Home অন্যান্য গণমাধ্যম দেড়শ’ বছর আগেও বরিশালে পত্রিকা ছিলো: জাফর ওয়াজেদ

দেড়শ’ বছর আগেও বরিশালে পত্রিকা ছিলো: জাফর ওয়াজেদ

খালিদ সাইফুল্লাহ ॥

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেছেন, বরিশাল অগ্রসর জনপদ ছিলো। শিল্প-সংস্কৃতিতে এবং বাণিজ্যিক অঞ্চল হিসেবে সমৃদ্ধ ছিলো বরিশাল। দেড়শ’ বছর আগেও বরিশালে পত্রিকা ছিলো, পাঠক ছিলো। সাংবাদিকদের নিয়েই পিআইবি’র কাজ। তিনি বলেন, নারীকে মানুষ হিসেবে বিবেচনা না করলে সমাজ এগুবে না।

রোববার (১৭ জানুয়ারি) বরিশাল সার্কিট হাউজ মিলনায়তনে বরিশাল জেলা থেকে প্রকাশিত পত্রিকার সম্পাদকদের সঙ্গে ‘শিশু ও নারী উন্নয়ন বিষয়ক সংলাপ’- সভাপ্রধানের বক্তব্যে এ কথা বলেন একুশে পদক প্রাপ্ত সাংবাদিক পিআইবি’র মহাপরিচালক জাফর ওয়াজেদ।

অনুষ্ঠানে সম্পাদকদের মধ্যে বক্তব্য রাখেন এডভোকেড এস এম ইকবাল, সৈয়দ দুলাল, নূরুল আলম ফরিদ, কাজী আবুল কালাম আজাদ, কাজী মিরাজ, মুরাদ আহমেদ, আবদুর রাজ্জাক, সাইফুর রহমান মিরণ, স্বপন খন্দকার ও আলম রায়হান।

সভাপ্রধানের বক্তব্যে প্রেস ইনস্টিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেন, বিরূপ পরিস্থিতিতে পত্রিকা বের করার ধারা এখনও বরিশাল ধরে রেখেছে, অনেকগুলো পত্রিকা বের হচ্ছে। তিনি বলেন, ‘বিষয়টিকে নিজের খেয়ে বনের মোষ তাড়ানো’ বলা ঠিক হবে না; আসলে এ এক নিরন্তর প্রচেষ্টা। লড়াইয়ের ময়দান থেকে বরিশালের পত্রিকা সরে যায়নি। তিনি বলেন, করোনা এবং পত্রিকার মাধ্যমে করোনা ছড়ানোর গুজব পত্রিকার সার্কুলেশন অনেক কমিয়ে দিয়েছে। প্রতিযোগিতা বেড়েছে। প্রতিযোগিতা সামনে আরো বাড়বে। প্রযুক্তির সঙ্গে এগোতে না পারলে হারিয়ে যাবার আশংকা আছে বলে মন্তব্য করেন পিআইবি’র মহাপরিচালক। এ প্রসঙ্গে তিনি বলেন, তথ্য অধিকার আইন এবং তথ্য কমিশন হবার পর সাংবাদিকতা অনেক সহজ হয়েছে।

বাংলাদেশের এনসাইক্লোপিডিয়া হিসেবে পরিচিত জাফর ওয়াজেদ বরিশাল অঞ্চলের সংবাদ পত্রের ঐতিহ্যের দীর্ঘ ইতিহাস তুলে ধরে বলেন, রূপ কথার মতো মনে হয় বরিশালের অতীত। কিন্তু বিশ ও একুশের দশকে বরিশালকে সেইভাবে পাই না। বরিশালের পত্রিকাগুলো আর্থিক দুরবস্থার শিকার। সংবাদপত্রে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার উপর গুরুত্বারোপ করে পিআইবি মহাপরিচালক বলেন, মুক্তবাজার অর্থনীতির ছাপ বরিশালে পড়েনি; কেবল নামে বিভাগ হয়েছে।

