Home শীর্ষ খবর দক্ষিণাঞ্চল অবহেলিত থাকবে না: প্রধানমন্ত্রী

দক্ষিণাঞ্চল অবহেলিত থাকবে না: প্রধানমন্ত্রী

দখিনের সময় ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পদ্মা সেতু নির্মাণ হয়ে গেছে, দক্ষিণাঞ্চল আর অবহেলিত থাকবে না। ২৫ তারিখ উদ্বোধন করতে যাচ্ছি। উৎসব করবেন। সারা দেশেই উৎসব হোক। কিন্তু কেউ আগে সেতুতে ওঠার জন্য তাড়াহুড়া করবেন না।

বৃহস্পতিবার (১৬ জুন) রংপুর পল্লী জনপদ এবং গোপালগঞ্জ বঙ্গবন্ধু দারিদ্র বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমীর উদ্বোধন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । তিনি বলেন, ডক্টর ইউনূস সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা নিয়েছে আওয়ামী লীগের কাছ থেকে। গ্রামীণ ফোন আওয়ামী লীগ সরকারই করে দিয়েছিলো, ব্যাংকের জন্য ৪০০ কোটি টাকা দেয়া হয়। কিন্তু সেই সরকারের ক্ষতি করেছে। পদ্মার অর্থায়ন বাতিল করেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কমিউনিটি ক্লিনিকসহ দেশের মানুষের উপকারে আসে এমন প্রকল্পগুলো বিএনপি-জামাত সরকার এসে বন্ধ করে দেয়।  তিনি বলেন, যেখানে সেখানে শিল্প কারখানা করা যাবে না। কেউ করলেও বিদ্যুৎ, গ্যাসসহ অন্য সুবিধা পাবে না। সরকারের করা ১০০টি শিল্পাঞ্চলে শিল্প কারখানা গড়ে তুলতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, শহরে ফ্ল্যাট হবে এটা নয়, পল্লী জনপথ প্রকল্পের মাধ্যমে গ্রামেও ফ্ল্যাট বাড়ি নির্মাণ করা হবে। সেখানে মানুষের কর্মসংস্থানের সুযোগ থাকবে। ৩০ ভাগ টাকা দিয়ে ফ্ল্যাটের মালিক হতে পারবে। পরে কিস্তির মাধ্যমে টাকা পুরোটা দেওয়া যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

গাড়িতে আসার বিষয়ে ব্যাখ্যা দিলেন রনোভাই

প্রায় দুই দশক আগে এসটিভি ইউএস নামে একটি টেলিভিশন আমেরিকা থেকে সম্প্রচারিত হতো। কিন্তু কার্যক্রম পরিচালিত হতো বাংলাদেশ থেকে। এতে মুখোমুখি নামে একটি টকশো...

মাছ ধরার সময় শ্বাসনালিতে বাইন মাছ

দখিনের সময় ডেস্ক: ঝুঁকিপূর্ণ দেখে তিন ঘণ্টার চেষ্টায় শ্বাসনালি কেটে বাইন মাছটি বের করা হয়। এরপর রোগী সুস্থ হলে ৭-৮ দিন পর তার শ্বাসনালিতে বসানো...

অধ্যক্ষের রুমে ঢুকে শিক্ষক পেটানো সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার

দখিনের সময় ডেস্ক: কলেজে অধ্যক্ষের রুমে ঢুকে শিক্ষক পেটানো ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। শিক্ষককে পেটানো বহিষ্কৃত এ ছাত্রলীগ নেতা হলেন মো. সাফাতুন নুর...

দুবাইয়ে বাংলাদেশিদের শত শত বাড়ি, কোনটির দাম তিনশ কোটি টাকারও বেশি

দখিনের সময় ডেস্ক: গত কয়েক বছরে দুবাইয়ের বিলাসবহুল এলাকা ছাড়াও বিভিন্ন এলাকায় বাংলাদেশিদের আবাসন সম্পদ কেনার বিষয়টি সেখানকার কমিউনিটিতে অনেকটা ‘ওপেন সিক্রেট’। মধ্যপ্রাচ্যের ধনী দেশ...

Recent Comments