Home নির্বাচিত খবর বরিশালে ব্যাটারিচালিত মোটরযান শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

বরিশালে ব্যাটারিচালিত মোটরযান শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

দখিনের সময় ডেস্ক:

বরিশালে ব্যাটারিচালিত মোটরযান রেজিষ্ট্রেশন ও চলাচল সংক্রান্ত নীতিমালা এবং সংগ্রাম পরিষদ ঘোষিত ৬ দফা দাবিতে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৫ জুলাই) সকাল ১১ টায় অশ্বিনী কুমার হল চত্বরে ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ, বরিশাল জেলা শাখার উদ্যোগে ব্যাটারিচালিত মোটরযান রেজিষ্ট্রেশন ও চলাচল সংক্রান্ত নীতিমালা এবং সংগ্রাম পরিষদ ঘোষিত ৬ দফা দাবিতে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও বরিশাল জেলার সংগঠক আব্দুল মানিক হাওলাদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ইমাম হোসেন খোকন, বরিশাল রিক্সা-ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সংগ্রাম পরিষদ বরিশাল জেলা সংগঠক দুলাল মল্লিক, উপদেষ্টা গোলাম রসুল, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, বরিশাল জেলার সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, বরিশাল রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক মহসীন মীর, সংগ্রাম পরিষদ ২৫ নং ওয়ার্ড সভাপতি শাহিন শরিফ, ২৮ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আইয়ুব আলী, রিক্সা ভ্যান চালক ইউনিয়ন ১৩ নং ওয়ার্ডের সভাপতি শহিদুল ইসলাম, ২৮ নং ওয়ার্ড সভাপতি মোখলেসুর রহমান, ১৫ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, ২২ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক রুবেল হাওলাদার, বাসদ বরিশাল জেলা সদস্য সন্তু মিত্র প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, প্রস্তাবিত থ্রি হুইলার ও সমজাতীয় মোটরযানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নীতিমালা-২০২১ অতিদ্রুত চুড়ান্ত ও কার্যকর করতে হবে। ব্যাটারিচালিত ইজিবাইক ও রিকশার দ্রুত নিবন্ধন, রুট পারমিটসহ লাইসেন্স প্রদানের ব্যবস্থা করতে হবে। এছাড়াও অবৈধ রেকারিং, ডাম্পিং, নির্যাতন, হয়রানি, ব্যাটারি ছিনতাইসহ চাঁদাবাজি বন্ধে কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ নেওয়ার কথা বলেন বক্তারা।

বক্তারা সংগ্রাম পরিষদ ঘোষিত ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সমাবেশ শেষে মিছিল করে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় স্মারকলিপি পেশ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

যেভাবে নারীর জীবন বাঁচাল হাত ঘড়ি

দখিনের সময় ডেস্ক: আবারও ব্যবহারকারীর জীবন বাঁচিয়েছে অ্যাপল ওয়াচ। ঘটনাটি ঘটেছে ভারতে দিল্লিতে। এ যাত্রায় প্রাণে বেঁচে যাওয়ার জন্য ওই নারী ধন্যবাদ জানিয়েছে অ্যাপল সংস্থাটিকে।...

গাড়ির ‘ব্রেক ফেল’ হলে ঘাবড়াবেন না, মাথায় রাখুন ৬ উপায়

দখিনের সময় ডেস্ক: চলন্ত গাড়ি ব্রেক ফেলের ঘটনা বিভিন্ন সময় ঘটে থাকে। এতে দুর্ঘটনায় হতাহতের ঘটনাও ঘটে। তবে তাৎক্ষণিক না ঘাবড়ে মাথা ঠান্ডা রেখে কিছু...

যে কারণে ২টি ইনভেস্টমেন্ট অ্যাপ সরিয়ে নিলো গুগল

দখিনের সময় ডেস্ক: অনলাইনে লেনদেনের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে প্রতারণার ঝুঁকিও। কেননা অনলাইনে লেনদেনের ক্ষেত্রে প্রায় প্রতারণার ফাঁদ পাতা থাকে। সেই ফাঁদে...

যেভাবে বুঝবেন আপনার ডাস্ট অ্যালার্জি আছে

দখিনের সময় ডেস্ক: ডাস্ট অ্যালার্জি বেশ পরিচিত একটি সমস্যা। এর বিভিন্ন উপসর্গ শ্বাসযন্ত্রের সিস্টেম, ত্বক এবং সামগ্রিক সুস্থতাকে প্রভাবিত করে। ডাস্ট অ্যালার্জির লক্ষণ বোঝা এবং...

Recent Comments