Home নির্বাচিত খবর বিশ্বে গাধা উৎপাদনে পাকিস্তান তৃতীয়!

বিশ্বে গাধা উৎপাদনে পাকিস্তান তৃতীয়!

দখিনের সময় ডেস্ক:

সারা বিশ্বে গাধা উৎপাদনের সংখ্যায় পাকিস্তানের অবস্থান এখন তৃতীয়। প্রথম চীন ও দ্বিতীয় আফ্রিকার দেশ ইথোপিয়া। সম্প্রতি পাকিস্তানের ২০২১-২২ অর্থনৈতিক সমীক্ষায় এ কথা বলা হয়েছে। পাকিস্তানের জিডিপিতে যদি কৃষির অবদান ৬১.৯ শতাংশ হয়, তবে প্রাণীসম্পদের অবদান ১৪ শতাংশ।

জানা গেছে, ২০২১-২২ সালে পাকিস্তানে গাধার সংখ্যা বেড়ে ৫৭ লাখে দাঁড়িয়েছে। আগের বছর এটা ছিল ৫৬ লাখ। তবে ভেড়া, মহিষ, ছাগল পালনেও পিছিয়ে নেই পাকিস্তান। দেশটিতে ৪.৩৭ কোটি মহিষ, ৩.১৯ কোটি ভেড়া এবং একই সংখ্যক ছাগল রয়েছে। এছাড়া রয়েছে ১১ লাখ উট, ৪ লাখ ঘোড়া ও ২ লাখ খচ্চর। তবে ২০১৭-১৮ সাল থেকে তাদের সংখ্যার কোনো পরিবর্তন হয়নি।

পাকিস্তানের ২০২১-২২ অর্থনৈতিক সমীক্ষায় বলা হয়েছে, সরকার দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, খাদ্য নিরাপত্তা এবং দারিদ্র্য বিমোচনের জন্য প্রাণিসম্পদ খাতে নতুন করে মনোযোগ দিচ্ছে। বর্তমানে পাকিস্তানে ৮০ লাখেরও বেশি গ্রামীণ পরিবার গবাদিপশু উৎপাদনে নিয়োজিত।

গত বছর জাতীয় পরিষদের বাজেট অধিবেশনে কঠোর বিরোধিতার মুখোমুখি হয়েছিলেন ইমরান খান। তার আমলেই পাকিস্তানে গাধার এই বাড়বাড়ন্ত। ফলে ইমরান বিরোধীরা ‘ডাঙ্কি রাজা কি সরকার নেহি চালেগি’ বলে স্লোগান তুলেছিল পাক সংসদে।

তবে পাক অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল সম্প্রতি যে সমীক্ষা প্রকাশ করেছেন তাতে দেখা যায়, পাকিস্তানের জিডিপি প্রবৃদ্ধি ইমরান খান সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে দ্রুত বেড়েছে। দেশটিতে রাজনৈতিক অস্থিরতা থাকা সত্ত্বেও জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ৫.৯৭ শতাংশ ধরা হয়েছে। যেভাবে গাধার সংখ্যা প্রতিবছর এক লাখ করে বাড়ছে, তাতে স্পষ্ট যে ঋণে জর্জরিত দেশটি এখন প্রাণীসম্পদ রপ্তানির দিকে আগের চেয়েও বেশি মনোযোগ দেবে।

পাকিস্তানের জিডিপিতে যদি কৃষির অবদান ৬১.৯ শতাংশ হয়, তবে প্রাণীসম্পদের অবদান ১৪ শতাংশ। এশিয়ার বিভিন্ন দেশের অর্থনীতি একসময় পুরোপুরি প্রাণীনির্ভর ছিল। বিশেষত, ভারতের কৃষি অর্থনীতিতে গরুর একটি বড় ভূমিকা ছিল। তবে ভারত-পাকিস্তান দুই প্রতিবেশি দেশের প্রাণিসম্পদ ও পশুপালনে রয়েছে আশ্চর্য বৈপরীত্য। যেখানে পাকিস্তান তার ক্ষয়িষ্ণু অর্থনীতিকে চাঙ্গা করতে গাধার উৎপাদনে জোর দিচ্ছে, সেখানে ভারতে এই প্রাণীটির সংখ্যা ক্রমশ কমছে।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গবাদিপশুর মোট মূল্য সংযোজন (গ্রস ভ্যালু এডিশন) ৫,২৬৯ বিলিয়ন রুপি (২০২০-২১) থেকে বেড়ে ৫,৪৪১ বিলিয়ন রুপি (২০২১-২২) হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

দখিনের সময় ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকার জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের...

গাজা-লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে  ৪৪ হাজার

দখিনের সময়  ডেস্কঃ গাজা-লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় প্রাণ গেছে ৮৮ ফিলিস্তিনির। খবর...

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

Recent Comments