Home অন্যান্য অপরাধ ও দূর্নীতি চলছে বিদেশি ভুয়া বিশ্ববিদ্যালয়: মুরগী হচ্ছে ধনীর দুলালরা

চলছে বিদেশি ভুয়া বিশ্ববিদ্যালয়: মুরগী হচ্ছে ধনীর দুলালরা

স্টাফ রিপোর্টার:

মেধায় কুলায় না, কিন্তু বাবার মাল-কড়ি আছে- প্রধানত এমন ধনীর সন্তানদের ‘মুরগী’ বানার লক্ষ্য নিয়ে দেশে ব্যাংগের ছাতার মতো গড়ে উঠেছে প্রাইভেট বিশ্ববিদালয়। হাতেগোনা কয়েকটি প্রাইভেট বিশ্ববিদ্যায় সঠিক নিয়মে চললেও বেশিভাগই করছে বানিজ্য। এই ধারায় বেশ কয়েক বছর ধরে যুক্ত হয়েছে বিদেশী বিশ্ববিদ্যালয়ের নাম। এর মধ্যে অনেক বিশ্ববিদ্যালয়ের অস্থিত্ব নেই, আবার কোনটির নাম ব্যবহার করা হচ্ছে অবৈধভাবে।

এই সব ভূয়া বিশ্ববিদ্যায় থেকে ডিগ্রী নিয়ে অনেকে আবার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হচ্ছেন। সম্প্রতি এমন একটি ঘটনা ধরা পড়েছে বরিশালে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের একজন উপ-পরিচালক আমেরিকান ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, ঢাকা ক্যাম্পাস থেকে পিএইচডি ডিগ্রি নেন। তিনি এই ডিগ্রির মাধ্যমে চাকরিতে ইনক্রিমেন্টও পান। কিন্তু ২০১৭ সালে ইউজিসির এক তদন্তে ধরা পড়ে তার ডিগ্রি ভুয়া। ফলে ডিগ্রি বাতিল, ইনক্রিমেন্ট বাবদ প্রদত্ত অর্থ ফেরত এবং নৈতিক স্খলনের বিষয়ে বিধি অনুযায়ী ব্যবস্থার সুপারিশ করে ইউজিসি। একই প্রতিষ্ঠান থেকে পিএইচডি ডিগ্রি নিয়ে বিপাকে পড়েন ওই বিশ্ববিদ্যালয়ের আরেক কর্মকর্তা।

বিভিন্ন সময়ে ভুয়া পিএইচডি দেওয়ায় বেশ কয়েকটি বিদেশি বিশ্ববিদ্যালয়ের ভুয়া শাখা কালো তালিকাভুক্ত করেছে ইউজিসি। এর মধ্যে রয়েছে ইন্টারন্যাশনাল কালচারাল ইউনিভার্সিটি (আইসিইউ), মালয়েশিয়ার পার্দানা ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব হনুলুলু, ভিক্টোরিয়া ইউনিভার্সিটি মেলবোর্ন, প্রিমিয়ার ইউনিভার্সিটি অব টেকনোলজি, ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল), দ্য সেন্ট্রাল বোর্ড অব হায়ার এডুকেশন (সিবিএইচই), ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া এবং আমেরিকান ওয়ার্ল্ড ইউনিভার্সিটি। নামে-বেনামে এ ধরনের বিশ্ববিদ্যালয়ের স্টাডি সেন্টার খুলে বিক্রি হচ্ছে পিএইচডি সনদ। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে এসব ডিগ্রির সত্যতা যাচাইয়ে বেরিয়ে আসছে এ ধরনের অবৈধ প্রতিষ্ঠানের নাম।

বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ অনুযায়ী বাংলাদেশ সরকারের অনুমতি ছাড়া বিদেশি বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠানের কোনো শাখা ক্যাম্পাস/স্টাডি সেন্টার ইত্যাদিতে শিক্ষার্থী ভর্তি বা শিক্ষা কার্যক্রম পরিচালনা সম্পূর্ণ বেআইনি ও শাস্তিযোগ্য অপরাধ। ভর্তিচ্ছু শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের সতর্ক থাকতে হবে। সরকার এসব প্রতিষ্ঠানের ডিগ্রি সনদের বৈধতা দেবে না। এরপরও এক বা দুই কক্ষবিশিষ্ট। সাইনবোর্ডসর্বস্ব। অথবা ইন্টারনেটে ডিগ্রি। পিএইচডি সনদ বিক্রির জন্য রাজধানীসহ বিভাগীয় শহরে গড়ে উঠেছে বিদেশি ইউনিভার্সিটির ‘শাখা’, ‘ক্যাম্পাস’।  সরকার এগুলো অবৈধ ঘোষণা করেছে, বন্ধেরও উদ্যোগ নেওয়া হয়। এরপরও নামে-বেনামে চলছে ভুয়া বিদেশি বিশ্ববিদ্যালয়ের স্টাডি সেন্টার।

