Home নির্বাচিত খবর থাইল্যান্ডে বৈধতা পেল গাঁজা, স্বাগত জানিয়েছে সাধারণ জনগণ

থাইল্যান্ডে বৈধতা পেল গাঁজা, স্বাগত জানিয়েছে সাধারণ জনগণ

দখিনের সময় ডেস্ক:

গাঁজা উৎপাদন, বিক্রি, গাঁজা দিয়ে খাদ্য ও পানীয় তৈরি এবং খোলাবাজারে সেসবের কেনাবেচাকে বৈধ ঘোষণা করেছে থাইল্যান্ডের সরকার। বৃহস্পতিবার এ ঘোষণা দেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

দেশটির একাধিক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা বলেছেন, করোনা মহামারির কারণে ক্ষতিগ্রস্ত দেশটির কৃষি ও পর্যটন খাতকে আরও উৎপাদনশীল ও লাভজনক করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি আদেশে অবশ্য গাঁজা উৎপাদন, বিক্রি, গাঁজা থেকে তৈরি খাদ্যপণ্য প্রস্তুত ও সেসবের কেনাবেচাকে বৈধ ঘোষণা করলেও প্রকাশ্যে গঞ্জিকা সেবনকে অবৈধ বলে উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

সরকারের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে থাইল্যান্ডের সাধারণ জনগণ। বৃহস্পতিবার দেশটির বিভিন্ন শহরের গাঁজা ও গাঁজা থেকে প্রস্তুক করা খাদ্যপণ্য বিক্রির দোকানগুলোতে রীতিমতো ভিড় শুরু হয়েছে। সরকার যে গাঁজার উৎপাদন ও বিপণনের পক্ষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিতে যাচ্ছে, তা জনগণের একাংশ আগেই ধারণা করেছিল।

ব্যাথা ও ক্লান্তি দূর করতে ঐতিহাসিকভাবেই গাঁজা ব্যাবহারের চল রয়েছে থাইল্যান্ডে। এর আগে, ২০১৮ সালে চিকিৎসা সংক্রান্ত কাজে গাঁজা ব্যবহারের অনুমোদন দিয়েছিল দেশটির সরকার।  সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, গ্রাহকদের সুবিধার জন্য ইতোমধ্যে ‘প্লুকগাঞ্জা’ নামের একটি অ্যাপও অ্যাপও খোলা হয়েছে। বৃহস্পতিবার এই অ্যাপ খোলার পর কিছুক্ষণের মধ্যে প্রায় ১ লাখ মানুষ গ্রাহক হিসেবে নিজেদের নাম নিবন্ধন করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

অনিয়ম-দুর্নীতিতে নিমজ্জিত হালিমা খাতুন স্কুল, ১৩ ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগ

মামুনুর রশীদ নোমানী,বরিশাল: দখিনের সময় ডেস্ক: অনিয়ম ও দুর্নীতিতে চরম সংকটে পড়েছে বরিশালের ঐতিহ্যবাহী বরিশালের হালিমা খাতুন স্কুল। শিক্ষকরা নিয়োজিত কোচিং বানিজ্যে। স্কুলের শিক্ষক, অভিভাবকদের মধ্যে...

আধাঘণ্টায় ৫০ হাজার ইলেকট্রিক গাড়ির অর্ডার পেল শাওমি

দখিনের সময় ডেস্ক: নিজেদের প্রথম বৈদ্যুতিক গাড়ি (ইভি) বাজারে এনেছে চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। বৃহস্পতিবার (২৮ মার্চ) সন্ধ্যায় এই গাড়ি উন্মোচন করা হয়। আর...

‘স্পেস স্যুট’ ছাড়া মহাকাশে কতক্ষণ বাঁচবেন নভোচারীরা?

দখিনের সময় ডেস্ক: ভীষণ কঠিন একটি কাজ মহাকাশ ভ্রমণ। যখনই একজন মহাকাশচারী যাত্রা শুরু করেন, তার আগে তাকে অনেক প্রস্তুতি নিতে হয়। পৃথিবীর বাইরের এমন...

মোবাইল ফোন চার্জের সময় যেসব বিষয় খেয়াল রাখবেন

দখিনের সময় ডেস্ক: মোবাইল ফোনের ব্যাটারিতে হঠাৎ বিস্ফোরণ বা আগুন ধরার কারণে প্রায়ই প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা ঘটছে। মোবাইল চার্জে থাকাকালীন এ ধরনের ঘটনা...

Recent Comments