Home নির্বাচিত খবর শ্রাবন্তী তখন আর এখন, কমিয়েছেন,  ৪৩ কেজি ওজন

শ্রাবন্তী তখন আর এখন, কমিয়েছেন,  ৪৩ কেজি ওজন

দখিনের সময় ডেস্ক:

একসময়ের জনপ্রিয় তারকা ইপসিতা শবনম শ্রাবন্তীকে এখন হঠাৎ দেখলে চেনা দায়! বেঢপ থেকে অকল্পনীয় স্লিম হছেন, দেখতে হয়েছেন অনেক সুন্দর । তবে এ জন্য তাকে করতে হয়েছে অনেক পরিশ্রম। তিনি ঝরিয়েছেন ৪৩ কেজি ওজন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের একটি ছবি পোস্ট করে শ্রাবন্তী লিখেছেন, ‘আগে ওজন ছিল ১১০ কেজি। এখন ৬৭ কেজি।’ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে পোস্টটি করেছেন শ্রাবন্তী। তার নতুন ছবিটি দেখে অনেকে ভেবেছেন, আবার হয়তো পর্দায় ফেরার জন্য এই পরিবর্তন। কিন্তু সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন তিনি।

ওই পোস্টে শ্রাবন্তী আরও লেখেন, কিছু কিছু আপা -ভাইয়াদের ধারণা, আমি আবার নতুন করে অভিনয় শুরু করতে যাচ্ছি। দুঃখিত, সেটা সত্যি নয়। তাই শন্ত হোন। আলহামদুলিল্লাহ, আমি আমার দুই মেয়েকে নিয়ে ভালো আছি। আমার জন্য দোয়া করবেন।

শ্রাবন্তীর এই পোস্টটি পছন্দ করেছেন কয়েক হাজার মানুষ। মন্তব্যও জমা হয়েছে হাজার খানেক। মন্তব্যে অনেকে শ্রাবন্তীর ডায়েট চার্ট সম্পর্কে জানতে চান। উত্তরে আবদুল্লাহ আল সিয়াম নামে এক ব্যক্তির ফেসবুক আইডির লিংক জুড়ে দিয়ে শ্রাবন্তী লিখেছেন, উনার কাছে শুনুন। উনার ডায়েট চার্ট অনুসরণ করে আমি ওজন কমিয়েছি।

 উল্লেখ্য, ‘রং নম্বর’ ও ‘ব্যাচেলর’ সিনেমায় অভিনয় করে সাড়া ফেলেছিলেন শ্রাবন্তী। ২০১০ সালে যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ও এনটিভির সাবেক মহাব্যবস্থাপক মোহাম্মদ খোরশেদ আলমকে বিয়ে করেন তখন তার ক্যারিয়ার তুঙ্গে। ২০১১ সালে জন্ম নেয় তাদের প্রথম সন্তান রাবিয়াহ। ২০১৫ সালে জন্ম হয় ছোট মেয়ে আরিশার, যদিও ২০১৮ সালে এ জুটির বিচ্ছেদ হয়ে যায়।

এরপর দুই মেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ী হয়েছেন শ্রাবন্তী। মাঝে ওয়ালমার্টে কাজ নিয়েছিলেন। ভালো না লাগায় তা ছেড়ে দেন। পরে মেডিকেল সহকারীর স্বল্পমেয়াদী একটি কোর্স করেছেন। এখন দুই মেয়ে নিয়ে স্বাচ্ছন্দ্যে আছেন শ্রাবন্তী। আবার বিয়ে করার কোনো পরিকল্পনা নেই বলে গত বছর সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শিবিরের ঢাবি শাখার পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা শিগগিরই: শিবির সভাপতি

দখিনের সময় ডেস্ক ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, দু-একদিনের মধ্যে সেক্রেটারিসহ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। গতকাল শনিবার রাতে গণমাধ্যমকে...

সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান গ্রেপ্তার

দখিনের সময় ডেস্ক সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরীকে রাজধানীর আদাবর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। আজ রবিবার রাজধানীর...

শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

দখিনের সময় ডেস্ক: কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপে বাড়ির সামনে থেকে তাহমিনা আক্তারের (৭) নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) রাত...

স্ত্রীকে কুপিয়ে হত্যা, থানায় এসে স্বামীর আত্মসমর্পণ

দখিনের সময় ডেস্ক: রাজধানীর পল্লবীতে শামসুন্নাহার (৫২) নামের এক নারীকে নিজ হাতে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন তার স্বামী। ঘাতক স্বামীর নাম মোখলেছুর রহমান (৫২)।...

Recent Comments