সম্প্রতি অস্তিত্বহীন বিদেশি বিশ্ববিদ্যালয় ‘আমেরিকান ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, ক্যালিফোর্নিয়া, ইউএসএ’-এর নামে রাজধানীতে ভুয়া স্টাডি সেন্টারের খোঁজ পেয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। কমিশনের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, অস্তিত্বহীন বিদেশি বিশ্ববিদ্যালয়ের ভুয়া স্টাডি সেন্টার বন্ধের পদক্ষেপের জন্য শিক্ষা মন্ত্রণালয়কে আমরা চিঠি দিচ্ছি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ক্যালিফোর্নিয়ায় ‘আমেরিকান ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি’ নামে যে বিশ্ববিদ্যালয়টির কথা বলা হচ্ছে, বাস্তবে তার অস্তিত্ব নেই। অস্তিত্বহীন বিশ্বদ্যিালয়টির নামে একটি ওয়েববসাইট খোলা হয়েছে এবং শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে। ইউজিসি যাচাই করে দেখেছে, ভুয়া এই স্টাডি সেন্টারে শিক্ষার্থী ভর্তির বিষয়টি দেখভাল করছে লিংকনস হায়ার এডুকেশন অ্যান্ড ম্যানেজমেন্ট নামের দেশীয় একটি প্রতিষ্ঠান।

রাজধানীর সিদ্ধেশ্বরীর শাহজালাল টাওয়ারে এ জন্য একটি অফিস খোলা হয়েছে। এই প্রতিষ্ঠানটি সম্প্রতি ব্যাচেলর, মাস্টার্স, এমপিএইচ, এমবিএ, এমফিল ও পিএইচডি পর্যায়ে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি দিয়েছে। বিজ্ঞপ্তিতে স্পেশাল স্কলারশিপ এবং ক্রেডিট ট্রান্সফারের সুবিধার কথাও উল্লেখ করা হয়েছে। প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের কাছ থেকে মাস্টার্স প্রোগ্রামের জন্য পাঁচ হাজার ১০০ এবং পিএইচডি প্রোগ্রামের জন্য ১০ হাজার ৬০০ ডলার নিচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

স্মার্টফোনে ইন্টারনেট চলে যাচ্ছে? জেনে নিন গতি বাড়ানোর কৌশল!

দখিনের সময় ডেস্ক: অনেকেই মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার সময় হঠাৎ করেই দেখেন, নেটওয়ার্ক চলে গেছে। আশেপাশের অন্যরা নির্বিঘ্নে ইন্টারনেট ব্যবহার করতে পারলেও আপনার ফোনেই সমস্যা...

প্রতিদিন ৩-৪ লিটার পানি পান করলে কী হয়?

দখিনের সময় ডেস্ক: ওজন কমানো একটি চ্যালেঞ্জিং কাজ হতে পারে। কঠোর ডায়েট অনুসরণ করা, খাবারের প্রতি লোভ নিয়ন্ত্রণ করা, প্রতিদিন জিমে যাওয়া, কঠোর ওয়ার্কআউট করা...

ডিভোর্সের দুদিন পরই সুখবর দিলেন এ আর রহমান

দখিনের সময় ডেস্ক: নিন্দুকরা মনে করছে বাংলার মেয়ে গিটার বাদক মোহিনী দে-র জন্যই হয়ত সায়রাকে ছেড়েছেন ভারতের অস্কারজয়ী সংগীতশিল্পী ও সুরকার এ আর রহমানের। তবে...

যৌন পর্যটনের নতুন কেন্দ্র টোকিও, সেক্স ইন্ডাস্ট্রির জড়িত কিছু চক্র

দখিনের সময় ডেস্ক: যখন স্বর্ণযুগ ছিল, শহরটি অর্থনীতিতে ব্যাপক উন্নতি দেখেছে। এটি এখনো বিশ্বের অন্যতম বাসযোগ্য শহর হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। তবে আশঙ্কার বিষয়...

Recent Comments