম্পর্কের মামা নাট্যাঙ্গনের সঙ্গে যুক্ত ছিলেন। তার একটি নাট্যদল আছে মোহাম্মদপুরের টোকাই নামে। সেটা ২০১২ সালের কথা। ঢাকায় এসে সেই নাট্যদলের সঙ্গে যুক্ত হই। এরপর এই নাট্যদলের হয়ে বেশ কিছু মঞ্চ নাটকে কাজ করেছি। সেখানে কাজ করা অবস্থায় প্রথম নাটকের অভিনয় করার প্রস্তাব পাই। ‘ঢাকা অ্যাটাক’খ্যাত নির্মাতা দীপংকর দীপনের মুক্তিযুদ্ধের একটি স্কুল নাটকে প্রথম অভিনয় করি। তখন নাটকে ছোট একটি চরিত্রে অভিনয় করেছি। তখন আমি ক্লাস সেভেনে পড়ি।

প্রশ্ন: তারপর…

উত্তর: এখন আমি অনার্স  দ্বিতীয় বর্ষে সমাজকর্ম বিভাগে পড়ি, থাকি মোহাম্মদপুরেই। শিশুশিল্পী হিসেবে পথচলা ছোট চরিত্র দিয়ে নাটকে অভিনয় শুরু। এরপর কাজ করেছি বেশ কিছু নাটক ও বিজ্ঞাপনে। এখন আর ছোট চরিত্র না, বড় হয়েছি তাই বড় চরিত্রেই কাজ করছি। এখনও হাতে অনেকগুলো নাটকের কাজ হাতে আছে। এছাড়াও বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করেছি।

প্রশ্ন: নাটকের পথ পাড়ি দিয়ে এখন তো সিনেমাতেও নাম লেখালেন। আপনার বাবা-মা ও আপনার স্বপ্ন পূরণ হচ্ছে। কেমন লাগছে?

উত্তর: অবশ্যই ভালো। তবে মন খারাপের কারণ আমার আব্বু এই কাজটি দেখার আগেই না ফেরার দেশে পাড়ি দিয়েছেন। সোলায়মান আলী লেবু ভাইয়ের ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমার প্রস্তাবটা আমার কাছে হুট করেই আসে। বিষয়টি নিয়ে আমার আম্মুর সঙ্গে কথা বলি। এরপর আর সময় নেইনি বলা যায়, গল্পটি ও চরিত্র দেখে তিনদিনের মধ্যেই রাজি হয়ে যাই। সিনেমায় আমি চিত্রনায়ক আশিক চৌধুরীর বিপরীতে অভিনয় করেছি। এখন অপেক্ষায় আছি বড় পর্দায় নিজেকে দেখার।

প্রশ্ন: নাচ ও অভিনয়ের বাইরে আর কী পারেন?

উত্তর: কিছুই না। নাচ আর অভিনয়ই করতে পারি। অন্য কিছু করার সুযোগও হয়ে উঠেনি। আর আম্মুও পড়াশোনা আর অভিনয়ের বাইরে অন্য কিছু করার সুযোগ দেয় না। আমাকে রান্নাবান্না করার সুযোগও দেয় না।

প্রশ্ন: তাহলে বিয়ের পর তো বেশ ঝামেলায় পড়বেন মনে হয়…

উত্তর: ঠেলায় পড়লে বাঘও ঘাস খায়। তখন যা যা প্রয়োজন সব শিখে নেবো। আর নিজের সঙ্গীর সঙ্গে বিষয়গুলো নিয়ে আলোচনা করে সমস্যগুলো দুর করব। বিশ্বাস করি, আমার সঙ্গী সে সুযোগগুলো দেবে।

# দৈনিক আমাদের সময়-এর সৌজন্যে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি নিয়ে আলাপ-আলোচনা হবে: জনপ্রশাসনমন্ত্রী

দখিনের সময় ডেস্ক: জনপ্রশাসনমন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয় চাকরিতে বয়সসীমা নিয়ে যে সুপারিশ পাঠিয়েছে তা সরকারের নীতিগত সিদ্ধান্ত। এটা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করব।...

শেষ মুহূর্তে আটকে গেল এমপিওভুক্ত স্কুল-কলেজ শিক্ষকদের বদলি প্রক্রিয়া

দখিনের সময় ডেস্ক: সরকারি শিক্ষকদের মতো বেসরকারি শিক্ষকরাও বদলি হতে পারবেন এমন উদ্যোগ নিয়েছিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। নিজেদের মধ্যে কয়েক দফা বৈঠক করে...

গভীর গুহায় মৃদু আলো

সম্প্রতি ব্যারিস্টার সুমন তার প্রাপ্ত অর্থের পরিমাণ তুলে ধরে নিজের নির্বাচনি এলাকায় যে বক্তব্য দিয়েছেন তা রাষ্ট্রব্যবস্থার গভীরে কালো গুহায় মৃদু আলো ফেলেছে বলে...

২৩ বছর পর রাজনী‌তিতে ফেরার ইঙ্গিত দিলেন আবুল হাসান চৌধুরী

দখিনের সময় ডেস্ক: রাজনী‌তি‌তে ফেরার ইঙ্গিত দি‌য়ে‌ছেন সা‌বেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী কায়ছার। শ‌নিবার (৪ মে) সন্ধ‌্যায় মধুপুর পৌরসভার কাঁঠালতলা এলাকায় উপ‌জেলা প‌রিষদ নির্বাচ‌নের...

Recent Comments