Home শীর্ষ খবর চিড়িয়াখানায় প্রতিচ্ছবি, খাঁচায় খাঁচায় ধুঁকছে প্রাণীগুলো

চিড়িয়াখানায় প্রতিচ্ছবি, খাঁচায় খাঁচায় ধুঁকছে প্রাণীগুলো

দখিনের সময় ডেস্ক:

খাবারের সংকট, অনিয়ম ও অব্যবস্থাপনায় চরম বেহাল দশায় ঢাকার জাতীয় চিড়িয়াখানার।   মৃত্যুর মুখে কয়েক শ’ প্রাণী। অবহেলা ও উদাসীনতায় খাঁচায় খাঁচায় ধুঁকছে প্রাণীগুলো।  প্রাণীর প্রতি মমত্বের লেশমাত্র নেই। চিড়িয়াখানায় কঙ্কালসার প্রাণীগুলো দেখে হতবাক দর্শনার্থীরা।

সরেজমিন দেখা যায়, বনের রাজা সিংহ মিরপুর চিড়িয়াখানার খাঁচায় এসে হয়েছে হাড্ডিসার। খাঁচায় খাবারের পরিবর্তে পড়ে রয়েছে এক টুকরো হাড্ডি। সেদিকে তার দৃষ্টি নেই। উদাসীন সিংহের চোখে তখন কান্না। রক্ষণাবেক্ষণের অভাবে বয়স্ক সিংহটি আর আগের মতো চলাফেরা করে না। খাঁচায় শুয়ে, ঝিমিয়ে কেটে যায় দিন। আগের মতো হাঁকডাকও নেই।

পায়ের ক্ষত নিয়ে খুঁড়িয়ে হাঁটছে শক্তিমান রয়েল বেঙ্গল টাইগার। হাড় বেরিয়ে এসেছে উল্লুকের। নড়াচড়ার শক্তিও যেন নেই। চোখ নষ্ট নিয়ে ধুঁকছে দুরন্ত ভুবনচিল। কচ্ছপের শরীরজুড়ে জমেছে শেওলার পুুরু স্তর। দেখে বোঝার উপায় নেই কচ্ছপ নাকি ঘাসের ঢিপি। পরিচর্যার অভাবে বিবর্ণ হাতি। ক্ষুধার তাড়নায় প্লাস্টিক আবর্জনা খাচ্ছে উটপাখি। চর্মরোগে খসে পড়েছে পালক, বেরিয়ে এসেছে চামড়া। আঘাতের ক্ষত ও রোগের কারণে দাঁড়াতেই পারছে না গন্ডার। ইমু পাখি দেখে কান্না এসেছে দর্শনার্থীদের। চর্মরোগে পাখিগুলোর শরীরে দেখা যাচ্ছে দগদগে ঘা। বিনোদনের জন্য শিশুদের নিয়ে এসে মন খারাপ করে ফিরতে হচ্ছে দর্শনার্থীদের।

জাতীয় চিড়িয়াখানায় আরও অনেক প্রাণী এখন খাঁচায় খাঁচায় ধুঁকছে। এর অনেকটিই অসুস্থতাজনিত শারীরিক সমস্যায় ভুগছে। আবার কিছু প্রাণী শারীরিকভাবে আঘাত পেয়ে অসুস্থ। কিছু প্রাণী একাকিত্বের কারণে এবং কিছু প্রাণী খাদ্যাভাবে অসুস্থ। সর্ঠিক রক্ষণাবেক্ষণ না করায় কিছু প্রাণীর স্বাস্থ্যঝুঁকি বেড়েছে।

১৮৬ দশমিক ৬৩ একর জমিতে গড়ে ওঠা এ চিড়িয়াখানায় আছে সাড়ে ৩ হাজারের বেশি পশুপাখি। আর এত বিশালসংখ্যক পশুপাখির স্বাস্থ্যরক্ষা ও পরীক্ষার জন্য আছেন মাত্র তিনজন চিকিৎসক। এর মধ্যে প্রধান ভেটেরিনারি সার্জন মাত্র একজন। চিড়িয়াখানায় আগত দর্শকরা পশুপাখির দৃষ্টি আকর্ষণের জন্য অনেক সময় সহিংস আচরণও করেন। গতকাল চিড়িয়াখানায় ঘুরে দেখা যায়, গন্ডারের দৃষ্টি ফেরাতে কিছু দর্শক বড় বড় ইটের টুকরো নিক্ষেপ করছেন।

আবার নিষেধাজ্ঞা সত্ত্বেও অনেক দর্শক খাঁচার প্রাণীদের চিপস ও বাদাম খেতে দেন। যা প্রাণীদের স্বাস্থ্যঝুঁকি অনেকাংশে বৃদ্ধি করে। বেশ কিছু খাঁচায় প্রাণীরা পাত্রে খাবার খুঁজলেও সেখানে খাবার দেখা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি, দেশকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে

দখিনের সময় ডেস্ক: সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশের পাহাড়ি এলাকাতেও বহুমুখী ষড়যন্ত্র থেমে...

দ্রুত প্রণয়ন করা হবে বিচারক নিয়োগ নীতিমালা: প্রধান বিচারপতি

দখিনের সময় ডেস্ক: প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে নীতিমালা দ্রুত প্রণয়ন করা হবে। একই সঙ্গে সুনির্দিষ্ট আইনও করা হবে বলে...

গায়েবি মামলার কালচার থেকে বেরিয়ে আসতে হবে: আসিফ নজরুল

দখিনের সময় ডেস্ক: অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিচার বিভাগ ব্যবহার করে মানুষকে হয়রানি করার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। বিগত...

ইসরায়েলে মশাবাহিত ‘ওয়েস্ট নাইল’ ভাইরাসে নিহত ৭০, আক্রান্ত ৯১৩

দখিনের সময় ডেস্ক: মধ্যপ্রাচ্যের দু’টি দেশ লেবানন ও ফিলিস্তিনে দাপিয়ে বেড়াচ্ছে ইসরায়েল। গাজায় যুদ্ধ শেষ করতে না করতেই, দেশটি নতুনভাবে লেবাননে যুদ্ধ শুরু করেছে। এদিকে, মশাবাহিত...

Recent Comments