Home আন্তর্জাতিক বান্ধবীর ফ্ল্যাট থেকে ৫০ কোটি রুপি উদ্ধার, মন্ত্রিত্ব হারালেন পার্থ চ্যাটার্জি

বান্ধবীর ফ্ল্যাট থেকে ৫০ কোটি রুপি উদ্ধার, মন্ত্রিত্ব হারালেন পার্থ চ্যাটার্জি

দখিনের সময় ডেস্ক:

ভারতের পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রীর পদ থেকে পার্থ চ্যাটার্জিকে সরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। একইসঙ্গে তৃণমূল কংগ্রেসের মহাসচিব, দলের মুখপাত্র ‘জাগো বাংলা’র সম্পাদক-সহ সব পদ থেকেও তাকে অপসারণের পাশাপাশি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দল থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

পার্থ চ্যাটার্জির বান্ধবী অর্পিতা মুখার্জির কলকাতার দুই ফ্ল্যাটে ইডির অভিযানে ৫০ কোটি রুপির বেশি উদ্ধারের পর ব্যাপক সমালোচনার মুখে বৃহস্পতিবার মমতা ব্যানার্জির মন্ত্রিসভা থেকে তাকে অপসারণ করা হলো পার্থ চ্যাটার্জিকে। জেরায় অর্পিতা জানিয়েছেন এসবই পার্থ চ্যাটার্জির অর্থ-সম্পদ। তার ফ্ল্যাটে রাখা হয়েছিল। এত অর্থ রাখা ছিল, তা তিনি জানতেন না। পার্থ চ্যাটার্জির কর্মীরা মাঝে-মধ্যেই এসে এসব রেখে যেতেন। যে ঘরে এসব অর্থ রাখা হতো সেখানে তার কোনো প্রবেশাধিকার ছিল না।

গত শুক্রবার পার্থ চ্যাটার্জির অভিনেত্রী বান্ধবী অর্পিতা মুখার্জির কলকাতার টালিগঞ্জের ফ্ল্যাটে অভিযান চালিয়ে ২১ কোটি ৯০ লাখ রুপি, ১ লাখ ডলার, দেড় কেজি স্বর্ণসহ ৯টি জমির দলিল উদ্ধার করে ইডি। পাশাপাশি পার্থ চ্যাটার্জিকে দীর্ঘ সময় জেরা করা হয়।

বিপুল অর্থ উদ্ধারের পর পার্থ চ্যাটার্জি এবং অর্পিতাকে গ্রেফতার করা হয়। আদালত তাদের ১০ দিনের ইডি হেফাজতে পাঠায়। সেখানে জেরায় আরো বিপুল সম্পদের অবস্হানের কথা জানা যায়। দ্বিতীয় দফায় সব মিলিয়ে ৩২ কোটি রুপিরও বেশি অর্থ, স্বর্ণ উদ্ধার ও বাজেয়াপ্ত করে ইডি। এরপরই তৃণমূল কংগ্রেস পার্থ চ্যাটার্জিকে সরকার ও দলের সব পদ থেকে সরানোর সিদ্ধান্ত নেয়।

গতকাল বৃহস্পতিবার নির্দেশিকা জারি করে পশ্চিমবঙ্গ সরকার পার্থ চ্যাটার্জিকে শিল্পমন্ত্রীর পদ থেকে অপসারণের সিদ্ধান্ত জানায়। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কলকাতায় এক সাংবাদিক বৈঠক করে শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পার্থ চ্যাটার্জিকে দলের মহাসচিবসহ সব পদ থেকে অপসারণের সিদ্ধান্তের কথা জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

গাড়িতে আসার বিষয়ে ব্যাখ্যা দিলেন রনোভাই

প্রায় দুই দশক আগে এসটিভি ইউএস নামে একটি টেলিভিশন আমেরিকা থেকে সম্প্রচারিত হতো। কিন্তু কার্যক্রম পরিচালিত হতো বাংলাদেশ থেকে। এতে মুখোমুখি নামে একটি টকশো...

মাছ ধরার সময় শ্বাসনালিতে বাইন মাছ

দখিনের সময় ডেস্ক: ঝুঁকিপূর্ণ দেখে তিন ঘণ্টার চেষ্টায় শ্বাসনালি কেটে বাইন মাছটি বের করা হয়। এরপর রোগী সুস্থ হলে ৭-৮ দিন পর তার শ্বাসনালিতে বসানো...

অধ্যক্ষের রুমে ঢুকে শিক্ষক পেটানো সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার

দখিনের সময় ডেস্ক: কলেজে অধ্যক্ষের রুমে ঢুকে শিক্ষক পেটানো ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। শিক্ষককে পেটানো বহিষ্কৃত এ ছাত্রলীগ নেতা হলেন মো. সাফাতুন নুর...

দুবাইয়ে বাংলাদেশিদের শত শত বাড়ি, কোনটির দাম তিনশ কোটি টাকারও বেশি

দখিনের সময় ডেস্ক: গত কয়েক বছরে দুবাইয়ের বিলাসবহুল এলাকা ছাড়াও বিভিন্ন এলাকায় বাংলাদেশিদের আবাসন সম্পদ কেনার বিষয়টি সেখানকার কমিউনিটিতে অনেকটা ‘ওপেন সিক্রেট’। মধ্যপ্রাচ্যের ধনী দেশ...

Recent Comments