Home লাইফস্টাইল ফেলনা নয় কমলালেবুর খোসা

ফেলনা নয় কমলালেবুর খোসা

দখিনের সময় ডেস্ক:

সাইট্রাস পরিবারের অন্তর্গত ফল একমাত্র কমলালেবুরই চাহিদা বিশ্বজুড়ে সবচেয়ে। পৃথিবীতে সাইট্রাস ফল হিসাবে সবচেয়ে পরিমাণে খাওয়া ও ব্যবহার করা হয় কমলালেবু। আর খুব স্বাভাবিকভাবেই কমলালেবুর মধ্যে রয়েছে একাধিক স্বাস্থ্য উপকারিতা। এই ফল যেমন ওজন কমাতে সহায়ক, তেমনই শরীরে বৃদ্ধি করে রোগ প্রতিরোধের ক্ষমতা। তার সঙ্গে ত্বকের স্বাস্থ্যের ওপরও দারুণ প্রভাব ফেলে কমলালেবু।

যেমনটা সবাই জানি যে কমলালেবু ভিটামিন সি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ উদ্ভিজ্জ উপাদানে সমৃদ্ধ। কিন্তু আপনি কি জানেন কমলালেবুর খোসাতেও রয়েছে একাধিক ভিটামিন ও মিনারেল, যা একই ভাবে শরীরের ক্ষেত্রে অপরিহার্য। কমলালেবুর খোসার মধ্যে রয়েছে ফাইবার, ভিটামিন সি, ফোলেট, ভিটামিন বি-৬, ক্যালসিয়ামসহ একাধিক প্রয়োজনীয় পুষ্টি। কমলালেবুর খোসার মধ্যে প্রচুর পরিমাণে পলিফেনল রয়েছে, যা এক নয়, একাধিক রোগের বিরুদ্ধে কাজ করতে সহায়ক।

এছাড়াও কমলালেবুর খোসার মধ্যে রয়েছে অ্যান্টি ক্যান্সারিয়াস উপাদান। এর মধ্যে লাইমোনেনের উপস্থিতি রয়েছে যা এক প্রকার প্রাকৃতিক ভাবে তৈরি রাসায়নিক পদার্থ। এই পদার্থই ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। এমনকি কমলালেবুর খোসার মধ্যে এসেন্সিয়াল অয়েলও রয়েছে যা এক প্রকার অ্যান্টি-ইনফ্লেমটরি উপাদান। এই উপাদান ত্বকের স্বাস্থ্য বজায় রাখতে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। এখন প্রশ্ন উঠছে তাহলে কি কমলালেবুর খোসা খাওয়া ভাল? চলুন জানা যাক-
কমলালেবুর খোসার খাওয়ার আগে কয়েকটি বিষয় মাথায় রাখা দরকার। আপনি যদি এই উপাদানকে খাদ্যতালিকায় যুক্ত করতে চান, তাহলে ভাল দেখে কমলালেবু বেছে নিন। চেষ্টা করুন তাজা ও রসালো কমলালেবু বেছে নেওয়ার, বিশেষত যেগুলি জৈবিক উপায়ে উৎপাদন করা হয়। খাওয়ার আগে ভাল করে গরম পানিতে খোসাটি ধুয়ে নিন। কারণ খোসার গায়ে অনেক বিষাক্ত পর্দা‌থ থাকে। হাইজিন মেনে যদি না কমলালেবুর খোসা খান তাহলে প্রথমত হজমে সমস্যা হবে, উপরন্ত পেটের সমস্যা দেখা দিতে পারে।

ভাল করে ধুয়ে নিয়ে কমলালেবুর খোসাকে ছোট ছোট আকারে কেটে নিন। খোসার তিক্তভাবে এড়ানোর জন্য আপনি একে আপনার পছন্দ মত স্যালাদ বা স্যান্ডউইচের সঙ্গে খেতে পারেন। তবে সবচেয়ে ভাল হয় যদি আপনি রান্না করে কমলালেবুর খোসা খান। এর তিক্তভাবও দূর হয়ে যাবে এবং পুষ্টিও বজায় থাকবে। আপনি যদি কমলালেবু পছন্দ করেন এবং স্বাস্থ্য সম্পর্কে সচেতন হন তাহলে খেয়ে দেখতে পারেন কমলালেবুর খোসা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

এক-তৃতীয়াংশ ইহুদি-আমেরিকান কিশোর হামাসের প্রতি সহানুভূতিশীল

দখিনের সময় ডেস্ক: এক-তৃতীয়াংশের বেশি আমেরিকান-ইহুদি কিশোর (১৪ থেকে ১৮ বছর বয়সী) 'আমি হামাসের সাথে সহানুভূতিসম্পন্ন'- এমন বক্তব্যের সাথে একমত। ইসরাইলের একটি মন্ত্রণালয়ের পক্ষ থেকে...

প্রতিদিন কলা খাওয়ার উপকার

দখিনের সময় ডেস্ক: প্রতিদিন কলা খেলে মেলে অনেক উপকার। কলায় থাকে প্রয়োজনীয় অনেক ভিটামিন। যে কারণে চিকিৎসকেরা নিয়মিত কলা খাওয়ার পরামর্শ দেন। প্রতিদিন অন্তত দুটি...

মোহিনীর প্রেমের এআর রহমানের বিচ্ছেদ, যা বলছেন পুত্র

দখিনের সময় ডেস্ক: ব্যক্তিজীবন নিয়ে সংবাদের শিরোনামে এআর রহমান। সায়রা বানুর সঙ্গে দীর্ঘ ২৯ বছরের দাম্পত্যের অবসান। বুধবার রাতে রহমানের স্ত্রী সায়রার আইনজীবী এই খবর...

স্মার্টফোনে ইন্টারনেট চলে যাচ্ছে? জেনে নিন গতি বাড়ানোর কৌশল!

দখিনের সময় ডেস্ক: অনেকেই মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার সময় হঠাৎ করেই দেখেন, নেটওয়ার্ক চলে গেছে। আশেপাশের অন্যরা নির্বিঘ্নে ইন্টারনেট ব্যবহার করতে পারলেও আপনার ফোনেই সমস্যা...

Recent Comments