Home আন্তর্জাতিক চীনা সেনাদের সঙ্গে সামরিক মহড়ায় হাজির পুতিন

চীনা সেনাদের সঙ্গে সামরিক মহড়ায় হাজির পুতিন

দখিনের সময় ডেস্ক

চীনের সেনা বাহিনী এবং আরও বেশ কয়েকটি মিত্র দেশ নিয়ে আয়োজিত বড় আকারের সামরিক মহড়ায় অংশ নিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ মঙ্গলবার (৬ সেপ্টেম্বর)  ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বিষয়টি নিশ্চিত করেছেন।

কাতারভিত্তিক এই সংবাদমাধ্যমটি জানায়, গত ১ সেপ্টেম্বর ‘ভস্তোক’ (পূর্ব) নামে বড় আকারের সামরিক মহড়া শুরু করে রাশিয়া। এই মহড়ায় চীন ছাড়াও অংশ নিয়েছে ভারত, লাওস, মঙ্গোলিয়া, নিকারাগুয়া এবং সিরিয়ার সেনারা।

ক্রেমলিন জানিয়েছে, আজ প্রেসিডেন্ট পুতিন সার্গেভস্কি সামরিক রেঞ্জে প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এবং সামরিক প্রধান ভ্যালেরি গেরাসিমভের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সেখানেই প্রত্যক্ষ করেন সামরিক মহড়ার চূড়ান্ত পর্যায়।

জেনারেল গেরাসিমভ ব্যক্তিগতভাবে এই মহড়ার তত্ত্বাবধান করেছেন। আগামীকাল বুধবার শেষ হবে রাশিয়ার এই মহড়া। এতে ৫০ হাজার সেনা ছাড়াও ৫ হাজার ইউনিট সামরিক সরঞ্জাম, ১৪০টি যুদ্ধবিমান এবং ৬০টি যুদ্ধজাহাজ রয়েছে।

রাশিয়া ও চীন এমন এক সময় যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়েছে যখন ইউক্রেন ও তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে উভয়ের চরম উত্তেজনা বিরাজ করছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনে যুদ্ধে থাকা সত্ত্বেও রাশিয়া এখনও বিশাল সেনা সমাবেশের সক্ষমতা রাখে সেটা প্রদর্শনের জন্যই মস্কোর এই মহড়া।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র গত সপ্তাহে বলেছিলেন, মহড়ায় অংশগ্রহণকারী দেশগুলোর সামরিক বাহিনীর মধ্যে কৌশলগত সহযোগিতা আরও গভীর করা, বিভিন্ন নিরাপত্তা হুমকিতে যৌথভাবে সাড়া দেওয়ার সক্ষমতা বাড়ানোর লক্ষ্য রয়েছে চীনের। সর্বশেষ ২০১৮ সালে একই ধরনের মহড়া অনুষ্ঠিত হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শিবিরের ঢাবি শাখার পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা শিগগিরই: শিবির সভাপতি

দখিনের সময় ডেস্ক ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, দু-একদিনের মধ্যে সেক্রেটারিসহ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। গতকাল শনিবার রাতে গণমাধ্যমকে...

সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান গ্রেপ্তার

দখিনের সময় ডেস্ক সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরীকে রাজধানীর আদাবর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। আজ রবিবার রাজধানীর...

শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

দখিনের সময় ডেস্ক: কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপে বাড়ির সামনে থেকে তাহমিনা আক্তারের (৭) নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) রাত...

স্ত্রীকে কুপিয়ে হত্যা, থানায় এসে স্বামীর আত্মসমর্পণ

দখিনের সময় ডেস্ক: রাজধানীর পল্লবীতে শামসুন্নাহার (৫২) নামের এক নারীকে নিজ হাতে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন তার স্বামী। ঘাতক স্বামীর নাম মোখলেছুর রহমান (৫২)।...

Recent Comments