Home শীর্ষ খবর সব রোগী থেকেই টাকা নেন ঢামেক সার্জন পীযূষ

সব রোগী থেকেই টাকা নেন ঢামেক সার্জন পীযূষ

দখিনের সময় ডেস্ক:

ছাদ থেকে পড়ে মাথায় আঘাত পায় কেরানীগঞ্জের বাসিন্দা খোরশেদ আলমের চার বছর বয়সী মেয়ে নাজিফা। দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক নিউরো সার্জারি বিভাগে ভর্তির পরামর্শ দেন।

সব পরীক্ষা নিরীক্ষার পর জরুরি ভিত্তিতে নাজিফার অস্ত্রোপচারের কথা জানান ঢামেকের নিউরো সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. পীযূষ কান্তি মিত্র। এ জন্য ১০ হাজার টাকা দাবি করেন তিনি। অনেক অনুনয় বিনয়ের পর ৮ হাজার টাকায় অস্ত্রোপচারে রাজি হন তিনি। টাকা পরিশোধের পর  রাত ৩টায় নাজিফার অস্ত্রোপচার করা হয়। যদিও সরকারি হাসপাতালে এ ধরনের অস্ত্রোপচারে কোনো টাকা লাগার কথা নয়।

শুধু খোরশেদ আলমের মেয়েই নয়, তার মতো প্রতিদিন অসংখ্য রোগীর কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ আছে নিউরো সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. পীযূষ কান্তি মিত্রের বিরুদ্ধে। এছাড়া বিভাগের কর্মচারীদের সঙ্গেও বিভিন্ন সময় নানা বিষয়ে বিরোধে জড়িয়েছেন তিনি। সম্প্রতি বিভাগের কর্মচারীদের ‘দালাল’ বলে আখ্যায়িত করেন তিনি। এর জেরে তাকে ঢাকা মেডিকেলের ৩০৫ নম্বর ওটিতে অবরুদ্ধ করে রাখেন চতুর্থ শ্রেণির কর্মচারীরা।

ডা. পীযূষ টাকা আদায় করেছেন রোগী গজনবীর (৪০) কাছ থেকেও। তার ভাতিজা জুয়েল বলেন, মাথায় আঘাত পাওয়ায় রাতে চকবাজার থেকে আমার চাচাকে ঢামেকের নিউরো সার্জারি বিভাগে ভর্তি করি। রাতে ডা. পিযূষ কান্তি মিত্র জানান আমার চাচার মাথায় অপারেশন করা লাগবে। এ জন্য একটি যন্ত্র কিনতে হবে, যার মূল্য ২০ হাজার টাকা। আমি বললাম, স্যার আমার কাছে তো এত টাকা নেই। পরে আমি তাকে ১০ হাজার টাকা দিই। তারপরও তিনি আমার কাছে আরও ৫ হাজার টাকা দাবি করেন। অবশেষে ১৫ হাজার টাকা দেওয়ার পর আজ সকালে আমার চাচার মাথায় অপারেশন করেন তিনি। পরবর্তীতে আমি জানতে পারি এ অপারেশনের জন্য কোনো যন্ত্রই কিনতে হয়নি। যন্ত্র কেনা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, যন্ত্র কিনেছি।

আমরা ঘটনাটি জানার পর ঢাকা মেডিকেলে আসি। আমাদের অনেকে উপস্থিত থেকে উভয় পক্ষের বক্তব্য শোনেন। এ সময় ডা. পিযূষ কান্তি রোগীর স্বজনদের কাছ থেকে টাকা নেওয়ার কথা স্বীকার করেন। রোগীর কাছ থেকে নেওয়া ৮ হাজার টাকা আমাদের কাছে ফেরতও দিয়েছেন তিনি। এছাড়া কর্মচারীদের গালিগালাজ করার বিষয়টিও স্বীকার করেছেন তিনি। আমরা হাসপাতালের পরিচালককে বিষয়টি জানিয়েছি।

