Home অন্যান্য অপরাধ ও দূর্নীতি চেয়ারম্যান ও ইউপি সদস্যের বিরুদ্ধে টিসিবি’র পণ্য বিক্রির অভিযোগ

চেয়ারম্যান ও ইউপি সদস্যের বিরুদ্ধে টিসিবি’র পণ্য বিক্রির অভিযোগ

দখিনের সময় ডেস্ক:

টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কয়েকজন ইউপি সদস্যের বিরুদ্ধে টিসিবি’র পণ্য বিক্রির অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে টিসিবির মাধ্যমে তিন স্থানে ওই ইউনিয়নে পরিবার (ফ্যামিলি) কার্ডের পণ্য সামগ্রী বিতরণকালে  এসব তথ্য পাওয়া যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই ইউনিয়নের তপন রায় নিয়মিত টিসিবি’র পণ্য সংগ্রহ করছেন। তবে তার নিজের বা পরিবারের কারও নামে ফ্যামিলি কার্ড নেই। দাইন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন স্বাক্ষরিত কাকুয়া ইউনিয়নের ওমরপুর গ্রামের শান্ত সোনা খোকন ও তালগাছি গ্রামের রোকেয়া খাতুন এবং দাইন্যা গ্রামের শাহজাহান মোল্লার কার্ড দিয়ে নিয়মিত পণ্য সংগ্রহ করে নিজস্ব গোডাউনে মজুদ করেছেন। একই গ্রামের স্বপন রায়ের কাছেও রয়েছে বেশ কয়েকটি ফ্যামিলি কার্ড। এ ছাড়া অপর ভাই দিলীপের নিজের নামে দেওয়া হয়েছে দুইটি কার্ড।

স্থানীয় কয়েকজন ব্যক্তি জানান, ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন ও ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোতালেব হোসেন মাদারী এলাকার তপন রায় ও স্বপন রায়সহ কয়েকজন ব্যক্তির সহযোগীতায় অন্য ইউনিয়নের কার্ড ব্যবহার করে টিসিবি’র পণ্য সংগ্রহ করেন। পরে সেগুলো মজুদ করে কালোবাজের বিক্রি করেন। গতকাল এ নিয়ে স্থানীয় কয়েকজন ব্যক্তি প্রতিবাদ করেন। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদসহ কয়েকজন নেতাদের হস্তক্ষেপে বিষয়টি ধামাচাপা দেওয়া হয়।

এদিকে চেয়ারম্যান মো. আফজাল হোসেন জানান, পরিবার কার্ডের আবেদনের শুরু থেকেই এ সমস্যা সৃষ্টি হয়েছে। এ কারণে অন্য ইউনিয়নের এনআইডি থেকে তার ইউনিয়নে কিছু পরিবার কার্ড হয়েছে। তবে এগুলো কিভাবে স্বাক্ষর করলেন এ নিয়ে কোনো কথা বলতে রাজি হননি তিনি।

এ বিষয়ে টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) রানুয়ারা খাতুন জানান, নামের তালিকাগুলো ইউপি চেয়ারম্যানগণ দিয়েছেন। এ ছাড়াও পণ্য গুলো সুষ্ঠুভাবে বিতরণের দায়িত্ব তাদের। কেন আর কিভাবে এটি হলো সে ব্যাপারে চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

রনো ভাই রাজনৈতিক অবস্থান বদল করেননি

ছাত্রজীবনে রাজনৈতিক বিশ্বাস ও সম্পৃক্ততার সূত্রে বাম রাজনীতিকদের বিষয়ে বিশেষ শ্রদ্ধাবোধ লালন করে আসছি। এ ধারায় আশি-একাশি সালে পেশাগত জীবনের সূচনালগ্নে বাম নেতাদের সঙ্গে...

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ, আলোর যাত্রার সূচনায় রাজনীতি

দখিনের সময় ডেস্ক: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ (শুক্রবার)। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর...

৬ তারিখে বাজেট দেবো, বাস্তবায়নও করবো : প্রধানমন্ত্রী

দখিনের সময় ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা ৬ তারিখে বাজেট দেবো। বাজেট আমরা ঠিক মতো দিতে পারবো, বাস্তবায়নও করবো। দেশি-বিদেশি নানা কারণে জিডিপি কিছুটা...

মাদকের নতুন ডিজি মোস্তাফিজুর, বরিশালের কৃতি সন্তান

দখিনের সময় ডেস্ক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত সচিব খন্দকার মোস্তাফিজুর রহমান। বর্তমানে তিনি গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্বে আছেন। মোস্তাফিজুর...

Recent Comments