Home রাজনীতি আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসেছিল বিএনপি: আব্দুর রহমান

আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসেছিল বিএনপি: আব্দুর রহমান

দখিনের সময় ডেস্ক:

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেছেন, বিএনপি কখনই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারেনি। ১৯৯১ সালে আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে তারা ক্ষমতায় এসেছিল। একই ষড়যন্ত্রের মাধ্যমে ফের ক্ষমতায় আসে ২০০১ সালে।

আজ শুক্রবার(২৬ আগস্ট) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও ১৫ আগস্টে নিহত শহীদদের স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আব্দুর রহমান।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেন, বিএনপি আগামী নির্বাচন নিয়ে অনেক কথাবার্তা বলছে। তারা নাকি তত্ত্বাবধায়ক ও নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচনে আসবে না। আমরা বলতে চাই, বাংলাদেশে নির্বাচন হবে কমিশনের অধীনে। এর বাহিরে কোনো সুযোগ নেই।  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর আওয়ামী লীগের নেতাকর্মীরা সীমাহীন নির্যাতনের শিকার হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ১৫ আগস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্যাতন করা হয়েছে। মোহাম্মদ নাসিমসহ অনেক সিনিয়র নেতাদের নির্যাতন করা হয়েছে।

মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মো. মেহেদী হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জুবায়ের আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দীন নাসিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, নজরুল ইসলাম বাবু এমপি, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি, সাধারণ সম্পাদক  মো. হুমায়ুন কবির, ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

প্রতিদিন খেজুর খাবেন যে কারণে

দখিনের সময় ডেস্ক: আপনার কি রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য সুস্বাদু কোনো খাবার প্রয়োজন এবং সেইসঙ্গে অতিরিক্ত ওজন কমাতে চাইছেন? এক্ষেত্রে সবচেয়ে ভালো হতে পারে খেজুর।...

পরীমণি প্রথম স্বামীর পরদিন মারাগেলো প্রথম পরিচালক

দখিনের সময় ডেস্ক: লাইফ সাপোর্টে থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এর পরিচালক শাহ আলম মণ্ডল।  গুলশানের...

বাউফলে ইউএনও’র বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি পটুয়াখালীর বাউফলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর বিরুদ্ধে অনিয়ম,দুনীতি ও অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈশোম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল...

নিজের চেয়ার ঠিক রাখতেই ব্যস্ত পুলিশ কর্মকর্তারা

দখিনের সময় ডেস্ক: জুলাই ২৪-এর আন্দোলনে গণহত্যার জন্য একক বাহিনী হিসেবে পুলিশকে দায়ী করা হয়। মানুষের ক্ষোভের আগুনে পুড়েছে বাহিনীটির শতশত থানা, যানবাহন। জীবন গেছে...

Recent Comments