Home নির্বাচিত খবর সেইন্ট-বাংলাদেশ’র প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

সেইন্ট-বাংলাদেশ’র প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

বেসরকারী উন্নয়ন সংস্থা সেইন্ট-বাংলাদেশ’র বাস্তবায়নে দুটি প্রকল্প অবহিতকরণ সভা সোমবার(১ মার্চ) সকালে সেইন্ট-বাংলাদেশ’র প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এডুকো ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র আর্থিক সহায়তায় প্রকল্প দুটি হচ্ছে বরিশাল জেলার সদর উপজেলায় বিশটি  মাধ্যমিক বিদ্যালয়ে ‘কৈশোর ও যুব বিকাশের মাধ্যমে সামাজিক রূপান্তর’ এবং ‘বিদ্যালয় সুরক্ষা উদ্যোগের মাধ্যমে দুর্যোগে জনগোষ্ঠীর সহনশীলতা শক্তিশালীকরণ’।

প্রকল্প অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মো: মুনিবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক, বীর প্রতীক, জেলা ত্রাণ ও পূর্নবাসান কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, বরিশাল উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমান সন্যামত, বরিশাল সদর এবং এডুকো ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রতিনিধি  কাজী আব্দুল কাদীর, ডিআরএম, সিসি ও ইআর, ঢাকা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল সদর উপজেলার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিথীকা সরকার। সভা পরিচালনায় ছিলেন সেইন্ট-বাংলাদেশের ম্যানেজার-এমএন্ডই মিয়া মুজিবর রহমান ও সহযোগিতায় প্রোগ্রাম অফিসার রিপন কুমার দাস, টেকনিক্যাল অফিসার গাজী আব্দুল্লাহ আল মাহমুদ, প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মুনিবুর রহমান কিশোর-কিশোর ও যুবদের আত্মরক্ষা ও সু-রক্ষায় বাস্তব সম্মত কার্যক্রম গ্রহণ করার জন্য নানান সুপারিশ তুলে ধরেন। তিনি পরিবেশ রক্ষা ও দূর্যোগের ঝুঁকি হ্রাস কল্পে দুর্যোগ সহনশীল গাছ লাগানো এবং বিদ্যালয়ে ও কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধির জন্য শিক্ষকগণ ও সংশ্লিষ্ঠ সকলকে কাজ করার অনুরোধ করেন।

সভার শুরুতে সেইন্ট-বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির স্বাগত বক্তব্যে বরিশাল সদর উপজেলার ১০টি ইউনিয়নের ১৭টি মাধ্যমিক বিদ্যালয় ও বিসিসির ৩টি মাধ্যমিক বিদ্যালয় থেকে আগত শিক্ষক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যগণসহ উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। সভায় সেইন্ট-বাংলাদেশ সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন চীফ কো-অর্ডিনেটর আহসান মুরাদ চৌধুরী এবং প্রকল্প সর্ম্পকে বিস্তারিত উপস্থাপন করেন প্রোগ্রাম কো-অর্ডিনের মো: মোহসীন হোসাইন রনি। উপস্থাপনায় প্রকল্পের উদ্দেশ্য, ফলাফল, কর্মসূচি, কর্ম-এলাকা, উপকারভোগী, স্টেকহোল্ডার, বাজেট ইত্যাদি বিষয়ে তুলে ধরেন। এই উপস্থাপনার আলোকে উপস্থিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ এবং অন্যান্য অংশগ্রহণকারী তাদের মতামত ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান

দখিনের সময় ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবিগঞ্জে মানহানির একটি মামলা থেকে খালাস পেয়েছেন । বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল আলীম...

সাবেক ছাত্রলীগ নেতাকে হত্যা: ৮ শিক্ষার্থী বহিষ্কার

দখিনের সময় ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যা করার ঘটনায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের আটজন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। সাময়িক...

বাউফলে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বাউফল প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে কালাইয়া-বাউফল ও বরিশাল সড়ক অবরোধ করেছেন কয়েকশ বিক্ষুব্ধ শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে দুপুর ১ পর্যন্ত দুই ঘন্টা দাশপাড়া...

Recent Comments