Home প্রযুক্তি লেজার রশ্মিতে চার্জ হবে স্মার্টফোন

লেজার রশ্মিতে চার্জ হবে স্মার্টফোন

দখিনের সময় ডেস্ক:

তারহীন চার্জের নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছেন দক্ষিণ কোরিয়ার সেজং বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। সম্প্রতি তাঁরা ইনফ্রারেড লেজার রশ্মি (লাইট) ব্যবহার করে ৯৮ ফুট (৩০ মিটার) দূরত্ব পর্যন্ত তারহীন উপায়ে যন্ত্র চার্জ করতে সক্ষম হয়েছেন। এ প্রযুক্তি ব্যবহার করে ভবিষ্যতে মুঠোফোন ও বিভিন্ন স্মার্টযন্ত্র চার্জ দেওয়া যাবে।

গবেষকেরা বলছেন, তাঁদের উদ্ভাবিত ইনফ্রারেড লেজার-পদ্ধতিতে ৪০০ মেগাওয়াট আলোকশক্তি ৩০ মিটার দূরত্ব পর্যন্ত পৌঁছানো গেছে। এই আলোকশক্তি ছোট ছোট সেন্সরে চার্জ করার জন্য যথেষ্ট। গবেষকেরা পরীক্ষার সময় আলোকশক্তিকে বিদ্যুৎশক্তিতে রূপান্তর করেন। পরবর্তীকালে এ প্রযুক্তির উন্নয়ন করে মুঠোফোনেও ব্যবহার করা যাবে।

অবশ্য লেজার রশ্মির ব্যবহার নিয়ে অনেকেরই উদ্বেগ রয়েছে। গবেষকেরা আশ্বস্ত করে বলছেন, তাঁদের উদ্ভাবিত প্রযুক্তি সম্পূর্ণ নিরাপদ। এ ছাড়া এই লেজার যখন ব্যবহার করা হয় না, তখন কম শক্তির মোডে রাখা যায়। কারিগরি ভাষায় একে বলা হয়, ‘ডিসট্রিবিউটেড লেজার চার্জিং’।

সেজং বিশ্ববিদ্যালয়ের গবেষক জিনইয়ং হা বলেন, ‘বর্তমানে অধিকাংশ তারহীন পদ্ধতির ক্ষেত্রে চার্জগ্রহীতা যন্ত্রকে বিশেষ যন্ত্রে বসিয়ে রাখতে বা কোনো স্থানে স্থিরভাবে রেখে দিতে হয়। কিন্তু ডিসট্রিবিউটেড লেজার চার্জিং প্রযুক্তিতে চার্জ পাঠানোর যন্ত্র বা ট্রান্সমিটার ও চার্জ গ্রহণের রিসিভার নিজেই চার্জ নেওয়ার জন্য দিক ঠিক করে নেয়। অর্থাৎ ট্রান্সমিটার ও রিসিভার একই রেখায় থাকলে স্বয়ংক্রিয়ভাবে চার্জ হতে থাকবে।

লেজারের তরঙ্গদৈর্ঘ্য ১ হাজার ৫৫০ ন্যানোমিটার। এর অর্থ, এটি মানুষের চোখ বা ত্বকের কোনো ক্ষতি করে না। তবে এ বিষয়ে গবেষণা এখনো নতুন। গবেষকেরা আশা করছেন, আরও গবেষণার মাধ্যমে চার্জিং সমস্যার সমাধান আনতে সক্ষম হবেন তাঁরা।
সূত্র: ইন্ডিয়াটাইমসডটকম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

কাদের ভাই বলতেন, এখনো সময় হয় নাই

বলা প্রয়োজন, ওবায়দুল কাদেরের প্রতি প্রধানমন্ত্রীর বিশ্বাসের ভিত্তি নিশ্চয়ই একদিনে সৃষ্টি হয়নি। এ প্রসঙ্গে ওয়ান ইলেভেনের সেই সময়কার পরিস্থিতিতে ওবায়দুল কাদেরের ভূমিকা অনেকেরই স্মরণে...

বেনজীর ও তাঁর পরিবারের দুর্নীতি তদন্তে দুদকের কমিটি গঠন

দখিনের সময় ডেস্ক: পুলিশের সাবেক মহাপরিচালক (আইজিপি) বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের দুর্নীতি তদন্তে কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর আগে, পুলিশের সাবেক...

৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

দখিনের সময় ডেস্ক: সারা দেশে সতর্কতামূলক হিট অ্যালার্ট অবস্থার মধ্যেই দেশের ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার পূর্বাভাস...

হাইকোর্টে আবারও জামিন আবেদন সেই মিন্নির

দখিনের সময় ডেস্ক: হাইকোর্টে আবারও জামিন আবেদন করেছেন বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আয়শা সিদ্দিকা মিন্নি। রবিবার(২১ ‍এপ্রিল) বিচারপতি মো. রুহুল কুদ্দুসের...

Recent Comments