Home নির্বাচিত খবর ডাক্তার বলেছিলেন, আমি আর মাত্র দুই সপ্তাহ বাঁচব: অনুরাগ বসু

ডাক্তার বলেছিলেন, আমি আর মাত্র দুই সপ্তাহ বাঁচব: অনুরাগ বসু

দখিনের সময় ডেস্ক:

বলিউডের জনপ্রিয় পরিচালক অনুরাগ বসু ২০০৪ সালে ক্যানসারে আক্রান্ত হন। পরিবারের বাইরে এ ‘বাঙালি বাবু’কে নিয়ে চিন্তা ছড়িয়ে পড়ে বলিউড ইন্ডাস্ট্রিতেও। তবে ক্যানসার জয় করে তিনি ঠিকই ফিরেছেন স্বাভাবিক জীবনে।

ভারতীয় সংবাদমাধ্মের খবরে বলা হয়, সম্প্রতি ‘আনফিল্টার্ড বাই সমদীশ’ নামক অনুষ্ঠানে হাজির হন অনুরাগ বসু। সেখানে তিনি তার ক্যানসার জয়ের কথা তুলে ধরেন। অনুরাগ বসু বলেন, ডাক্তার বলেছিলেন, ক্যানসার এতটাই ছড়িয়ে গিয়েছে, আর কিচ্ছু করার নেই। আমি আর মাত্র দুই সপ্তাহ বাঁচব। আমার স্ত্রী তখন সাত মাসের অন্তঃসত্ত্বা। বুঝেই উঠতে পারছিলাম না কী করব। ওকে কিচ্ছু বলতে পারিনি। ক্রমশ খারাপ হতে থাকা শরীর নিয়েও কাজ করে যাচ্ছিলাম।

অনুরাগ জানান, তাকে অভিনেতা ও রাজনীতিবিদ সুনীল দত্তের উদ্যোগে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই এক নতুন ওষুধ, আরও আধুনিক চিকিৎসায় একটু একটু করে সাড়া দিতে থাকেন তিনি। এদিকে, কেমোথেরাপি চলাকালে শুটিং সেটে ফেরেন অনুরাগ বসু। তিনি বলেন, একদিন সন্ধ্যায় প্রযোজক মুকেশ ভাট আমাকে শুটিং বন্ধ করতে বলেন। তার কাছ থেকে সাধারণত আপনি এটি বলতে শুনবেন না। এটি অসম্ভব। আমার বাবা-মাকে যখন হাসপাতালে দেখলাম, তখন বুঝলাম কোনো একটি সমস্যা ছিল।

অনুরাগ বলেন,  মহেশ ভাট স্যার আমার সঙ্গে দেখা করতে আসেন। তিনি আমার কপালে হাত রাখেন। তিনি কাঁপছিলেন। অন্য সময় তিনি অত্যন্ত শান্ত মানুষ। অনুপম খেরও আমাকে দেখতে আসেন। তাদের দুজনকে দেভে আমার অনুধাবন হয় যে, কিছু একটি ঠিক নেই। গুণী এ পরিচালক বলেন, ‘আমার অভ্যন্তরীণ অঙ্গে রক্তক্ষরণ হচ্ছিল। অনেকেই আমাকে রক্তদানের জন্য এগিয়ে আসেন।’

অনুরাগ বসু ‘গ্যাংস্টার’, ‘মার্ডার’, ‘লাইফ ইন অ্যা মেট্রো’, ‘জাগ্গা জাসুস’, ‘বরফি’র মতো জনপ্রিয় ও নন্দিত সব চলচ্চিত্র নির্মাণ করেছেন। ওটিটি প্ল্যাটফর্মের জন্য তিনি বানিয়েছেন ‘লুডো’ নামক ছবি, যা অনেক প্রশংসিত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শিবিরকে প্রকাশ্যে রাজনীতি চর্চার আহ্বান ছাত্রদল সেক্রেটারির

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি চর্চার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সেক্রেটারি নাসির উদ্দিন। মঙ্গলবার দৈনিক কালবেলার সঙ্গে এক সংক্ষিপ্ত আলোচনায় নাসির...

দাঁতে ব্যথা দূর করার ঘরোয়া উপায়

দখিনের সময় ডেস্ক: দাঁতের ক্ষয়, চোয়াল বা দাঁতের মধ্যে সংক্রমণ, মাড়ির রোগ বা আঘাতের মতো বিভিন্ন কারণে দাঁত ব্যথা হতে পারে। এই ব্যথা দৈনন্দিন সব...

শেখ হাসিনা আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন: সোহেল তাজ

দখিনের সময় ডেস্ক: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল বলেছেন, শেখ হাসিনা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, বাংলাদেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।...

১৮ মাসের মধ্যে নির্বাচন হতে অন্তর্র্বতী সরকারকে সাহায্য করবে সেনাবাহিনী: জেনারেল ওয়াকার-উজ-জামান

দখিনের সময় ডেস্ক: সেনাপ্রধান বলেছেন রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করে ১৮ মাসের মধ্যে যেন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, সে জন্য অন্তর্র্বতী সরকারকে সাহায্য করবে সেনাবাহিনী।‘যাই হোক...

Recent Comments