Home জাতীয় মানুষের যাতে কষ্ট না হয় সেজন্য চেষ্টা করছি: প্রধানমন্ত্রী

মানুষের যাতে কষ্ট না হয় সেজন্য চেষ্টা করছি: প্রধানমন্ত্রী

দখিনের সময় ডেস্ক:

বৈশ্বিক অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে দেশের মানুষের যাতে কষ্ট না হয় সেই চেষ্টা করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেলে গণভবনে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফর পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

মহামারি, যুদ্ধসহ বিশ্বের চলমান পরিস্থিতে আমরা কতোটা প্রস্তুত- এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সারা বিশ্বই অশান্তিতে ভুগছে। এ পরিস্থিতিতে আমরা একাই শান্তিতে থাকতে পারবো কিনা পারবো না তা বলা মুশকিল। সারা বিশ্বের মানুষ যদি কষ্টে থাকে তাহলে কি শুধু আমরা শান্তিতে থাকতে পারবো? তারপরেও আমার দেশের মানুষের যাতে কষ্ট না হয় সেজন্য যা করার দরকার আমরা চেষ্টা করছি।

প্রধানমন্ত্রী বলেন, আমরা খাদ্যের উৎপাদন বাড়ানোসহ অন্যান্য সবগুলো বিষয়ে নজর দেয়ার চেষ্টা করছি। তিনি বলেন, একদিকে করোনা মহামারি অন্যদিকে রাশিয়ার যুদ্ধ। আমরা তো বিশ্ব থেকে আলাদা কিছু না। তারপরেও আমরা চেষ্টা করে যাচ্ছি। তারপরেও কেউ যদি ভালো কোনো পরামর্শ দিতে পারে আমরা তা গ্রহণ করবো। প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা ভিয়েতনাম, মিয়ানমার, ভারতসহ অন্যান্য দেশের সাথে নিয়মিত যোগাযোগ রাখছি। আমরা খাদ্য গুদামগুলোকে নিয়মিত মনিটরিং করছি। সবগুলো খাদ্য যাতে ঠিক থাকে তা মনিটরিং করা হচ্ছে।

প্রধানমন্ত্রী জানান, সরকার টিসিবির কার্ডের মাধ্যমে মাত্র ৩০ টাকা দামে চালের ব্যবস্থা করেছে। যাতে এক কোটির বেশি মানুষ সহায়তা পাচ্ছে। তিনি বলেন, যাদের কিছু ছিলোনা, ভাসমান ছিলো আমরা তাদের ঘর করে দিয়েছি। আমরা তাদের নানা ধরনের গবাদি পশুও দিয়েছি। তারা এগুলো পালন করে স্বাবলম্বী হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শিবিরকে প্রকাশ্যে রাজনীতি চর্চার আহ্বান ছাত্রদল সেক্রেটারির

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি চর্চার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সেক্রেটারি নাসির উদ্দিন। মঙ্গলবার দৈনিক কালবেলার সঙ্গে এক সংক্ষিপ্ত আলোচনায় নাসির...

দাঁতে ব্যথা দূর করার ঘরোয়া উপায়

দখিনের সময় ডেস্ক: দাঁতের ক্ষয়, চোয়াল বা দাঁতের মধ্যে সংক্রমণ, মাড়ির রোগ বা আঘাতের মতো বিভিন্ন কারণে দাঁত ব্যথা হতে পারে। এই ব্যথা দৈনন্দিন সব...

শেখ হাসিনা আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন: সোহেল তাজ

দখিনের সময় ডেস্ক: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল বলেছেন, শেখ হাসিনা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, বাংলাদেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।...

১৮ মাসের মধ্যে নির্বাচন হতে অন্তর্র্বতী সরকারকে সাহায্য করবে সেনাবাহিনী: জেনারেল ওয়াকার-উজ-জামান

দখিনের সময় ডেস্ক: সেনাপ্রধান বলেছেন রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করে ১৮ মাসের মধ্যে যেন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, সে জন্য অন্তর্র্বতী সরকারকে সাহায্য করবে সেনাবাহিনী।‘যাই হোক...

Recent Comments