Home প্রযুক্তি একসঙ্গে দুই ফোনে চলবে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট

একসঙ্গে দুই ফোনে চলবে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট

দখিনের সময় ডেস্ক:

চাইলে একই নম্বরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দুটি ফোনে ব্যবহার করতে পারবেন। এতদিন এই সুবিধা ছিল না। সম্প্রতি এ সংক্রান্ত একটি পোস্ট করেছে ‘হোয়াটসঅ্যাপ বেটা ইনফো’। তারা মূলত হোয়াটঅ্যাপের নতুন ফিচার সম্পর্কে বিভিন্ন নতুন তথ্য আপডেট দিয়ে থাকে। একইভাবে এক্ষেত্রেও নতুন এই ফিচার সম্পর্কে আপডেট দিয়েছে। এরই মধ্যে যারা হোয়াটসঅ্যাপ বেটা অ্যান্ড্রয়েড ২.২২.১৫.১৩ ব্যবহার করেন তাদের ক্ষেত্রে এই ফিচার আপডেট দেওয়া হয়েছে।

পরবর্তী সময়ে সব ব্যবহারকারীর জন্যই এই ফিচার আপডেট দেওয়া হবে। নতুন এই ফিচারের সুবিধা কী? এই ফিচারের মাধ্যমে দুটি ফোনে চ্যাট ট্রান্সফার করা যাবে। অর্থাৎ এখন শুধু একটি ফোনেই হোয়াটসঅ্যাপের একটি নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করা সম্ভব। ফলে অন্য কোনো ফোনে সেই নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হলে আগের ফোনের সব চ্যাট মুছে যাবে। এমনকি পুরনো ফোনের অ্যাকাউন্ট ডিলিট হয়ে নতুন ফোনে অ্যাকাউন্ট তৈরি হবে। তবে নতুন যে ফিচার আনা হচ্ছে সেক্ষেত্রে দুটি ফোনে একই নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। এই মোডটির নাম দেওয়া হয়েছে ‘হোয়াটসঅ্যাপ ক্যাম্পেইন মোড’।

এমনকি শুধু একটি ডিভাইস নয় একাধিক ডিভাইসে একই নম্বর দিয়ে অ্যাকাউন্ট তৈরি করা সম্ভব হবে। আবার দুটি ফোনে একই সময়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করলেও চ্যাট ব্যাকআপ পেতে কোনো সমস্যা হবে না। বর্তমানে এই ফিচার শুধু অ্যান্ড্রয়েডের বেটা ভার্সনে চালু করা হয়েছে। আইওএসে এই আপডেট কবে পাওয়া যাবে সে বিষয়ে এখনো জানানো হয়নি। এ ছাড়া সম্প্রতি আরও বেশ কয়েকটি আপডেট নিয়ে হাজির হয়েছে হোয়াটসঅ্যাপ। তার মধ্যে আছে মেসেজ রিয়্যাকশন ফিচার, মেসেজ ডিলিট ফিচারে অতিরিক্ত সময় ইত্যাদি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বিলাসিতা কমিয়ে শ্রমিকদের দিকে নজর দিন : প্রধানমন্ত্রী

দখিনের সময় ডেস্ক: মালিকদের বিলাসিতা কমিয়ে শ্রমিকদের দিকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘শ্রমিকদের অধিকার আদায়ে, তাদের ন্যায্য পাওয়া বঞ্চিত করলে...

বোমার হুমকিতে দিল্লিতে তুলকালাম, ১০০ স্কুল বন্ধ

দখিনের সময় ডেস্ক: বোমা ও বিস্ফোরক পুঁতে রাখা হয়েছে জানিয়ে ভারতের রাজধানী নয়াদিল্লির প্রায় ১০০ স্কুলে ই-মেইলে হুমকি দেওয়ার পর কর্তৃপক্ষ স্কুল খালি করে ব্যাপক...

বরিশালে ডাক্তারের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ, চুপ মেট্রোপলিটন হাসপাতাল

মামুনুর রশীদ নোমানী, অতিথি প্রতিবেদক: ডাক্তারের ভুল অপারেশন ও অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার(৩০ ‍এপ্রিল) বরিশালের কালিবাড়ি রোডস্থ বরিশাল মেট্রোপলিটন হাসপাতালে অপারেশনে মারা যাওয়া...

বিএনপিতে স্টাইকার নেই

প্রায় ১৮ বছর ধরে মসনদ বলয়ের বাইরে থাকা বিএনপির হাজার হাজার নেতাকর্মী হামলা-মামলা, কারাভোগ, নির্যাতনের পরও দল আঁকড়ে আছেন। এরা বিশাল এক শক্তি। কিন্তু...

Recent Comments