Home বরিশাল বাউফল বাউফলে প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

বাউফলে প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

বাউফল প্রতিনিধি

পটুয়াখালীর বাউফল উপজেলা প্রশাসনের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক উপজেলা পর্যায়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুন) সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ হল রুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল আমিন এর সভাপতিত্বে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিতক ছিলেন সহকারি কমিশনার ভূমি বায়েজিদুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম মিয়া ও প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আমিরুল ইসলাম প্রমুখ।

প্রশিক্ষণ কর্মশালার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল আমিন তার স্বাগত বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বর্তমান সরকারের প্রতিটি নির্বাচনী ইশতাহারেই দেশের সকল মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা সহ দারিদ্র ও ক্ষুধামুক্তি, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও সামাজিক নিরাপত্তার বিষয়কে অগ্রাধিকার প্রদান করা হয়েছে। এ লক্ষ্যকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন সময়ে প্রয়োজনের নিরিখে বিশেষ বিশেষ উদ্যোগ গ্রহন করেছেন, যার মধ্যে পল্লী সঞ্চয় ব্যাংক, আশ্রায়ণ-২ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচী, নারীর ক্ষমতায়ন, সবার জন্য বিদুৎ, কমিউনিটি ক্লিনিক ও শিশুর মানসিক বিকাশ, সামাজিক নিরাপত্তা কর্মসূচী, পরিবেশ সুরক্ষা ও বিনিয়োগ বৃদ্ধি অন্যতম। যা মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ দশ উদ্যোগ নামে পরিচিত ভিশন ২০২১ এর অভিজ্ঞতার আলোকে প্রধানমন্ত্রী ভিশন ২০৪১ ঘোষনা করেছেন।

দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, ব্যবসায়ী প্রতিনিধি, সাংবাদিক, এনজিও, রাজনৈতিক দল ও মসজিদের ইমামগন অংশগ্রহন করেন। অংশগ্রহনকারীদের দশটি ভাগে ভাগ করে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ দশ উদ্যোগের উপরে সমস্যা ও তার প্রতিকার বের করে দলনেতা উপস্থাপন করেন। উপস্থাপন শেষে প্রশ্ন পর্বে সঠিক উত্তর দাতাদের দেওয়া হয় আকর্ষনীয় পুরস্কার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শেষ মুহূর্তে আটকে গেল এমপিওভুক্ত স্কুল-কলেজ শিক্ষকদের বদলি প্রক্রিয়া

দখিনের সময় ডেস্ক: সরকারি শিক্ষকদের মতো বেসরকারি শিক্ষকরাও বদলি হতে পারবেন এমন উদ্যোগ নিয়েছিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। নিজেদের মধ্যে কয়েক দফা বৈঠক করে...

গভীর গুহায় মৃদু আলো

সম্প্রতি ব্যারিস্টার সুমন তার প্রাপ্ত অর্থের পরিমাণ তুলে ধরে নিজের নির্বাচনি এলাকায় যে বক্তব্য দিয়েছেন তা রাষ্ট্রব্যবস্থার গভীরে কালো গুহায় মৃদু আলো ফেলেছে বলে...

২৩ বছর পর রাজনী‌তিতে ফেরার ইঙ্গিত দিলেন আবুল হাসান চৌধুরী

দখিনের সময় ডেস্ক: রাজনী‌তি‌তে ফেরার ইঙ্গিত দি‌য়ে‌ছেন সা‌বেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী কায়ছার। শ‌নিবার (৪ মে) সন্ধ‌্যায় মধুপুর পৌরসভার কাঁঠালতলা এলাকায় উপ‌জেলা প‌রিষদ নির্বাচ‌নের...

সন্দেশখালিতে ধর্ষণের অভিযোগ সাজানো, পশ্চিমবঙ্গের রাজনীতি সরগরম

দখিনের সময় ডেস্ক: সন্দেশখালিতে তৃণমূল নেতাদের দ্বারা ধর্ষণের অভিযোগ পুরোটাই সাজানো ঘটনা এবং এর পেছনে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সংশ্লিষ্টতা রয়েছে, এমনটাও উঠে এসেছে...

Recent Comments