Home শীর্ষ খবর আলোর পর্দা থেকে অন্ধকারের মক্ষীরানী অর্পিতার, অবশেষে আটক

আলোর পর্দা থেকে অন্ধকারের মক্ষীরানী অর্পিতার, অবশেষে আটক

দখিনের সময় ডেস্ক:

পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে আটক করেছে ইডি। আজ সন্ধ্যায় তাকে আটক করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, বাড়ি থেকে অর্পিতাকে নিয়ে যাওয়ার সময় তিনি বলেন, ‘আমি কোনও অন্যায় করিনি। বিজেপির চাল। আমাকে ফাঁসানো হয়েছে।’

বাড়ি থেকে আটক করে অর্পিতা মুখোপাধ্যায়কে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়।  এর  আগে অর্পিতার ফ্ল্যাটে পাওয়া বিপুল টাকার উৎস নিয়ে তাকে ক্রমাগত জিজ্ঞাসাবাদ করেন ইডি কর্তারা। এই নিয়ে তিনি বিস্ফোরক দাবি করেছেন। ইডি সূত্রে জানা গিয়েছে, অর্পিতা নাকি জানিয়েছেন যে এসএসসির চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা নিত দালালরা। দালালদের কাছ থেকে সরকারি কর্মচারী, কর্মকর্তা হয়ে সে টাকা যেত নেতা-মন্ত্রীদের কাছে।

অর্পিতা মুখোপাধ্যায়, মডেলিং দিয়ে কেরিয়ার শুরু। ‘দৃশ্যান্তর’ ছবির অন্যতম প্রোটাগনিস্ট। নাম জজি। নবাগত পরিচালক রাণা বন্দ্যোপাধ্যায়ের এই ছবি দিয়ে কামব্যাক করছেন।  সঙ্গে টেলিভিশনে ছোটখাটো চরিত্রে অভিনয়। ২০০৮ সালে প্রথম বাংলা ছবি ‘পার্টনার’। মুখ্য চরিত্রে ছিলেন জিৎ-স্বস্তিকা।

এরপর বেশ কিছু বাংলা ছবিতে কাজ করার পর ডাক পান ওডিশার ছবিতে। পর পর ছবি। সবেতেই নায়িকা। পাশাপাশি বাংলাতেও কাজ করেছেন। ‘ওখানে কাজ করলেও বাংলা ইন্ডাস্ট্রি থেকে দূরে থাকিনি। মাঝে মধ্যে এখানেও ছবি করেছি। তবে পুরোপুরি না থাকলে মানুষ ভুলে যান। আমারও সঙ্গেও তাই হয়,’ জানালেন অর্পিতা।

ওডিশার ছবিতে যখন কাজ করছিলেনই, তখন বাংলায় হঠাৎ ফেরার সিদ্ধান্ত নেন অর্পিতা মুখোপাধ্যায়? বাড়ি সব সময় বাড়ি-ই। ওখানে ভালো কাজ করলেও, বাড়ির জন্য মন কেমন করতই। তাই এক সময় ঠিক করেন ফিরে আসবেন আবার টালিগঞ্জে। ২০১৩ সালে ফিরে আসার পর ‘ম্যানগ্রোভ’ নামে একটি ছবিতে নাইজেল আকারা-র বিপরীতে কাজও পান। কিন্তু এরপরও মন ভীষণ অশান্ত।

অর্পিতা মুখোপাধ্যায় যখন কাজ শুরু করেন, তখন বয়স ছিল সতেরো। হাতে টাকা আসছে দেখে যা কাজ পেয়েছেন তাই করেছেন। কিন্তু সময়ের সঙ্গে শিখি অভিনেত্রী হতে গেলে এইভাবে চলবে না। ভালো কাজ করতে হলে নিজেকেও তৈরি হতে হবে। অতএব বছর দেডে়ক সময় নিয়ে নিজেকে তৈরি করেন। এই সময় ডলি বসু খুব সাহায্য করেছেন,  স্মৃতিচারণে স্বীকার করেছেন অর্পিতা।

কিন্তু শেষতক রূপালী পর্দায় নিজেকে সীমাবদ্ধ রাখেননি অর্পিতা মুখোপাধ্যায়। আরাধ্য করেছেন মধুকুঞ্জ, হয়েছেন মক্ষিরানী। নিজেকে নিবেদন করেছেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মনোরঞ্জনে। শুধু তাই নয়, মন্ত্রী তাকে এতোটাই বিশ্বাস করতেন যে ঘুষের টাকা রেখেছেন অর্পিতার ফ্লাটে। কিন্তু বিধি বাম! হানা দিয়েছে বেরসিক ইডি। এসএসসি দুর্নীতির তদন্ত করতে গিয়ে তার ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছে ইডি। উদ্ধার ২০ কোটির বেশি টাকা উদ্ধার করেছে। এ ছাড়া উদ্ধার করা হয় বিপুল সোনা, বৈদেশিক মুদ্রা  ও ২০ টি মোবাইল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি নিয়ে আলাপ-আলোচনা হবে: জনপ্রশাসনমন্ত্রী

দখিনের সময় ডেস্ক: জনপ্রশাসনমন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয় চাকরিতে বয়সসীমা নিয়ে যে সুপারিশ পাঠিয়েছে তা সরকারের নীতিগত সিদ্ধান্ত। এটা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করব।...

শেষ মুহূর্তে আটকে গেল এমপিওভুক্ত স্কুল-কলেজ শিক্ষকদের বদলি প্রক্রিয়া

দখিনের সময় ডেস্ক: সরকারি শিক্ষকদের মতো বেসরকারি শিক্ষকরাও বদলি হতে পারবেন এমন উদ্যোগ নিয়েছিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। নিজেদের মধ্যে কয়েক দফা বৈঠক করে...

গভীর গুহায় মৃদু আলো

সম্প্রতি ব্যারিস্টার সুমন তার প্রাপ্ত অর্থের পরিমাণ তুলে ধরে নিজের নির্বাচনি এলাকায় যে বক্তব্য দিয়েছেন তা রাষ্ট্রব্যবস্থার গভীরে কালো গুহায় মৃদু আলো ফেলেছে বলে...

২৩ বছর পর রাজনী‌তিতে ফেরার ইঙ্গিত দিলেন আবুল হাসান চৌধুরী

দখিনের সময় ডেস্ক: রাজনী‌তি‌তে ফেরার ইঙ্গিত দি‌য়ে‌ছেন সা‌বেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী কায়ছার। শ‌নিবার (৪ মে) সন্ধ‌্যায় মধুপুর পৌরসভার কাঁঠালতলা এলাকায় উপ‌জেলা প‌রিষদ নির্বাচ‌নের...

Recent Comments