Home শীর্ষ খবর আতঙ্কে নির্ঘুম রাত পার করছেন সিলেটের বানভাসি মানুষ

আতঙ্কে নির্ঘুম রাত পার করছেন সিলেটের বানভাসি মানুষ

দখিনের সময় ডেস্ক:

টানা বৃষ্টি আর উজানের ঢলের কারণে হুহু করে পানি বাড়ছে সিলেটে নগরীসহ সবকটি উপজেলায়। বেশির ভাগ এলাকার রাস্তাঘাট বাসাবাড়ি পানিতে তলিয়ে গেছে। সন্ধ্যার পর থেকে দ্রুতগতিতে পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় আতঙ্কে রয়েছেন সিলেটের বানভাসি মানুষ। এ নিয়ে নির্ঘুম রাত পার করছেন তারা।

হঠাৎ করে পানি বাড়ায় বিপাকে পড়েছেন বিভিন্ন এলাকার মানুষ। আবার কিছু কিছু এলাকায় স্থানীয়ভাবে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। পানিবন্দি মানুষকে নিরাপদ আশ্রয়ে নেওয়া হচ্ছে। সিলেটের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ চৌধুরী জানান, আগামী তিন-চার দিন অবিরত বর্ষণ অব্যাহত থাকবে। এভাবে টানা বর্ষণ অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতি আরও অবনতি ঘটতে পারে।

সিলেট নগরীর আখালিয়া এলাকার বাসিন্দারা রেজা রুবেল বলেন, আমার বাড়িতে কোনোদিনই পানি ঢুকেনি। কিন্তু রাত ১০টার পর থেকে আমার বাড়ির উঠানে পানি প্রবেশ করেছে। চারদিকে এত বন্যার পানি আগে আমি কখনোই দেখিনি। যত সময় যাচ্ছে পানির উচ্চতা ততই বাড়ছে। এ অবস্থায় বাসাবাড়িতে আমার পরিবার নিয়ে খুব আতঙ্কের মধ্যেই রাত পার করছি।

অপরদিকে সিলেট নগরীর আরেক বাসিন্দা সাদিকুর রহমান সোহাগ বলেন, এখন রাত ২টা। আমার ঘরে হাঁটু পর্যন্ত পানি। সকাল না হলে পরিবার নিয়ে অন্য কোথাও বেরিয়ে যেতে পারব না। তাই জেগে জেগে ভোরের অপেক্ষা করছি।

সিলেট নগরীর ১০নং ওয়ার্ডের মোল্লাপাড়া এলাকার বাসিন্দা সেলিম আহমদ বলেন, রাত পৌনে ২টায় সিলেট নগরের মোল্লাপাড়া জামে মসজিদের মাইকে  ঘোষণা দেওয়া হয় পানির কারণে যদি কারো বাসাবাড়িতে থাকতে সমস্যা হয়, তাহলে যেন মসজিদে এসে তারা নিরাপদ আশ্রয় গ্রহণ করেন। এ ঘোষণার পর অনেকে মসজিদে আশ্রয় নিয়েছেন। এ অবস্থায় আমি পরিবার আত্মীয়-স্বজন নিয়ে বেশ উৎকণ্ঠার মধ্যে রাত পার করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

স্মার্টফোনে ইন্টারনেট চলে যাচ্ছে? জেনে নিন গতি বাড়ানোর কৌশল!

দখিনের সময় ডেস্ক: অনেকেই মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার সময় হঠাৎ করেই দেখেন, নেটওয়ার্ক চলে গেছে। আশেপাশের অন্যরা নির্বিঘ্নে ইন্টারনেট ব্যবহার করতে পারলেও আপনার ফোনেই সমস্যা...

প্রতিদিন ৩-৪ লিটার পানি পান করলে কী হয়?

দখিনের সময় ডেস্ক: ওজন কমানো একটি চ্যালেঞ্জিং কাজ হতে পারে। কঠোর ডায়েট অনুসরণ করা, খাবারের প্রতি লোভ নিয়ন্ত্রণ করা, প্রতিদিন জিমে যাওয়া, কঠোর ওয়ার্কআউট করা...

ডিভোর্সের দুদিন পরই সুখবর দিলেন এ আর রহমান

দখিনের সময় ডেস্ক: নিন্দুকরা মনে করছে বাংলার মেয়ে গিটার বাদক মোহিনী দে-র জন্যই হয়ত সায়রাকে ছেড়েছেন ভারতের অস্কারজয়ী সংগীতশিল্পী ও সুরকার এ আর রহমানের। তবে...

যৌন পর্যটনের নতুন কেন্দ্র টোকিও, সেক্স ইন্ডাস্ট্রির জড়িত কিছু চক্র

দখিনের সময় ডেস্ক: যখন স্বর্ণযুগ ছিল, শহরটি অর্থনীতিতে ব্যাপক উন্নতি দেখেছে। এটি এখনো বিশ্বের অন্যতম বাসযোগ্য শহর হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। তবে আশঙ্কার বিষয়...

Recent Comments