নারীর অধিকার প্রতিষ্ঠা ও বাল্য বিবাহ প্রতিরোধে সংবাদ পত্রের ভূমিকার কথা তুলে ধরে পিআইবি’র মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেন, নারীরা যুগের পর যুগ বঞ্চিত থেকেছে। পুরুষদের চেয়ে নারীদের কাজের পরিধি বেশি। তিনি বলেন, নারীদের অবদান মূল্যায়িত হলে জিডিপি অনেক বেড়ে যেতো। মানসিকতা পরিবর্তনে সংবাদপত্রের ভূমিকার উপর গুরুত্বারোপ করেন জাফর ওয়াজেদ।
সংলাপে এডভোকেড এস এম ইকবাল বলেন, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সময়ও বরিশাল লীড করেছে। অনেক কেন্দ্রীয় নেতা ছিলেন বরিশালের। আমাদের নেতৃত্ব এখানে ব্যর্থ। একনেকে খুলনা, রাজশাহী কত বরাদ্ধ পেয়েছে তার খবর আমরা শুনি। আমরা পাচ্ছি না; আমরা কষ্ট পাই। সৈয়দ দুলাল বলেন, সংস্কৃতির উন্নয়ন না হলে কোন উন্নয়ই টিকবে না। মনের বিকাশের উপর বিশেষ গুরুত্বারোপ করেন সৈয়দ দুলাল। নূরুল আলম ফরিদ বলেন, পত্রিকার দু:সময় চলছে। ভালোবাসার কারণে পত্রিকা চালাই। পত্রিকা বাঁচাবার জন্য তথ্য মন্ত্রণালয়ের ভূমিকা কামনা করেন নূরুল আলম ফরিদ। কাজী আবুল কালাম আজাদ বলেন, অনেক সম্পাদক সংসারের চাহিদা পূরণ করতে পারেন না। কিন্তু পত্রিকার চাহিদা মেটান। এই ত্যাগের মধ্য দিয়েই সংবাদপত্র বেঁচে আছে। কাজী মিরাজ বলেন, সংবাদপত্রের মানোন্নয়নে আরো কী কী করা প্রয়োজন তা নিয়ে ভাবা দরকার। তিনি আশা করেন, পিআইবি আঞ্চলিক পত্রিকার সঙ্গে থাকবে। স্বপন খন্দকার বলেন, কারোনাকালে সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রী যে সহায়তা দিয়েছেন তার উদ্যোক্তা পিআইবি’র মহাপরিচালক জাফর ওয়াজেদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

নারী এবং পুরুষ উভয়েই স্তন ক্যান্সারে আক্রান্ত হতে পারে

দখিনের সময় ডেস্ক: নারী এবং পুরুষ উভয়েই স্তন ক্যান্সারে আক্রান্ত হতে পারে, পুরুষের স্তন ক্যান্সার অনেকাংশে বিরল। নারীদের মধ্যে প্রতি ৪ জন ক্যান্সার আক্রান্তের অন্তত...

পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত

দখিনের সময় ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের সব ব্যাংক হিসাবের লেনদেন স্থগিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সূচনা ফাউন্ডেশনের...

হিজবুল্লাহর হামলায় পিছু হটলো ইসরায়েলি বাহিনী

দখিনের সময় ডেস্ক: লেবাননে হিজবুল্লাহর হামলায় পিছু হটতে বাধ্য হয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। তায়ার নামক অঞ্চলের আল-বায়াদায় ইসরায়েলি ট্যাংক লক্ষ্য করে বেশ কয়েকটি মিসাইল ছোড়ে...

সাংবাদিক মুনির হোসেনের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ

দখিনের সময় ডেস্ক:  ঐতিহ্যবাহী বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক মুনির হোসেনের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৬ সালের ২৫ নভেম্বর আজকের এই দিনে দুনিয়ার মায়া কাটিয়ে...

Recent Comments