Home Uncategorized পয়েন্ট টেবিলে সেরা দুইয়ে বাংলাদেশ, ধারে কাছেও নেই ভারত-অস্ট্রেলিয়া

পয়েন্ট টেবিলে সেরা দুইয়ে বাংলাদেশ, ধারে কাছেও নেই ভারত-অস্ট্রেলিয়া

দখিনের সময় ডেস্ক

আইসিসি ওয়ানডে বিশ্বকাপের সুপার লিগের পয়েন্ট টেবিলের তালিকায় বাংলাদেশ দলের ধারে কাছেও নেই ক্রিকেটের অন্যতম সেরা পরাশক্তি অস্ট্রেলিয়া ও ভারত। সুপার লিগের পয়েন্টে টেবিলে ইংল্যান্ডের পরেই আছে বাংলাদেশ। ১৮ ম্যাচে ১২০ পয়েন্ট নিয়ে শীর্ষ দুইয়ে অবস্থান টাইগারদের। মাত্র ৫ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে ইংল্যান্ড।

বাংলাদেশের মতো ১৮ ম্যাচে অংশ নিয়ে ১২০ পয়েন্ট নিয়ে ভগ্নাংশের হিসেবে পিছিয়ে থেকে তৃতীয় পজিশনে রয়েছে পাকিস্তান ১২ ম্যাচে ১১০ পয়েন্ট নিয়ে চতুর্থ পজিশনে নিউজিল্যান্ড। ১৫ ম্যাচে ১০৯ পয়েন্ট নিয়ে পঞ্চম পজিশনে আছে ২০২৩ বিশ্বকাপের আয়োজক ভারত। ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম পজিশনে যথাক্রমে আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড ও শ্রীলংকা। তার ঠিক পরেই অবস্থান দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডসের। ২০২৩ সালের অক্টোবর-নভেম্বরে ১০টি দল নিয়ে ভারতে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। স্বাগতিক হিসেবে ভারত সরাসরি মূলপর্বে খেলবে। সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ৭ দল মূলপর্বে খেলার সুযোগ পাবে।

২০২৩ সালের ১৮ জুন জিম্বাবুয়েতে বাছাই পর্বের খেলা শুরু হয়ে ৯ জুলাই শেষ হবে। ২১ দিনের বাছাই পর্ব শেষে চুড়ান্ত হবে কোন তিনটি দল বিশ্বকাপের মূলপর্বে খেলবে।

এর আগে ২০১৯ সালের বিশ্বকাপে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে থাকা শীর্ষ ৮ দল সরাসরি অংশ নিয়েছিলো বিশ্বকাপে আর বাকি দুই দল এসেছিলো বাছাই পর্বের বাধা টপকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

উপজেলা নির্বাচনের ২৬ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

দখিনের সময় ডেস্ক: উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনে সাতজন চেয়ারম্যান, নয়জন ভাইস চেয়ারম্যান এবং ১০ জন মহিলা ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। এই সংখ্যা...

বাউফলে পুলিশ সদস্যর মৃত্যু

নয়ন সিকদার, বাউফল থেকে: পটুয়াখালীর বাউফলে হার্ট অ্যাটাকে মো. শাহআলম খান (৫৮) নামের এক পুলিশ সদস্যর মৃত্যু হয়েছে। তিনি রাজধাণীর গুলশানে পুলিশের গোয়েন্দা শাখায় কর্মরত...

কাদের ভাই বলতেন, এখনো সময় হয় নাই

বলা প্রয়োজন, ওবায়দুল কাদেরের প্রতি প্রধানমন্ত্রীর বিশ্বাসের ভিত্তি নিশ্চয়ই একদিনে সৃষ্টি হয়নি। এ প্রসঙ্গে ওয়ান ইলেভেনের সেই সময়কার পরিস্থিতিতে ওবায়দুল কাদেরের ভূমিকা অনেকেরই স্মরণে...

বেনজীর ও তাঁর পরিবারের দুর্নীতি তদন্তে দুদকের কমিটি গঠন

দখিনের সময় ডেস্ক: পুলিশের সাবেক মহাপরিচালক (আইজিপি) বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের দুর্নীতি তদন্তে কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর আগে, পুলিশের সাবেক...

Recent Comments