স্টাফ রিপোর্টার ॥
পরিবহন শ্রমিক মারধরের অভিযোগে বরিশালে সড়ক পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। গতকাল রাতে বিক্ষুদ্ধ শ্রমিকরা বাস-ট্রাক চলাচল বন্ধ করে দেয়। এ সময় রাস্তায় বেরিকেট তৈরী করে বিক্ষুব্ধ পরিবহন শ্রমিকরা। এদিকে বিষয়টিকে দুগ্রুপের দ্বন্দের জের হিসেবে দেখছেন বিভিন্ন মহল।
জানাগেছে, বরিশাল বিসিকের ফরচুন সু-কোম্পানির মালিক মোঃ মিজান এর বিরুদ্ধে শ্রমিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ অভিযোগে বন্ধ করে দেয়া হয়েছে বরিশাল রুটে চলাচলকারী শতশত যানবাহন। গতকাল বুধবার সন্ধ্যা থেকে কয়েক শ’ যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যানবাহন সড়কে আটকা পড়ে। ফলে অবর্ণীয় ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। নতুল্লাবাদ ও রূপাতলী এলাকায় মহাসড়কে বাস-ট্রাক দিয়ে বেরিকেট দিয়ে সড়ক বন্ধ করে দেয়া হয়।
জানাগেছে, সোহাগ নামে এক যুবককে বুধবার (২০ জানুয়ারি) দুপুরে বিসিক শিল্প এলাকায় ফরচুন সু–কারখানার মধ্যে আটকে রাখা হয়। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। সন্ধ্যায় একদল নেতাকর্মী থানায় অবস্থান নিয়ে সোহাগের মুক্তি দাবী এবং শিল্প মালিক মিজানুর রহমানকে গ্রেফতারের দাবী জানায়। পুলিশ এতে রাজী না হওয়ায় সন্ধ্যার দিকে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এবং রূপাতলী বাস টার্মিনাল অবরোধ করে সড়ক যোগাযোগ অচল করে দেো হয়।
এদিকে ফরচুন সু মালিক মো. মিজানুর রহমান জানান, তার কারখানার এক নারী শ্রমিককে বিসিক এলাকার মধ্যে উত্যক্ত করে সোহাগ। তিনি গাড়িতে কারখানার দিকে যাওয়ার সময় এ ঘটনা দেখে সোহাগকে আটক করে কাউনিয়া থানা পুলিশে সোপর্দ করেন।
বরিশাল জেলা বাস মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি মো. ইউনুস জানান, মহাসড়ক অবরোধ করে সড়ক যোগাযোগ অচল করে দেয়ার সঙ্গে বাস মালিক–শ্রমিক সংগঠনগুলোর কোন সম্পৃক্ততা নেই। তবে নগরীর রূপাতলী বাস মালিক সমিতির সাধারন সম্পাদক কাওছার হোসেন শিপন জানান, নগরীর বিসিক শিল্প নগরীর এলাকায় এক আওয়ামী লীগ কর্মীকে এক শিল্প মালিক মারধর করার প্রতিবাদে মহানগর আওয়ামী লীগ নেতা নিরব হোসেন টুটুলের নির্দেশে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রূপাতলী বাস টার্মিনালের সকল বাস বন্ধ করে দেয়া হয়।
বরিশাল মহানগর আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক হাসান মাহমুদ বাবু বলেন, বিসিকের ফুরচুন সু মালিক মিজানুর রহমান অস্ত্র ঠেকিয়ে ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহাগকে অপহরন করে তার কারখানায় নিয়ে মারধর করে। এ ঘটনায় মিজানের বিরুদ্ধে সন্ধ্যায় কাউনিয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে। তাকে গ্রেফতারের দাবীতে বরিশালের সকল বাস চলাচল বন্ধ রয়েছে।