Home নির্বাচিত খবর অখ্যাত অভিনেত্রী থেকে মন্ত্রীর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়

অখ্যাত অভিনেত্রী থেকে মন্ত্রীর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়

দখিনের সময় ডেস্ক:

কে এই অর্পিতা মুখোপাধ্যায়? অখ্যাত অভিনেত্রী থেকে হয়ে উঠেছেন মন্ত্রীর বন্ধবী। এসএসসি দুর্নীতির তদন্ত করতে গিয়ে তার ফ্ল্যাটে তল্লাশি ইডির, উদ্ধার ২০ কোটির বেশি টাকা উদ্ধার করেছে। এ ছাড়া উদ।দার করা হয় বিপুল সোনা, বৈদেশিক মুদ্রা , ২০ টি মোবাইল।

অর্পিতা মুখোপাধ্যায় থাকতেন  টালিগঞ্জ করুণাময়ীর ডায়মন্ড সিটি সাউথ আবাসনের প্রথম তলায়। বেলঘড়িয়ায় অর্পিতা মুখার্জির  দুটি ফ্ল্যাট এবং  আরও একটি বাড়ির হদিশ, বীরভূমেও অর্পিতার সম্পত্তি আছে বলে দাবি

মধুকুঞ্জে বান্ধবীদের নিয়ে মন্ত্রী আগমনের অপেক্ষায় অর্পিতা মুখোপাধ্যায়

গত বেশ কয়েকবছর ধরে নাকতলা উদয়ন সংঘের পুজো, যা লোকে পার্থ চট্টোপাধ্যায়ের পুজোও বলে থাকেন, সেখানকার  প্রোমোতে অর্পিতা মুখোপাধ্যায়কে দেখা গেছে।  এছাড়া তাকে পার্থ চট্টোপাধ্যায়ের ভোটের প্রচারে অংশ নিতেও দেখা গিয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে অর্পিতা মুখোপাধ্যায়, পাশে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

অর্পিতা মুখোপাধ্যায়কে দেখা গিয়েছে  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পুজোর উদ্বোধনী অনুষ্ঠানেও। সেই ছবি পোস্ট করেছেন রিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।  তবে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ  দাবি করেছেন, অর্পিতা মুখার্জির সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই।  যার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে এবং যে টাকা উদ্ধার হয়েছে তার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই বলেই দাবি করেছেন কুণাল ঘোষ।

অর্পিতা মুখোপাধ্যায় বাংলায় মামা ভাগ্নে, পার্টনার-সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন। এছাড়াও তিনি ওড়িয়া ও তামিল সিনেমায়ও অভিনয় করেছেন। প্রসেনটিৎ ও জিতের বাংলা সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন অর্পিতা মুখোপাধ্যায়। তবে এ সব ছিলো তার মুখোশ।  আসল কাজ ছিলো রাঘব বোয়াল ফাঁসানো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি নিয়ে আলাপ-আলোচনা হবে: জনপ্রশাসনমন্ত্রী

দখিনের সময় ডেস্ক: জনপ্রশাসনমন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয় চাকরিতে বয়সসীমা নিয়ে যে সুপারিশ পাঠিয়েছে তা সরকারের নীতিগত সিদ্ধান্ত। এটা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করব।...

শেষ মুহূর্তে আটকে গেল এমপিওভুক্ত স্কুল-কলেজ শিক্ষকদের বদলি প্রক্রিয়া

দখিনের সময় ডেস্ক: সরকারি শিক্ষকদের মতো বেসরকারি শিক্ষকরাও বদলি হতে পারবেন এমন উদ্যোগ নিয়েছিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। নিজেদের মধ্যে কয়েক দফা বৈঠক করে...

গভীর গুহায় মৃদু আলো

সম্প্রতি ব্যারিস্টার সুমন তার প্রাপ্ত অর্থের পরিমাণ তুলে ধরে নিজের নির্বাচনি এলাকায় যে বক্তব্য দিয়েছেন তা রাষ্ট্রব্যবস্থার গভীরে কালো গুহায় মৃদু আলো ফেলেছে বলে...

২৩ বছর পর রাজনী‌তিতে ফেরার ইঙ্গিত দিলেন আবুল হাসান চৌধুরী

দখিনের সময় ডেস্ক: রাজনী‌তি‌তে ফেরার ইঙ্গিত দি‌য়ে‌ছেন সা‌বেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী কায়ছার। শ‌নিবার (৪ মে) সন্ধ‌্যায় মধুপুর পৌরসভার কাঁঠালতলা এলাকায় উপ‌জেলা প‌রিষদ নির্বাচ‌নের...

Recent Comments