Home লাইফস্টাইল শিশুদেরও হৃদ্‌রোগ হতে পারে

শিশুদেরও হৃদ্‌রোগ হতে পারে

দখিনের সময় ডেস্ক:

শিশুদেরও হৃদ্‌রোগ হয়। এর চিকিৎসায় দরকার হতে পারে প্রসিডিওর বা সার্জারির। গর্ভস্থ শিশুর হৃৎপিণ্ড স্বাভাবিকভাবে তৈরি না হলে তাকে জন্মগত হৃদ্‌রোগ বলা হয়।

হৃৎপিণ্ডের চারটি কুঠুরির ওপরের দুটি অ্যাট্রিয়াম এবং নিচের দুটিকে ভেন্ট্রিকল বলা হয়। দুটি অ্যাট্রিয়ামের মাঝের পর্দা ইন্টার–অ্যাট্রিয়াল সেপ্টাম ও দুটি ভেন্ট্রিকলের মাঝের পর্দা ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম নামে পরিচিত।

জন্মগত হৃদ্‌রোগের মধ্যে অন্যতম হলো হার্টের পর্দা দুটোতে ছিদ্র (অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, পিডিএ) এবং রক্তনালি সরু বা রক্তনালির ভালভ সরু (অ্যাওরটিক স্টেনোসিস, পালমোনারি স্টেনোসিস, কোয়ার্কটেশন অব অ্যাওরটা)।

হৃৎপিণ্ডের জন্মগত ত্রুটির কারণে অধিক চাপে ফুসফুসের সরু সরু রক্তনালি ক্ষতিগ্রস্ত হয় এবং ফুসফুসের চাপ বৃদ্ধি পেতে থাকে। তাই মাঝারি বা বড় আকারের ছিদ্রগুলো খুব তাড়াতাড়ি বন্ধ করা দরকার।

কীভাবে বুঝবেন
নবজাতকের ঘন ঘন শ্বাসকষ্ট, বুকের পাঁজর দেবে যাওয়া, বুকের দুধ টেনে খেতে কষ্ট, কপালে ঘাম জমা, ঘন ঘন নিউমোনিয়া ও ঠান্ডা-কাশি হওয়া। বারবার এসব সমস্যা নিয়ে শিশুকে হাসপাতালে ভর্তি করাতে হলে সতর্ক হতে হবে। একই বয়সী অন্যদের মতো রোগাক্রান্ত শিশুর বৃদ্ধি হয় না।

কী করবেন
জন্মের পরপরই রোগ নির্ণয় করা গেলে খুব সহজ পদ্ধতিতে সার্জারি ছাড়াই বোতাম বা ডিভাইসের মাধ্যমে ছিদ্র বন্ধ করা সম্ভব। তবে এসব ডিভাইস ও বোতাম বেশ ব্যয়বহুল।

শিশু হৃদ্‌রোগের প্রতিকার
গর্ভধারণের তিন মাস আগে মাকে হাম, মাম্পস ও রুবেলাপ্রতিরোধী এমএমআর টিকা নিতে হবে। গর্ভধারণের আগে মায়ের হৃদ্‌রোগের চিকিৎসা করাতে হবে। গর্ভকালীন মায়ের ডায়াবেটিস, হাইপারটেনশনের সঠিক চিকিৎসা করাতে হবে। গর্ভকালীন কোনো ধরনের ক্ষতিকারক ওষুধ খাওয়া যাবে না। গর্ভকালীন নিয়মিত চিকিৎসক দেখাতে হবে। পূর্ণ সময়ের আগে যথাসম্ভব প্রসব প্রতিরোধ করতে হবে। গর্ভস্থ শিশুর ইকোকার্ডিওগ্রাফি (ফিটাল ইকো) করা ও সে অনুযায়ী প্রসবের পরিকল্পনা করা দরকার। শিশুর জন্মের পরপরই স্ক্রিনিং ইকো করতে হবে। বেশি বয়সে সন্তান নিলে সতর্ক থাকতে হবে।

আগের সন্তানের হৃদ্‌রোগ কিংবা কোনো ধরনের শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতা থাকলে গর্ভাবস্থায় অবশ্যই গাইনি ও শিশু হৃদ্‌রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।

ডা. তাহেরা নাজরীন, জ্যেষ্ঠ কনসালট্যান্ট ও সমন্বয়ক, ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল পেডিয়াট্রিক কার্ডিওলজি, এভারকেয়ার হাসপাতাল, ঢাকা ও চট্টগ্রাম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

টিকটকে নিরাপদ রাখবে যে ১০ ফিচার

দখিনের সময় ডেস্ক: ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে টিকটক। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে যৌথভাবে কাজ শুরু করেছে টিকটক। যেখানে ‘ফিডস’ নেটওয়ার্কের...

প্রতিদিন খেজুর খাবেন যে কারণে

দখিনের সময় ডেস্ক: আপনার কি রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য সুস্বাদু কোনো খাবার প্রয়োজন এবং সেইসঙ্গে অতিরিক্ত ওজন কমাতে চাইছেন? এক্ষেত্রে সবচেয়ে ভালো হতে পারে খেজুর।...

পরীমণি প্রথম স্বামীর পরদিন মারাগেলো প্রথম পরিচালক

দখিনের সময় ডেস্ক: লাইফ সাপোর্টে থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এর পরিচালক শাহ আলম মণ্ডল।  গুলশানের...

বাউফলে ইউএনও’র বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি পটুয়াখালীর বাউফলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর বিরুদ্ধে অনিয়ম,দুনীতি ও অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈশোম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল...

Recent Comments