মো. আবু সাইদ মিয়া, সভাপতি, বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি, ঢামেক হাসপাতাল সাংগঠনিক সংসদ জুয়েল আরও বলেন, ‘অপারেশন করার এক পর্যায়ে তিনি আমাকে অপারেশন থিয়েটারে ডেকে নিয়ে জানান, আমার চাচাকে আইসিইউতে নিতে হবে। পরে তিনি আমাকে একটি ফোন নম্বর দিয়ে বলেন অন্য একটি প্রাইভেট হাসপাতালের আইসিইউর জন্য যোগাযোগ করতে। আমি ওই নম্বরে যোগাযোগ করি। কিন্তু তাদের সঙ্গে বনিবনা না হওয়ায় আরেকটি হাসপাতালের আইসিইউতে আমার চাচাকে ভর্তি করি। আমি তার কথা মতো ওই প্রাইভেট হাসপাতালের আইসিইউতে ভর্তি না করায় ডা. পীযূষ কান্তি মিত্র আমাকে গালিগালাজ করেন।

আরেক ভুক্তভোগী সাইফুল ইসলাম জানান, গত ১৯ জুলাই তার মেয়ে সামিয়ার অপারেশনের কথা বলে ৪ হাজার টাকা নিয়েছিলেন ডা. পিযূষ কান্তি মিত্র। এ জন্য তিনি ঢামেক হাসপাতালের পরিচালকের কাছে লিখিত অভিযোগও দিয়েছিলেন। কিন্তু এখন পর্যন্ত এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

হাসপাতালের বেশ কয়েকজন কর্মচারী জানান, ডা. পীযূষের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। তিনি প্রত্যেক রোগীকে অপারেশন করার কথা বলে টাকা হাতিয়ে নেন। অপারেশন শেষে রোগীদের আইসিইউতে ভর্তির জন্য দালালদের নম্বর দেন। তাদের সঙ্গে যোগাযোগ করতে বলেন। না নিয়ে গেলে রোগীর স্বজনদের গালিগালাজ করেন। তিনি (ডা. পিযূষ কান্তি মিত্র) নিজে এখান থেকে অ্যাম্বুলেন্সে করে রোগী বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। তার বিরুদ্ধে যৌন হয়রানিরও অভিযোগ রয়েছে। কু-প্রস্তাব দেওয়ায় গত মাসে হাসপাতালের দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করা এক নারী তাকে জুতাপেটা করেন। এ নিয়ে পরিচালক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ওই নারী কর্মচারী। কিন্তু এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

হাসপাতালের একাধিক সূত্র জানায়,  ডা. পীযূষের বিরুদ্ধে জাল মেডিকেল সার্টিফিকেট দেওয়ারও অভিযোগ রয়েছে। এ নিয়ে মামলাও চলছে। জাল সার্টিফিকেটের কারণে অনেকে জেল খেটেছে, অনেকের সংসার ভেঙে গেছে। তার নানা অপকর্মের বিষয়ে লিখিত অভিযোগ দেওয়া হলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

টিকটকে নিরাপদ রাখবে যে ১০ ফিচার

দখিনের সময় ডেস্ক: ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে টিকটক। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে যৌথভাবে কাজ শুরু করেছে টিকটক। যেখানে ‘ফিডস’ নেটওয়ার্কের...

প্রতিদিন খেজুর খাবেন যে কারণে

দখিনের সময় ডেস্ক: আপনার কি রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য সুস্বাদু কোনো খাবার প্রয়োজন এবং সেইসঙ্গে অতিরিক্ত ওজন কমাতে চাইছেন? এক্ষেত্রে সবচেয়ে ভালো হতে পারে খেজুর।...

পরীমণি প্রথম স্বামীর পরদিন মারাগেলো প্রথম পরিচালক

দখিনের সময় ডেস্ক: লাইফ সাপোর্টে থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এর পরিচালক শাহ আলম মণ্ডল।  গুলশানের...

বাউফলে ইউএনও’র বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি পটুয়াখালীর বাউফলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর বিরুদ্ধে অনিয়ম,দুনীতি ও অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈশোম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল...

Recent Comments