Home জাতীয় সেই আঁতেলের নাম আর বলতে চাইনা, গুম প্রসঙ্গে প্রধানমন্ত্রী

সেই আঁতেলের নাম আর বলতে চাইনা, গুম প্রসঙ্গে প্রধানমন্ত্রী

দখিনের সময় ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুম প্রসঙ্গে বলেন,  কেউ ঢাকা থেকে ভালো একজন আঁতেলের কথা বলতে চাই না। তিনি চলে গেলেন খুলনা। বললেন, তাকে গুম করা হয়েছে। পরে দেখা গেলো সে খুলনা নিউমার্কেটে ঘুরে বেড়াচ্ছে। আমাদের দেশে এমনও হয়েছে যে, অন্যকে শায়েস্তা করতে মাকে লুকিয়ে রেখে বলেছে, গুম করেছে, গুম করেছে। সে ঘটনা বোঝাই যাচ্ছে।
জাতিসংঘ সম্মেলনে যোগদান এবং যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার (৬ অক্টোবর) গুম প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন। তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, গুমের নামে নাটকের এমন ঘটনা জাতির সামনে তুলে ধরার জন্য সাংবাদিকরা অবশ্যই ধন্যবাদ প্রাপ্য।
প্রধানমন্ত্রী বলেন, কেউ বোনকে লুকিয়ে রেখে বলে- গুম করা হয়েছে। এমন অনেক ঘটনা আছে। যাদের তালিকা দেয়া হচ্ছে, তাদের মধ্যে বেশ কয়েকজন ভারত থেকে পালিয়েছে। তারা পালিয়েছে কারণ তাদের নামে হুলিয়া জারি হয়েছে। তিনি বলেন, অনেকে আমেরিকায় লুকিয়ে আছে, এমন তথ্যও আছে। আমাদের আইনশৃঙ্খলাবাহিনী যখনি কোনো গুমের তথ্য আসে, তখন তাদের খুঁজে বের করে। তা কিন্তু পত্রিকায় আসে না। তিনি বলেন, ‘গুমের বিষয়টি যতো বড় করে দেখা হয়- তা আবার যখন উদ্ধার হয় তা আর দেখানো হয় না।’
প্রধানমন্ত্রী বলেন, আমার মনে হয়- যারা আমাদের কাছে প্রশ্নগুলো করেছিলো এখন মনে হয় তারা এসব জানতে চাইলে কিছু বলতে পারবেন না। তিনি প্রশ্ন রেখে বলেন, যাদের দিয়ে আমরা সন্ত্রাসী দমন করেছি তাদের ওপর নিষেধাজ্ঞা দেয়ার মানে কি? সন্ত্রাসীদের মদদ দেয়া।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমেরিকায় সবচেয়ে বেশি গুম হয়। সবচেয়ে বড় কথা হলো, কেউ যদি অপরাধ করে বাংলাদেশে বিচার হয়, কিন্তু আমেরিকার ক্ষেত্রে বিচারই হয় না। তিনি যোগ করেন, আফগানিস্তানের ২০ বছর যুদ্ধ করল। আবার আফগানিস্তান তালেবানের হাতে ক্ষমতা দিয়ে চলে গেল। ভিয়েতনামেও তারা যুদ্ধ করেছে। আমেরিকা তো নিজেদের ব্যর্থতার কথা বলে না। এখন ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল। এই নিষেধাজ্ঞায় ক্ষতি হয় কাদের, সাধারণ মানুষের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

মোর্স কোড কী?

দখিনের সময় ডেস্ক: মোর্স কোড হল একটি সাংকেতিক ভাষা যা পয়েন্ট (.) এবং ড্যাশ (-) দ্বারা প্রতিটি অক্ষর, সংখ্যা, এবং কিছু বিশেষ চিহ্ন উপস্থাপন করে।...

হলুদ ও মধু একসঙ্গে খাওয়ার ৫ উপকারিতা

দখিনের সময় ডেস্ক: হলুদ এবং মধু। এই দুই প্রাকৃতিক উপাদানই নিজ নিজ গুণে সমাদৃত। আমাদের স্বাস্থ্যের জন্য রয়েছে এগুলোর অসংখ্য উপকারিতা। উপকারী এই দুই উপাদান...

ভারতে অজ্ঞান পার্টির কবলে দুই বাংলাদেশি পর্যটক, পুলিশ সহযোগিতা না করার অভিযোগ

দখিনের সময় ডেস্ক: ভারতে বেড়াতে গিয়ে সর্বশান্ত হয়েছেন দুই বাংলাদেশি পর্যটক। চলন্ত ট্রেনে দুজন ব্যক্তি তাদেরকে চা খেতে দেয়। চা খাওয়ার পরই তারা জ্ঞান হারিয়ে...

শুরু ভালো হলেও বড় ইনিংসে পরিণত করতে ব্যর্থ হচ্ছে বাংলাদেশ

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশের প্রাক্তন ব্যাটিং কোচ ডেভিড হেম্প মনে করেন, ব্যাটসম্যানরা ভালো শুরু পেলেও সেটি বড় ইনিংসে রূপান্তরিত করতে না পারার খেসারত দিচ্ছে বাংলাদেশ।...

Recent Comments