• ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শিশুদের জন্য দেশে এলো ‘বিশেষ’ টিকা

দখিনের সময়
প্রকাশিত জুলাই ৩০, ২০২২, ১৮:৩৬ অপরাহ্ণ
শিশুদের জন্য দেশে এলো ‘বিশেষ’ টিকা
সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেস্ক:

আজ শনিবার(৩০ জুলাই) দেশে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য করোনাভাইরাসের ১৫ লাখের বেশি ডোজ টিকা এসেছে।  টিকাগুলো শিশুদের জন্য বিশেষভাবে তৈরি ফাইজার পেডিয়াট্রিক ডোজ।টিকাগুলো আগামী আগস্টে প্রয়োগ করা হবে বলে জানাগেছে।

ডা. মো. শামসুল হক আরও বলেন, স্কুলে দেওয়ার পর কমিউনিটিতে যেসব শিশু আছে, যারা স্কুলে আসে না; তাদের জন্য ক্যাম্পেইন করে টিকা দেওয়া হবে। বাংলাদেশে শিশুদের জন্য বিশেষভাবে তৈরি করা কোভিড টিকার এটাই প্রথম চালান। এই টিকা এসেছে কোভ্যাক্স থেকে।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর ২০২১ সালের ৮ ফেব্রুয়ারি সারাদেশে ষাটোর্ধ্বদের টিকা দেওয়া শুরু হয়। পর্যায়ক্রমে টিকা পাওয়ার নির্ধারিত বয়সসীমা কমিয়ে আনা হয় ১৮ বছরে। ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুল-কলেজের শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকার আওতায় আনা হয় গত বছর।