Home নির্বাচিত খবর সেইন্ট-বাংলাদেশ’র প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

সেইন্ট-বাংলাদেশ’র প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

বেসরকারী উন্নয়ন সংস্থা সেইন্ট-বাংলাদেশ’র বাস্তবায়নে দুটি প্রকল্প অবহিতকরণ সভা সোমবার(১ মার্চ) সকালে সেইন্ট-বাংলাদেশ’র প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এডুকো ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র আর্থিক সহায়তায় প্রকল্প দুটি হচ্ছে বরিশাল জেলার সদর উপজেলায় বিশটি  মাধ্যমিক বিদ্যালয়ে ‘কৈশোর ও যুব বিকাশের মাধ্যমে সামাজিক রূপান্তর’ এবং ‘বিদ্যালয় সুরক্ষা উদ্যোগের মাধ্যমে দুর্যোগে জনগোষ্ঠীর সহনশীলতা শক্তিশালীকরণ’।

প্রকল্প অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মো: মুনিবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক, বীর প্রতীক, জেলা ত্রাণ ও পূর্নবাসান কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, বরিশাল উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমান সন্যামত, বরিশাল সদর এবং এডুকো ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রতিনিধি  কাজী আব্দুল কাদীর, ডিআরএম, সিসি ও ইআর, ঢাকা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল সদর উপজেলার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিথীকা সরকার। সভা পরিচালনায় ছিলেন সেইন্ট-বাংলাদেশের ম্যানেজার-এমএন্ডই মিয়া মুজিবর রহমান ও সহযোগিতায় প্রোগ্রাম অফিসার রিপন কুমার দাস, টেকনিক্যাল অফিসার গাজী আব্দুল্লাহ আল মাহমুদ, প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মুনিবুর রহমান কিশোর-কিশোর ও যুবদের আত্মরক্ষা ও সু-রক্ষায় বাস্তব সম্মত কার্যক্রম গ্রহণ করার জন্য নানান সুপারিশ তুলে ধরেন। তিনি পরিবেশ রক্ষা ও দূর্যোগের ঝুঁকি হ্রাস কল্পে দুর্যোগ সহনশীল গাছ লাগানো এবং বিদ্যালয়ে ও কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধির জন্য শিক্ষকগণ ও সংশ্লিষ্ঠ সকলকে কাজ করার অনুরোধ করেন।

সভার শুরুতে সেইন্ট-বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির স্বাগত বক্তব্যে বরিশাল সদর উপজেলার ১০টি ইউনিয়নের ১৭টি মাধ্যমিক বিদ্যালয় ও বিসিসির ৩টি মাধ্যমিক বিদ্যালয় থেকে আগত শিক্ষক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যগণসহ উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। সভায় সেইন্ট-বাংলাদেশ সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন চীফ কো-অর্ডিনেটর আহসান মুরাদ চৌধুরী এবং প্রকল্প সর্ম্পকে বিস্তারিত উপস্থাপন করেন প্রোগ্রাম কো-অর্ডিনের মো: মোহসীন হোসাইন রনি। উপস্থাপনায় প্রকল্পের উদ্দেশ্য, ফলাফল, কর্মসূচি, কর্ম-এলাকা, উপকারভোগী, স্টেকহোল্ডার, বাজেট ইত্যাদি বিষয়ে তুলে ধরেন। এই উপস্থাপনার আলোকে উপস্থিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ এবং অন্যান্য অংশগ্রহণকারী তাদের মতামত ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

টিকটকে নিরাপদ রাখবে যে ১০ ফিচার

দখিনের সময় ডেস্ক: ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে টিকটক। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে যৌথভাবে কাজ শুরু করেছে টিকটক। যেখানে ‘ফিডস’ নেটওয়ার্কের...

প্রতিদিন খেজুর খাবেন যে কারণে

দখিনের সময় ডেস্ক: আপনার কি রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য সুস্বাদু কোনো খাবার প্রয়োজন এবং সেইসঙ্গে অতিরিক্ত ওজন কমাতে চাইছেন? এক্ষেত্রে সবচেয়ে ভালো হতে পারে খেজুর।...

পরীমণি প্রথম স্বামীর পরদিন মারাগেলো প্রথম পরিচালক

দখিনের সময় ডেস্ক: লাইফ সাপোর্টে থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এর পরিচালক শাহ আলম মণ্ডল।  গুলশানের...

বাউফলে ইউএনও’র বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি পটুয়াখালীর বাউফলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর বিরুদ্ধে অনিয়ম,দুনীতি ও অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈশোম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল...

Recent Comments