দখিনের সময় ডেস্ক:
বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত খুলনা শিপইয়ার্ড লিমিটেড এবং বিএনএমটি ওয়ার্কশপ, চট্টগ্রামের জন্য একাধিক পদে চুক্তিভিত্তিক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই প্রতিষ্ঠানে ছয় ক্যাটাগরির পদে ১১ কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।
১. পদের নাম: সহকারী নৌ স্থপতি
পদসংখ্যা: ৩
যোগ্যতা ও অভিজ্ঞতা: পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি। স্বনামধন্য শিপইয়ার্ডে/ডকইয়ার্ডে/ডিজাইন হাউসে ডিজাইন/প্রোডাকশন/ ম্যাটেরিয়াল প্রকিউরমেন্ট/ প্রজেক্ট ম্যানেজমেন্ট–সংক্রান্ত কাজে অন্তত এক বছর চাকরির বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। শিপবিল্ডিং–সংক্রান্ত সফটওয়্যার যেমন অটোক্যাড, রাইনো, শিপ কনস্ট্রাকটরে পারদর্শী প্রার্থীদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: ২০২২ সালের ৩১ আগস্ট অনূর্ধ্ব ৩০ বছর
বেতন: ২০,৯০০–৩২,৫৪০ টাকা। সর্বসাকুল্যে বেতন ২৭,১২৫ টাকা (অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে অতিরিক্ত ইনক্রিমেন্ট প্রদানের সুযোগ আছে)।
২. পদের নাম: সহকারী প্রকৌশলী (যান্ত্রিক)
পদসংখ্যা: ২
যোগ্যতা ও অভিজ্ঞতা: পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে প্রকৌশলে (মেকানিক্যাল) চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি। যান্ত্রিক প্রকৌশল–সংক্রান্ত কাজে অন্তত এক বছর চাকরির বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। স্বনামধন্য শিপইয়ার্ডে/ ডকইয়ার্ডে ডিজাইন/ প্রোডাকশন/ ম্যাটেরিয়াল প্রকিউরমেন্ট/ শিপবিল্ডিং প্রজেক্ট ম্যানেজমেন্ট–সংক্রান্ত কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: ২০২২ সালের ৩১ আগস্ট অনূর্ধ্ব ৩০ বছর।
বেতন: ২০,৯০০-৩২,৫৪০ টাকা। সর্বসাকুল্যে বেতন ২৭,১২৫ টাকা (অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে অতিরিক্ত ইনক্রিমেন্টের সুযোগ আছে)।
৩. পদের নাম: সহকারী প্রকৌশলী (সিভিল)
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি। স্বীকৃত প্রতিষ্ঠানে সিভিল কনস্ট্রাকশন–সংক্রান্ত কাজে অন্তত এক বছর চাকরির বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। নদী তীর রক্ষা প্রকল্পসংক্রান্ত কাজ/ ড্রেজিং কাজ/ বেড়িবাঁধ রক্ষার কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: ২০২২ সালের ৩১ আগস্ট অনূর্ধ্ব ৩০ বছর
বেতন: ২০,৯০০-৩২,৫৪০ টাকা। সর্বসাকুল্যে বেতন ২৭,১২৫ টাকা (অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে অতিরিক্ত ইনক্রিমেন্টের সুযোগ আছে)।
৪. পদের নাম: হিসাবরক্ষণ কর্মকর্তা (বিএন, এমটি ওয়ার্কশপ, চট্টগ্রাম)
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চার বছরের অভিজ্ঞতাসহ স্নাতকোত্তর অথবা ছয় বছরের অভিজ্ঞতাসহ স্নাতক ডিগ্রি (হিসাববিজ্ঞান)। কম্পিউটার চালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং হিসাব বিভাগে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: ২০২২ সালের ৩১ আগস্ট অনূর্ধ্ব ৩০ বছর
বেতন: ২০,৯০০-৩২,৫৪০ টাকা। সর্বসাকুল্যে বেতন ২৭,১২৫ টাকা (অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে অতিরিক্ত ইনক্রিমেন্টের সুযোগ আছে)।
৫. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (শিপবিল্ডিং/মেরিন)
পদসংখ্যা: ৩
যোগ্যতা ও অভিজ্ঞতা: সরকারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট থেকে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন শিপবিল্ডিং/ মেরিন পাস। শিপবিল্ডিং কাজে ন্যূনতম তিন বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা কোনো স্বনামধন্য শিপইয়ার্ড/ ডকইয়ার্ডে ডিজাইন/ প্রোডাকশন ড্রইং প্রস্তুতের কাজে অন্তত তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। শিপবিল্ডিং–সংক্রান্ত সফটওয়্যার যেমন অটোক্যাড, রাইনো, শিপ কনস্ট্রাকটরে পারদর্শী প্রার্থীদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: ২০২২ সালের ৩১ আগস্ট অনূর্ধ্ব ৩০ বছর
বেতন: ১৫,২০০-২৩,৬৮০ টাকা। সর্বসাকুল্যে বেতন ২০,০০০ টাকা (অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে অতিরিক্ত ইনক্রিমেন্ট প্রদানের সুযোগ আছে)।
৬. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক)
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে চার বছর মেয়াদি মেকানিক্যাল বিষয়ে ডিপ্লোমা পাস। যান্ত্রিক প্রকৌশল কাজে ন্যূনতম তিন বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা কোনো স্বনামধন্য শিপইয়ার্ড/ ডকইয়ার্ডে ডিজাইন/ প্রোডাকশন/ ম্যাটেরিয়াল প্রকিউরমেন্ট–সংক্রান্ত কাজে অন্তত তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। শিপবিল্ডিং–সংক্রান্ত সফটওয়্যার অটোক্যাড, রাইনো, শিপ কনস্ট্রাকটরে পারদর্শী প্রার্থীদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: ২০২২ সালের ৩১ আগস্ট অনূর্ধ্ব ৩০ বছর
বেতন: ১৫,২০০-২৩,৬৮০ টাকা। সর্বসাকুল্যে বেতন ২০,০০০ টাকা (অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে অতিরিক্ত ইনক্রিমেন্ট প্রদানের সুযোগ আছে)।
সুযোগ–সুবিধা
খুশিলিতে চাকরিপ্রাপ্ত ব্যক্তিদের জন্য যোগ্যতা অনুযায়ী স্থায়ী হওয়ার সুযোগ। দেশ–বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা। উৎসব বোনাস, নববর্ষ ভাতাসহ অন্যান্য ভাতা। খুশিলির অভ্যন্তরে পারিবারিক আবাসনের সুব্যবস্থা আছে।
আবেদন যেভাবে
চাহিদাকৃত অভিজ্ঞতার যথাযথ সনদ ও প্রমাণক আবেদনপত্রের সঙ্গে দাখিল করতে হবে। এ ছাড়া আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করে ডাকযোগে পাঠাতে হবে।
আবেদন ফি
ব্যবস্থাপনা পরিচালক, খুলনা শিপইয়ার্ড লিমিটেড, খুলনার অনুকূলে ৩০০ টাকার ব্যাংক ড্রাফট করে রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ব্যবস্থাপনা পরিচালক, খুলনা শিপইয়ার্ড লিমিটেড, বাংলাদেশ নৌবাহিনী, খুলনা।
আবেদনের শেষ সময়: ৩১ আগস্ট ২০২২।