জুবায়ের আল মামুন ॥
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্ধৃত করে বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেছেন, বরিশাল নিয়ে অনেক কাজ করার আছে। বরিশালের ঐতিহ্য অনেক শক্তিশালী। কিন্তু সুযোগ-সুবিধা একটু কম মনে হচ্ছে। পদ্মা সেতু হলে সুযোগ সুবিধার পুরোটা পাবে। সরকার দেশের অকল্পনীয় উন্নয়ন করেছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশকে চিনতে দুজনকে চিনতে হয়। একজন বঙ্গবন্ধু এবং অপরজন রবীন্দ্রনাথ। তবে বেশি চিনতে হয় বঙ্গবন্ধুকে।
গতকাল শনিবার পিআইবি’র উদ্যোগে বরিশাল রিপোটার্স ইউনিটির সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ কোর্সের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন জেলা প্রশাসক। এ সময় সাংবাদিকদেরকে এক প্লাটফর্মে আসার উপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত তিন দিনব্যাপী ‘অনুসন্ধানমূলক রিপোটিং প্রশিক্ষণ’ কোর্সে সভাপ্রধান ছিলেন প্রেস ইনস্টিউট বাংলাদেশ(পিআইবি)-এর মহাপরিচালক জাফর ওয়াজেদ। উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আনিসুর রহমান খান স্বপন, সাবেক সভাপতি ও পিআইবি’র প্রশিক্ষক সুশান্ত ঘোষ, সাবেক সভাপতি আলী খান জসিম, সভাপতি নজরুল বিশ্বাস, সহ-সভাপতি গাজী শাহ রিয়াজ, সাধারণ সম্পাদক মিথুন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিক সৌরভসহ বিআরইউ নেতৃবৃন্দ ও সদস্যরা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাড়ে তিন বছর এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়াদে বিভিন্ন কর্মকান্ড তুলে ধরে জেলা প্রশাসক বলেন, আমাদের রিজার্ভ পাকিস্তানের চেয়ে দ্বিগুণেরও বেশি। মাথাপিছু আয়ও বেশি। বাংলাদেশে মাথাপিছু আয় ২০৬৪ ডলার, অন্য দিকে পাকিস্তানের মাথাপিছু আয় আমাদের প্রায় অর্ধেক, ১১৫৫ ডলার। তিনি বলেন, ভারত-পাকিস্তান আজ আমাদেরকে জেলাস করে।
ইউএনও থাকাকালে স্মৃতি থেকে জেলা প্রশাসক বলেন, সে সময় ঠাট্টা তামাশা করা হতো, কিন্তু আজ ডিজিটাল বাংলাদেশ বাস্তব। আমরা বাস্তব স্বপ্ন দেখছি। তিনি বলেন, সাংবাদিকরা আমার ভাই; আমি আপনাদেরই একজন। আমি-আপনারা সমৃদ্ধশালী বরিশাল গড়তে এক সাথে কাজ করবো। আমি সরকারের প্রতিনিধি হয়ে এসকল উন্নয়নের কথা বলতে চাই আপনাদের সাথে নিয়ে। এসময় তিনি আরো বলেন, বরিশাল একটি সম্ভাবনাময় যায়গা। অর্থনৈতিক উন্নয়নে এখানে অনেক সম্ভাবনা আছে। অনেক গুলো অর্থনৈতিক জোন হতে পারে। আপনারা এসব কথা লিখবেন যাতে সমৃদ্ধশালী বরিশাল গড়ে উঠতে পারে।
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ শেষে একুশে পদক প্রাপ্ত সাংবাদিক পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ’র হাত থেকে সনদ গ্রহন করছেন দৈনিক দখিনের সময়ের চিফ রিপোর্টার রাসেল হোসেন।