Home শীর্ষ খবর ডলার কারসাজির অভিযোগে ১১ প্রতিষ্ঠান সিলগালা

ডলার কারসাজির অভিযোগে ১১ প্রতিষ্ঠান সিলগালা

দখিনের সময় ডেস্ক:

অস্থির ডলার বাজার নিয়ন্ত্রণ ও কারসাজি বন্ধে বাংলাদেশ ব্যাংকের চলমান অভিযানে বিভিন্ন অনিয়ম পাওয়ায় ১১টি মানি একসচেঞ্জ প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। দ্বিতীয় দিনের মতো অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ ব্যাংকের ১০ পরিদর্শন দল।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক বলেন, কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে ডলার নিয়ে কারসাজির প্রমাণ পাওয়া গেলে তাদের লাইসেন্স বাতিল করা হবে। আর কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শন কার্যক্রম অব্যাহত থাকবে।

বাংলাদেশ ব্যাংক ও গোয়েন্দা সংস্থা সূত্রে এ তথ্য জানা গেছে। এরপরও ডলার নিয়ে কারসাজি হলে সংশ্লিষ্ট মানি এক্সচেঞ্জের লাইসেন্স বাতিল করা হবে বলে হুঁশিয়ারি করেছে ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি। খুব দ্রুতই দেশে ডলারের দাম কমে আসবে বলে আশা করছেন বাংলাদেশ ব্যাংক এবং  এ খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা।

ডলারের দাম নিয়ন্ত্রণে আনতে বাংলাদেশ ব্যাংক বুধবার মানি এক্সচেঞ্জ হাউজ, বাণিজ্যিক ব্যাংক ও খোলাবাজার পরিদর্শন শুরু করে। বৃস্পতিবার ছিল এই কার‌্যক্রমের দ্বিতীয় দিন। তদারকি কার্যক্রমের অংশ হিসেবে আজ রাজধানীর মতিঝিল, পল্টনসহ বেশ কিছু এলাকার মানি চেঞ্জার প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে কেন্দ্রীয় ব্যাংকের ১০টি দল।

অভিযান সম্পর্কে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম বুধবার বলেছিলেন, খোলাবাজারে এক ডলারের বিপরীতে দিতে হচ্ছে ১১২ থেকে ১১৪ টাকা, এমন খবর পাওয়ার পর বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে তদারকি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের ১০টি দল মানি চেঞ্জার হাউজগুলোতে তদারকি চালাবে। ডলার সংরক্ষণ ও লেনদেনের তথ্য সংগ্রহ করা হবে।

অভিযানকালে মতিঝিলের দিলকুশার সুগন্ধা মানি এক্সচেঞ্জ, দোহার মানি এক্সচেঞ্জ, জামান মানি এক্সচেঞ্জ ও ওয়েলকাম মানি এক্সচেঞ্জের ক্রয়-বিক্রয়ের কোনো রেজিস্টার পাওয়া যায়নি। বাংলাদেশ ব্যাংক এর আগে তাদের লাইসেন্স বাতিল করেছিল। কিন্তু উচ্চ আদালতে রিটের মাধ্যমে অনেক বছর ধরে ব্যবসা পরিচালনা করে যাচ্ছিল। নয়া পল্টনে অবস্থিত বিজয় মানি এক্সচেঞ্জে অবৈধভাবে রাখা বিদেশি মুদ্রা থাই বাথ পাওয়া গেছে।

পল্টনের ইস্টার্ন ইউনিয়ন মানি চেঞ্জিং ও ফয়েজ মানি এক্সচেঞ্জ লিমিটেডে পরিদর্শনকালে রেজিস্টারের তথ্যের সাথে কম্পিউটারে সংরক্ষিত তথ্যের অমিল পাওয়া গেছে; দিলকুশার বুড়িগঙ্গা মানি এক্সচেঞ্জ, মিসা মানি এক্সচেঞ্জ, পল্টনের দেওয়ান মানি এক্সচেঞ্জে বিদেশি মুদ্রা ও দেশীয় মুদ্রার হিসাবে পার্থক্য পাওয়া গেছে বলে সূত্র জানায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

স্মার্টফোনে ইন্টারনেট চলে যাচ্ছে? জেনে নিন গতি বাড়ানোর কৌশল!

দখিনের সময় ডেস্ক: অনেকেই মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার সময় হঠাৎ করেই দেখেন, নেটওয়ার্ক চলে গেছে। আশেপাশের অন্যরা নির্বিঘ্নে ইন্টারনেট ব্যবহার করতে পারলেও আপনার ফোনেই সমস্যা...

প্রতিদিন ৩-৪ লিটার পানি পান করলে কী হয়?

দখিনের সময় ডেস্ক: ওজন কমানো একটি চ্যালেঞ্জিং কাজ হতে পারে। কঠোর ডায়েট অনুসরণ করা, খাবারের প্রতি লোভ নিয়ন্ত্রণ করা, প্রতিদিন জিমে যাওয়া, কঠোর ওয়ার্কআউট করা...

ডিভোর্সের দুদিন পরই সুখবর দিলেন এ আর রহমান

দখিনের সময় ডেস্ক: নিন্দুকরা মনে করছে বাংলার মেয়ে গিটার বাদক মোহিনী দে-র জন্যই হয়ত সায়রাকে ছেড়েছেন ভারতের অস্কারজয়ী সংগীতশিল্পী ও সুরকার এ আর রহমানের। তবে...

যৌন পর্যটনের নতুন কেন্দ্র টোকিও, সেক্স ইন্ডাস্ট্রির জড়িত কিছু চক্র

দখিনের সময় ডেস্ক: যখন স্বর্ণযুগ ছিল, শহরটি অর্থনীতিতে ব্যাপক উন্নতি দেখেছে। এটি এখনো বিশ্বের অন্যতম বাসযোগ্য শহর হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। তবে আশঙ্কার বিষয়...

Recent Comments