Home শীর্ষ খবর ছাত্রলীগ পেটানো পুলিশ কর্মকর্তা করতো ছাত্রদল: শম্ভু

ছাত্রলীগ পেটানো পুলিশ কর্মকর্তা করতো ছাত্রদল: শম্ভু

দখিনের সময় ডেস্ক:

বরগুনা-১ আসনের সংসদ সদস্য (এমপি) ও বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেছেন,  অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মহররম আলী ছাত্রদলের কর্মী ছিলেন। মঙ্গলবার(১৬আগস্ট) রাতে জেলা আওয়ামী লীগের এক পথসভায় এ মন্তব্য করেন ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।  তিনি বরেন, শুধু প্রত্যাহার করলেই আমরা সব ভুলে যাব না। আমরা মহররমের বরখাস্ত ও বিচার চাই।

শোক দিবসে এমপির সামনে ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর লাঠিচার্জের ঘটনায় বিক্ষোভ মিছিল করে জেলা আওয়ামী লীগ। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। সেখানে পথসভায় এএসপি মহররমের কুশপুতুল দাহ করা হয়। বিক্ষোভে এএসপি মহররমকে বরখাস্তের দাবি জানায় নেতাকর্মীরা। একই সময়ে জেলার উপজেলাগুলোতেও এএসপি মহররমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

পথসভায় ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন,  এই মহররম ছাত্রদলের কর্মী ছিলেন। তার বাবা-চাচা বিএনপির নেতা ছিলেন। তিনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের ছাত্রলীগ কর্মীদের পিটিয়েছেন। শুধু প্রত্যাহার করলেই আমরা সব ভুলে যাব না। আমরা মহররমের বরখাস্ত ও বিচার চাই।

এমপি শম্ভু আরও বলেন,  গতকালের ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। আমাদের ছেলেদের কোনো দোষ ছিল না। তবু তাদের নির্বিচারে পেটানো হয়েছে। মহররমের নেতৃত্বে এমন জঘন্য কাণ্ড ঘটিয়েছে পুলিশ। আমরা এ ঘটনায় জড়িতদের বিচার চাই। যারা এ ঘটনায় আহত হয়েছে, জেলা আওয়ামী লীগ তাদের চিকিৎসার সব ভার বহন করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই অগ্রযাত্রায় বাধা দিতেই কুচক্রীরা এ কাজ করেছে।

এ ঘটনায় আজ আলোচিত এএসপি মহররমকে প্রত্যাহার করে বরিশাল ডিআইজির কার্যালয়ে নেওয়া হয়। এরপর বিষয়টি খতিয়ে দেখতে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি, দেশকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে

দখিনের সময় ডেস্ক: সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশের পাহাড়ি এলাকাতেও বহুমুখী ষড়যন্ত্র থেমে...

দ্রুত প্রণয়ন করা হবে বিচারক নিয়োগ নীতিমালা: প্রধান বিচারপতি

দখিনের সময় ডেস্ক: প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে নীতিমালা দ্রুত প্রণয়ন করা হবে। একই সঙ্গে সুনির্দিষ্ট আইনও করা হবে বলে...

গায়েবি মামলার কালচার থেকে বেরিয়ে আসতে হবে: আসিফ নজরুল

দখিনের সময় ডেস্ক: অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিচার বিভাগ ব্যবহার করে মানুষকে হয়রানি করার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। বিগত...

ইসরায়েলে মশাবাহিত ‘ওয়েস্ট নাইল’ ভাইরাসে নিহত ৭০, আক্রান্ত ৯১৩

দখিনের সময় ডেস্ক: মধ্যপ্রাচ্যের দু’টি দেশ লেবানন ও ফিলিস্তিনে দাপিয়ে বেড়াচ্ছে ইসরায়েল। গাজায় যুদ্ধ শেষ করতে না করতেই, দেশটি নতুনভাবে লেবাননে যুদ্ধ শুরু করেছে। এদিকে, মশাবাহিত...

Recent Comments