Home সারাদেশ ভারতীয় পেঁয়াজের চাহিদা নেই বাজারে

ভারতীয় পেঁয়াজের চাহিদা নেই বাজারে

দখিনের সময় ডেস্ক ॥

ভারতীয় পেঁয়াজ ও দেশীয় পেঁয়াজের দাম প্রায় সমান হওয়ায় ক্রেতারা বাজারে ভারতীয় পেঁয়াজ ক্রয় করছে না। বিপাকে পড়েছে আমদানিকারকরা। দুই দিনে হিলি বন্দর দিয়ে ১৩৩ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হলেও সোমবার বন্দর দিয়ে কোন পেঁয়াজ আমদানি হয়নি। ভারতে পেঁয়াজ আমদানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর ২ জানুয়ারি থেকে আমদানি শুরু হয়। এতে হিলি স্থলবন্দরে পাইকারি ও খুচরা বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করে এবং ভারতীয় ও দেশি পেঁয়াজ প্রতিকেজি প্রায় ৩০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় প্রভাব পড়েছে হিলির খুচরা ও পাইকারি বাজারে। প্রতিকেজি দেশি পেঁয়াজ ৪০ থেকে ৪৫ টাকা দরে বিক্রি হলেও সোমবার ৩০ থেকে ৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর ভারত থেকে আমদানি করা পেঁয়াজ প্রতিকেজি বিক্রি হচ্ছে ২৭ থেকে ৩০ টাকা দরে। হিলি বাজারের ব্যবসায়ী আনিছুর রহমান জানায়, ভারতীয় পেঁয়াজ আমদানির কারণে দাম কমে গেছে।

পেঁয়াজ আমদানিকারকদের কাছ থেকে আমরা ২৭ থেকে ৩০ টাকা কেজি দরে ক্রয় করে তা খুচরা বাজারে বিক্রি করেছি। বাজারে ভারতীয় ও দেশি পেঁয়াজের দাম প্রায় সমান হওয়ায় ক্রেতারা ভারতীয় পেঁয়াজ ক্রয় করছে না। আমদানিকারক মাহফুজার রহমান বাবু জানান, পেঁয়াজ আমদানির জন্য এলসি খোলা হয়েছে ভারতে আইপি (ইমপোর্ট পারমিশন) সমস্যার কারণে পেঁয়াজ আমদানি হয়নি সোমবার। ২-৩ দিনের মধ্যে আবার পেঁয়াজ আমদানি শুরু হবে। তিনি আরো বলেন, পেঁয়াজ আমদানি হওয়ায় দেশি বাজারে দেশি পেঁয়াজের দাম যেমন কমেছে তেমনি ভারতে পেঁয়াজের দাম বাড়ছে। এতে করে পেঁয়াজ আমদানি করে লোকসান গুনতে হতে পারে ব্যবসায়ীদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

আওয়ামী অওয়াজ ‍এবং কঠিন বাস্তবতা

দখিনের সময় ডেস্ক: আওযামী লীগ আওয়াজ দিয়েছে আজ ১০ নভেম্বর মাঠে নামবে। হাসিনা সরকারের পতন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর তিন মাস...

১২ সচিব ও ১৩৫ অতিরিক্ত সচিবসহ ৩ মাসে ৫০১ কর্মকর্তার পদোন্নতি

দখিনের সময় ডেস্ক: বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে গঠিত অন্তর্র্বতী সরকার এ পর্যন্ত প্রশাসনের ৫০১ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে। এর মধ্যে সচিব পদে পদোন্নতি পেয়েছেন ১২ জন। গ্রেড-১...

নিয়োগ দিচ্ছে ওয়ালটন

দখিনের সময় ডেস্ক: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির কাস্টমার সার্ভিস ম্যানেজমেন্ট বিভাগ ব্র্যান্ড ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।...

নভেম্বরে সেন্টমার্টিনে রাত্রিযাপন করা যাবে না: পরিবেশ উপদেষ্টা

দখিনের সময় ডেস্ক: নভেম্বর মাসে রাত্রিযাপন করা যাবে না বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।...

Recent Comments