Home শীর্ষ খবর চুরি হওয়া  টাকার বেশি পেয়েছেন কৃষ্ণা-সানজিদারা, অধরাই থেকেগেছে চোর

চুরি হওয়া  টাকার বেশি পেয়েছেন কৃষ্ণা-সানজিদারা, অধরাই থেকেগেছে চোর

দখিনের সময় ডেস্ক:

খোয়া যাওয়  টাকার বেশি পেয়েছেন কৃষ্ণা-সানজিদারা। নেপাল থেকে সাফ জিতে দেশে ফেরা কৃষ্ণা রানী ও শামসুন্নাহারসহ বেশ কয়েকজন ফুটবলারের ব্যাগ থেকে নগদ অর্থ এবং মূল্যবান জিনিস চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত ফুটবলারদের ক্ষতিপূরণ দিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ ব্যক্তিগত তহবিল থেকে তাদের ক্ষতিপূরণ দিয়েছেন। বাফুফে সূত্রে জানা গেছে,  কৃষ্ণা রানী সরকারকে দেড় লাখ টাকা দেখা হয়েছে। অন্যদিকে শামসুন্নাহারকে এক লাখ ও সানজিদা আক্তারকে আইফোন থার্টিন প্রো ম্যাক্স দেওয়া হয়েছে। বাফুফের মিডিয়া ম্যানেজার খালিদ মাহমুদ নওমি জানিয়েছেন, যে তিন খেলোয়াড়ের টাকা হারিয়েছিল তাদেরকে বাফুফে সভাপতি ও মহিলা উইংয়ের চেয়ারম্যান মিলে তার চেয়ে বেশি টাকা দিয়েছেন।

এর আগে নেপাল থেকে সাফ জিতে দেশে ফেরার পর বেশ কয়েকজন ফুটবলারের ব্যাগ থেকে নগদ অর্থ এবং মূল্যবান জিনিস চুরির অভিযোগ উঠে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) কৃষ্ণাসহ অন্যান্য ফুটবলাররা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। জানা যায়, সাফজয়ী কৃষ্ণা রানী সরকারের লাকেজ থেকে খোয়া গেছে লক্ষাধিক টাকা। এছাড়া শাসসুন্নাহার সিনিয়রের ৪০০ ডলার খোয়া গেছে। তাছাড়া আরো দুই থেকে তিনজন ফুটবলারের ব্যাগের তালা ভাঙা ছিল। তবে, বিমানবন্দরে না বাফুফে ভবনে চুরির ঘটনা ঘটেছে তা নিশ্চিত করে জানা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

পরীমণির প্রথম স্বামীর রহস্যজনক মৃত্যু, খুন না সড়ক দুর্ঘটনা?

দখিনের সময় ডেস্ক: সড়কে রহস্যজনক মৃত্যু হয়েছে পরীমণির প্রথম স্বামী ইসমাইল হোসেনের । প্রশ্ন দেখা দিয়েছে, একি দুর্ঘটনা না কি খুন? প্রাথমিকভাবে বলা হচ্ছে, শুক্রবার...

এক-তৃতীয়াংশ ইহুদি-আমেরিকান কিশোর হামাসের প্রতি সহানুভূতিশীল

দখিনের সময় ডেস্ক: এক-তৃতীয়াংশের বেশি আমেরিকান-ইহুদি কিশোর (১৪ থেকে ১৮ বছর বয়সী) 'আমি হামাসের সাথে সহানুভূতিসম্পন্ন'- এমন বক্তব্যের সাথে একমত। ইসরাইলের একটি মন্ত্রণালয়ের পক্ষ থেকে...

প্রতিদিন কলা খাওয়ার উপকার

দখিনের সময় ডেস্ক: প্রতিদিন কলা খেলে মেলে অনেক উপকার। কলায় থাকে প্রয়োজনীয় অনেক ভিটামিন। যে কারণে চিকিৎসকেরা নিয়মিত কলা খাওয়ার পরামর্শ দেন। প্রতিদিন অন্তত দুটি...

মোহিনীর প্রেমের এআর রহমানের বিচ্ছেদ, যা বলছেন পুত্র

দখিনের সময় ডেস্ক: ব্যক্তিজীবন নিয়ে সংবাদের শিরোনামে এআর রহমান। সায়রা বানুর সঙ্গে দীর্ঘ ২৯ বছরের দাম্পত্যের অবসান। বুধবার রাতে রহমানের স্ত্রী সায়রার আইনজীবী এই খবর...

Recent Comments