Home অন্যান্য অপরাধ ও দূর্নীতি বরিশালের আতঙ্ক ‘বিবিকিউ টিভির’ দুই অ্যাডমিন রিমান্ডে

বরিশালের আতঙ্ক ‘বিবিকিউ টিভির’ দুই অ্যাডমিন রিমান্ডে

দখিনের সময় ডেস্ক:

বন্ধু অথবা প্রেমিক-প্রেমিকার সঙ্গে কিংবা স্বজনদের সঙ্গে দর্শনীয় স্থানে বেড়াতে গেলে গোপনে ছবি তুলে রাখা হতো। সেই ছবিগুলো ‘বরিশাল বিবিকিউ’ ও ‘বিবিকিউ টিভি’ নামে দুটি ফেসবুক পেজ থেকে অশালীন ক্যাপশন জুড়ে দিয়ে পোস্ট করা হতো।

যাদের ছবি পোস্ট করা হতো তাদের সঙ্গে যোগাযোগ করে বিভিন্ন অংকের চাঁদা নিয়ে পরে ডিলিট করে দেওয়া হতো ছবি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এভাবে জিম্মি করে চাঁদাবাজির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- কাওছার খলিফা ও মাশরাফি হোসেন। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নগরীর কোতোয়ালি মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ছগির হোসেন জানান, মারুফা বেগম নামে এক নারীর দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইন ও চাঁদাবাজি মামলায় তাদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হলে তারা পেজ দুটির অ্যাডমিন বলে স্বীকার করেন। এছাড়া ওই পেজ চালানোর প্রমাণ পেয়েছে পুলিশ। পেজ চালানোর ইলেকট্রনিক্স সরঞ্জাম ইতোমধ্যে জব্দ করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, এখন পর্যন্ত তারা পেজ দুটির অ্যাডমিন বলে স্বীকার করেছেন। তাদের সঙ্গে আরও যারা জড়িত, তাদের পরিচয় এখনই প্রকাশ করা হচ্ছে না। পুরো তদন্ত শেষ হলে বিষয়টি জানানো হবে। তিনি বলেন, গ্রেপ্তারকৃত কাওছার খলিফার বাড়ি বরগুনার তালতলী উপজেলায় এবং মাশরাফি হোসেন বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার বাসিন্দা। তাদের একজন বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে এবং অপরজন ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র। রিমান্ডে আরও চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, ‘বরিশাল বিবিকিউ’ ও ‘বিবিকিউ টিভি’ নামে পেজ দুটির বিরুদ্ধে মানুষকে জিম্মি করার কমপক্ষে ২০টি লিখিত অভিযোগ রয়েছে কোতোয়ালি মডেল থানায়। দীর্ঘদিন চেষ্টা চালালেও কোনো কূলকিনারা পাচ্ছিল না পুলিশ। এক সময় সবার কাছে আতঙ্কে রূপ নেয় পেজ দুটি। তবে চার মাসের অধিক ধারাবাহিক অভিযানে সর্বশেষ সোমবার (১৯ সেপ্টেম্বর) সফলতা পায় পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

জয়নুল আবেদিনের চিত্রকর্ম  বিক্রি হলো সোয়া ৮ কোটি টাকায়

দখিনের সময় ডেস্ক: শিল্পাচার্য জয়নুল আবেদিনের একটি চিত্রকর্ম পাঁচ লাখ ১৬ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় আট কোটি ২৫ লাখ টাকার সমান।...

জামাত এখন আওয়ামী লীগের রক্ষাকবচ, সুখকর নয় ভবিষ্যত

দখিনের সময় ডেস্ক: বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য আহমেদ ফজলুর রহমান মুরাদ তার ফেইসবুক ওয়ালে লিখেছেন, ‘জামাত এখন আওয়ামী লীগের রক্ষাকবচ।’ তিনি...

নির্বাচন কমিশনে নিয়োগ বিজ্ঞপ্তি, নেবে ৩৬৯ জন

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশ নির্বাচন কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির সচিবালয় ও এর আওতাধীন মাঠ পর্যায়ের কার্যালয়ের রাজস্ব খাতভুক্ত ১৫টি পদে বিভিন্ন গ্রেডে ৩৬৯...

হোয়াটসঅ্যাপ ভয়েস চ্যাটে নতুন ফিচার

দখিনের সময় ডেস্ক: বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে আসছে নিত্যনতুন ফিচার। অনেক আগেই অ্যাপটিতে যুক্ত হয়েছে প্রযুক্তির অন্যতম সেরা আবিষ্কার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। তবে...

Recent Comments