Home লাইফস্টাইল জ্বরে গোসল করা কি খারাপ?

জ্বরে গোসল করা কি খারাপ?

দখিনের সময় ডেস্ক:

অনেকের ধারণা, জ্বর হলে গোসল করা নিষেধ। গোসল করলে ঠান্ডা বসে যাবে, তাতে জ্বর আরও বাড়বে। আমাদের দেশে জ্বর হলে জলপট্টি দেওয়া, মাথায় পানি ঢালা বেশি জনপ্রিয়। কিন্তু জ্বরের রোগীর গোসল করা কিন্তু বৈজ্ঞানিকভাবে একেবারেই নিষেধ নয়।

গোসল না করলে এমনিতেই অস্বস্তি হয়। শরীর ম্যাজম্যাজ করে। উপরন্তু জ্বরের কারণে খারাপ লাগার অনুভূতি কাজ করে। জ্বর ছাড়ার সময় শরীর ঘামে এবং গোসল না করলে আরও বেশি অস্বস্তি হয়। বরং গোসল করলে জ্বরের তীব্রতা সাময়িকভাবে কমে, রোগী সতেজ বোধ করেন। পরিচ্ছন্নতাও বজায় থাকে।

জ্বরের রোগীর গোসল করা কিন্তু বৈজ্ঞানিকভাবে একেবারেই নিষেধ নয়

অনেক সময় জ্বরের রোগী ঠান্ডা বোধ করেন, শীত লাগে। পানিপ্রবাহের সংস্পর্শে আরও শীত বা কাঁপুনি হতে পারে। তাই স্বাভাবিক তাপমাত্রার পানির সঙ্গে সামান্য গরম পানি মিশিয়ে নিলে ভালো। তাপমাত্রা রোগীর জন্য সহনীয় হতে হবে। খুব বেশি গরম বা খুব ঠান্ডা হবে না।

খেয়াল রাখুন

জ্বরের রোগীর মাথা ঘুরতে পারে, দুর্বল লাগতে পারে। শোয়া অবস্থা থেকে চট করে উঠে দাঁড়িয়ে হেঁটে গোসলখানা পর্যন্ত যেতে রোগী সমস্যায় পড়তে পারেন। তাই রোগীকে সাবধানে ধীরে ধীরে উঠে বসতে হবে। হাঁটাচলায় তাড়াহুড়া করা যাবে না। প্রয়োজনে বাড়ির অন্য কারও সাহায্য নিতে হবে। গোসল করলে ভেজা শরীরে দীর্ঘ সময় থাকা উচিত নয়। গোসল করার পর শরীর ও মাথা ভালোভাবে মুছে ফেলতে হবে।

জ্বর হলে প্রচুর পানি ও তরল খাবার খাওয়া প্রয়োজন। ডাবের পানি, টাটকা ফলের রস, নানারকম স্যুপ বা দুধ খাওয়া যেতে পারে। তবে প্রিজারভেটিভ মেশানো পানীয় (যেমন প্যাকেটের জুস) বর্জনীয়। কোমল পানীয় বা চিনি মেশানো অন্যান্য পানীয়ও বর্জনীয়। একবারে অধিক পরিমাণ খেতে না পারলেও বারবার অল্প অল্প করে পানি বা তরল খাবার খেতে হবে। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদ্‌রোগ ও কিডনির সমস্যায় আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে চিনি, লবণ প্রভৃতি মেশানো পানীয় গ্রহণের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়। কিডনি রোগীর পানির পরিমাণও পরামর্শ অনুযায়ী সীমিত রাখতে হয়।

রাফিয়া আলম, ক্লিনিক্যাল স্টাফ, নিউরো আইসিইউ, স্কয়ার হাসপাতাল লিমিটেড, ঢাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত

দখিনের সময় ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের সব ব্যাংক হিসাবের লেনদেন স্থগিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সূচনা ফাউন্ডেশনের...

হিজবুল্লাহর হামলায় পিছু হটলো ইসরায়েলি বাহিনী

দখিনের সময় ডেস্ক: লেবাননে হিজবুল্লাহর হামলায় পিছু হটতে বাধ্য হয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। তায়ার নামক অঞ্চলের আল-বায়াদায় ইসরায়েলি ট্যাংক লক্ষ্য করে বেশ কয়েকটি মিসাইল ছোড়ে...

সাংবাদিক মুনির হোসেনের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ

দখিনের সময় ডেস্ক:  ঐতিহ্যবাহী বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক মুনির হোসেনের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৬ সালের ২৫ নভেম্বর আজকের এই দিনে দুনিয়ার মায়া কাটিয়ে...

চীনের সবচেয়ে ধনী টিকটকের প্রতিষ্ঠাতা ঝাং ইমিং

দখিনের সময় ডেস্ক: টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের প্রতিষ্ঠাতা ঝাং ইমিং (৪১) চীনের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকার শীর্ষ স্থান দখল করেছেন। বর্তমানে তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ...

Recent Comments