Home শীর্ষ খবর বঙ্গবন্ধুর রাজনৈতিক ও আদর্শিক পরম্পরা

বঙ্গবন্ধুর রাজনৈতিক ও আদর্শিক পরম্পরা

দখিনের সময় ডেস্ক:

‘মাদার অব হিউম্যানিটি’সহ বহু অভিধায় অভিধাপ্রাপ্ত প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। পিতার জীবন দর্শনে উজ্জীবিত শেখ হাসিনা গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা, সামগ্রিক প্রবৃদ্ধি ও অগ্রগতিতে বিশ্বাসী এবং দরিদ্র্য বিমোচনের মাধ্যমে জনগণের অর্থনৈতিক মুক্তি অর্জনের মধ্য দিয়ে সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয়কে পাথেয় হিসেবে গ্রহণ করেছেন।

প্রযুক্তি, রান্না, সঙ্গীত এবং বই পড়ার প্রতি বিশেষ আগ্রহ রয়েছে শেখ হাসিনার। তিনি শৈশব থেকেই ছিলেন পিতার মতই স্পষ্টভাষী, স্কুল জীবন থেকেই ক্রীড়া-সংস্কৃতি ও বিভিন্ন আন্দোলনে নেতৃত্ব দিতেন। ১৯৬২ সালের হামুদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে যখন আন্দোলন করেছিলেন তখন তিনি আজিমপুর বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী। কলেজের ছাত্রী থাকা অবস্থায় তিনি ছাত্র রাজনীতিতে সক্রিয় হন এবং কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন। তিনি ওই কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং পরের বছর সভাপতি ছিলেন।

১৯৬৬-এর ছয় দফা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন শেখ হাসিনা। তিনি ১৯৬৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হন এবং ১৯৭৩ সালে স্নাতক ডিগ্রি লাভ করেন। শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একজন সদস্য এবং ছাত্রলীগের রোকেয়া হল শাখার সাধারণ সম্পাদক ছিলেন। ছাত্রজীবন থেকেই তিনি সবগুলো গণআন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থাতেই পাকিস্তানের সামরিক শাসক আইয়ুব বিরোধী আন্দোলনে ভূমিকা রাখেন।

জীবনে অনেক সংকট, চড়াই-উতরাই পেরিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতিক্রম করলেন ৭৫ বছর। তিনি ১৯৯৬-২০০১ মেয়াদে প্রথমবার, ২০০৯-২০১৩ মেয়াদে দ্বিতীয়বার এবং ২০১৪-২০১৮ মেয়াদে তৃতীয়বারের মত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সেই ধারাবাহিকতায় বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তার দল আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট নিরঙ্কুশ বিজয় অর্জনের পর ৭ জানুয়ারি ২০১৯ শেখ হাসিনা চতুর্থবারের মত প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।

অদ্যাবধি তার পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার পথে অনেকটাই অগ্রগতি অর্জন করেছেন তিনি। তার বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বে অর্থনৈতিক প্রবৃদ্ধি, খাদ্যে স্বনির্ভরতা, নারীর ক্ষমতায়ন, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, গ্রামীণ অবকাঠামো, যোগাযোগ, জ্বালানি ও বিদ্যুৎ, বাণিজ্য, তথ্যপ্রযুক্তি খাতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি এবং ভূমিহীন, দুস্থ মানুষের জন্য সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি যেমন, দুস্থ মহিলা ও বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, বয়স্কদের জন্য শান্তি নিবাস, আশ্রয়হীনদের জন্য আশ্রয়ণ প্রকল্প এবং একটি বাড়ি একটি খামার প্রকল্প চালু করেন। এ ছাড়াও, কৃষকদের জন্য কৃষিকার্ড এবং ১০ টাকায় ব্যাংক হিসাব খোলা, বিনা জামানতে বর্গাচাষীদের ঋণ প্রদান ব্যবস্থা গ্রহণ করেন।

এসডিজি’র লক্ষ্যসমূহ অর্জনের নিমিত্তে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ, নারী শিক্ষায় অগ্রগতি, কমিউনিটি ক্লিনিক এবং ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র স্থাপন, গড় আয়ু বৃদ্ধি, শিশু মৃত্যুর হার কমানো, বিভিন্ন ভাতা ও বৃত্তি প্রদানের মধ্য দিয়ে প্রান্তিক জনগণের আর্থিক সুরক্ষা এবং মানবসম্পদ উন্নয়নের সূচকে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ, উড়ালসড়ক, মেট্রোরেল, মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগসহ বিদ্যুৎ ও জ্বালানি খাতে উন্নয়ন, বৈদেশিক মুদ্রার রিজার্ভে রেকর্ড, জিডিপির ক্রমবর্ধমান বৃদ্ধিসহ জাতীয় জীবনের নানা ক্ষেত্রে তার নেতৃত্বাধীন সরকারের সাফল্য অসামান্য।

কুখ্যাত ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করে বঙ্গবন্ধু হত্যার বিচারপ্রক্রিয়া শুরু করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত দাম্ভিক খুনিদের এবং যুদ্ধাপরাধীদের বহুল আকাঙ্খিত বিচার কার্যকর করে জাতিকে কলঙ্কমুক্ত করেছেন। পার্বত্য শান্তি চুক্তি, ছিটমহল সমস্যার সমাধান, ভারতের সঙ্গে ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি চুক্তি, যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু সেতু নির্মাণ, একুশে ফেব্রুয়ারির আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি আদায়সহ জাতীয় জীবনের বহুক্ষেত্রে সাফল্য এসেছে তার হাত ধরেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

নারী এবং পুরুষ উভয়েই স্তন ক্যান্সারে আক্রান্ত হতে পারে

দখিনের সময় ডেস্ক: নারী এবং পুরুষ উভয়েই স্তন ক্যান্সারে আক্রান্ত হতে পারে, পুরুষের স্তন ক্যান্সার অনেকাংশে বিরল। নারীদের মধ্যে প্রতি ৪ জন ক্যান্সার আক্রান্তের অন্তত...

পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত

দখিনের সময় ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের সব ব্যাংক হিসাবের লেনদেন স্থগিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সূচনা ফাউন্ডেশনের...

হিজবুল্লাহর হামলায় পিছু হটলো ইসরায়েলি বাহিনী

দখিনের সময় ডেস্ক: লেবাননে হিজবুল্লাহর হামলায় পিছু হটতে বাধ্য হয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। তায়ার নামক অঞ্চলের আল-বায়াদায় ইসরায়েলি ট্যাংক লক্ষ্য করে বেশ কয়েকটি মিসাইল ছোড়ে...

সাংবাদিক মুনির হোসেনের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ

দখিনের সময় ডেস্ক:  ঐতিহ্যবাহী বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক মুনির হোসেনের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৬ সালের ২৫ নভেম্বর আজকের এই দিনে দুনিয়ার মায়া কাটিয়ে...

Recent Comments