Home বিনোদন 'জায়েদ ভালো ছেলে’ অডিওবার্তায় মৌসুমী

‘জায়েদ ভালো ছেলে’ অডিওবার্তায় মৌসুমী

দখিনের সময় ডেস্ক

প্রযোজক ও খলঅভিনেতা ডিপজলের ছেলের বিয়েপরবর্তী সংবর্ধনা অনুষ্ঠানে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা চলচ্চিত্রাঙ্গনকে উত্তপ্ত করেছে। শুক্রবারের সেই অনুষ্ঠানে জায়েদ খানকে চড় মেরে সিনেমহলে উত্তেজনা ছড়িয়ে দিলেন চিত্রনায়ক ওমরা সানী। ঘটনাটি নিয়ে যখন বিস্মিত অনেকেই; তখন আরও বড় বোমা ফাটান সানী। অভিযোগ করলেন, বিগত চার মাস ধরে জায়েদ খান তার সুখের সংসারে ভাঙন ধরানোর চেষ্টারত। জায়েদ ত্যক্ত-বিরক্ত করে চলেছেন চিত্রনায়িকা মৌসুমীকে।

এতেই থামেননি ওমর সানী; জায়েদ খান আরও অনেক মেয়ের সংসার ধ্বংস করেছে বলেও অভিযোগ আনেন তিনি। কিন্তু যেই মৌসুমীকে ঘিরে জায়েদ খানের সঙ্গে তুমুল দ্বন্দ্বে জড়ালেন ওমর সানী, সেই মৌসুমীই পক্ষ নিলেন জায়েদ খানের। এই ইস্যুতে তাকে জড়ানোয় ওমর সানীকে দোষারোপ করলেন নায়িকা। স্বামীকেই একরকম আসামির কাঠগড়ায় দাঁড় করালেন এ চিত্রনায়িকা। জায়েদ খানের প্রশংসা করেছেন মৌসুমী।

একটি টিভি চ্যানেলে দেওয়া অডিওবার্তায় ওমর সানীকে ‘ভাই’ ডেকে মৌসুমী বললেন, ‘জায়েদ ভালো ছেলে।’ স্বামী ওমর সানীর অভিযোগ নিয়ে কিছুটা মনক্ষুণ্ন মৌসুমী। বলেন, এখানে জায়েদের খুব একটা দোষ আমি পাইনি। আরেকটা কথা বলতে চাই— আমাকে ছোট করার মধ্যে আমাদের… যাকে আমরা অনেক শ্রদ্ধা করে আসছি, সেই ওমর সানী ভাই কেন এত আনন্দ পাচ্ছেন- সেটি আমি বুঝতে পারছি না। আমার কোনো সমস্যা থাকলে অবশ্যই আমার সঙ্গে সমাধান করবে, সেটিই আমি আশা করি।’

জায়েদ খানের প্রশংসা করে এ প্রিয়দর্শিনী বলেন, ‘আমি জায়েদকে অনেক স্নেহ করি, ও আমাকে যথেষ্ট সম্মান করে। আমাদের মধ্যে যতটুকু কাজের সম্পর্ক, সেটা খুবই ভালো একটা সম্পর্ক। সেখানে ও আমাকে অসম্মান করার কোনো প্রশ্নই ওঠে না। আর ওর মধ্যে গুণ ছাড়া এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে এমন কিছুই আমি দেখিনি। তার পর বলব— ও অনেক ভালো ছেলে। সে কখনই আমাকে অসম্মান করেনি।’

জায়েদের বিরুদ্ধে তাকে বিরক্ত করার অভিযোগ প্রসঙ্গে এ চিত্রনায়িকা বলেন, ‘সে আমাকে বিরক্ত করছে-উত্ত্যক্ত করছে! কেন এই প্রশ্নটা বারবার আসছে? এই জিনিসটা আমার আসলে… জানি না এটা কেন হচ্ছে। এটি যদিও একান্ত আমাদের ব্যক্তিগত সমস্যা। সে সমস্যা আমাদের পারিবারিকভাবেই সমাধান করা দরকার ছিল।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি নিয়ে আলাপ-আলোচনা হবে: জনপ্রশাসনমন্ত্রী

দখিনের সময় ডেস্ক: জনপ্রশাসনমন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয় চাকরিতে বয়সসীমা নিয়ে যে সুপারিশ পাঠিয়েছে তা সরকারের নীতিগত সিদ্ধান্ত। এটা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করব।...

শেষ মুহূর্তে আটকে গেল এমপিওভুক্ত স্কুল-কলেজ শিক্ষকদের বদলি প্রক্রিয়া

দখিনের সময় ডেস্ক: সরকারি শিক্ষকদের মতো বেসরকারি শিক্ষকরাও বদলি হতে পারবেন এমন উদ্যোগ নিয়েছিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। নিজেদের মধ্যে কয়েক দফা বৈঠক করে...

গভীর গুহায় মৃদু আলো

সম্প্রতি ব্যারিস্টার সুমন তার প্রাপ্ত অর্থের পরিমাণ তুলে ধরে নিজের নির্বাচনি এলাকায় যে বক্তব্য দিয়েছেন তা রাষ্ট্রব্যবস্থার গভীরে কালো গুহায় মৃদু আলো ফেলেছে বলে...

২৩ বছর পর রাজনী‌তিতে ফেরার ইঙ্গিত দিলেন আবুল হাসান চৌধুরী

দখিনের সময় ডেস্ক: রাজনী‌তি‌তে ফেরার ইঙ্গিত দি‌য়ে‌ছেন সা‌বেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী কায়ছার। শ‌নিবার (৪ মে) সন্ধ‌্যায় মধুপুর পৌরসভার কাঁঠালতলা এলাকায় উপ‌জেলা প‌রিষদ নির্বাচ‌নের...

Recent Comments